AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oily Nose: তেলতেলে নাক আর ত্বকের কালো দাগ, দুইই সেরে যাবে এই ঘরোয়া উপায়ে…

Blackheads Remedies: গরম পড়তে শুরু করেছে। এই সময়ে নাক তেলতেলে (Oily Nose) হয়ে যায় ব্ল্যাকহেডস (Blackheads) সমস্যা দেখা দেয় কারো কারো। জেনে নিন সহজ উপায়ে এ থেকে মুক্তি (Home Remedies) পাবেন কীভাবে...

| Edited By: | Updated on: Feb 26, 2022 | 1:02 PM
Share
ত্বকের সুস্থতা ও সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণ তেলের প্রয়োজন আছে ঠিকই। কিন্তু অন্যদিকে বাড়তি তেল ত্বকের ক্ষতিও করে। এর মধ্যে অন্যতম তৈলাক্ত নাক।

ত্বকের সুস্থতা ও সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণ তেলের প্রয়োজন আছে ঠিকই। কিন্তু অন্যদিকে বাড়তি তেল ত্বকের ক্ষতিও করে। এর মধ্যে অন্যতম তৈলাক্ত নাক।

1 / 6
গরমে তো বটেই। অনেকের শীতকালেও থাকে তেলতেলে নাকের সমস্যা। বিভিন্ন প্রসাধনীর ব্যবহার করেও এ থেকে মুক্তি মেলে না। কিন্তু ঘরোয়া উপায়ে এটি দূর করা যায়।

গরমে তো বটেই। অনেকের শীতকালেও থাকে তেলতেলে নাকের সমস্যা। বিভিন্ন প্রসাধনীর ব্যবহার করেও এ থেকে মুক্তি মেলে না। কিন্তু ঘরোয়া উপায়ে এটি দূর করা যায়।

2 / 6
অ্যাপল সিডার ভিনিগারে অ্যাসিডিক পিএইচ ব্যালান্স বেশি। বাড়তি তেল শুষে নেয় এই উপাদান। অর্ধেক কাপ জলে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে তাতে কটন বল ভিজিয়ে নাকে লাগান। ১৫ মিনিট রেখে গরম জলে ধুয়ে ফেলুন। এতে ব্ল্যাকহেডসও কমে যায়।

অ্যাপল সিডার ভিনিগারে অ্যাসিডিক পিএইচ ব্যালান্স বেশি। বাড়তি তেল শুষে নেয় এই উপাদান। অর্ধেক কাপ জলে অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে তাতে কটন বল ভিজিয়ে নাকে লাগান। ১৫ মিনিট রেখে গরম জলে ধুয়ে ফেলুন। এতে ব্ল্যাকহেডসও কমে যায়।

3 / 6
মধুর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ সুপরিচিত। নাকের তৈলগ্রন্থিতে বাড়তি তেল জমে থাকতে দেয় না মধু। নাকে মধু ঘষে কয়েক মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

মধুর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ সুপরিচিত। নাকের তৈলগ্রন্থিতে বাড়তি তেল জমে থাকতে দেয় না মধু। নাকে মধু ঘষে কয়েক মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

4 / 6
টক দইয়ে আছে আলফা হাইড্রক্সি অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড। ফলে পোরস উন্মুক্ত করে দূষিত কণা সরিয়ে দেয়। টক দইয়ের জিঙ্ক মৃদু অ্যাস্ট্রিজেন্ট পোরস শক্ত করে তৈলাক্তভাব কমিয়ে দেয়।

টক দইয়ে আছে আলফা হাইড্রক্সি অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড। ফলে পোরস উন্মুক্ত করে দূষিত কণা সরিয়ে দেয়। টক দইয়ের জিঙ্ক মৃদু অ্যাস্ট্রিজেন্ট পোরস শক্ত করে তৈলাক্তভাব কমিয়ে দেয়।

5 / 6
লেবুতে আছে এক্সফোলিয়েটিং উপাদান। ত্বক থেকে বাড়তি তেল শুষে নেয় লেবুর রস। নাকে লেবুর রস লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।

লেবুতে আছে এক্সফোলিয়েটিং উপাদান। ত্বক থেকে বাড়তি তেল শুষে নেয় লেবুর রস। নাকে লেবুর রস লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।

6 / 6