Sports Photos: ছবি কথা বলে, ক্রীড়াজগতের বিখ্যাত কিছু ফটো

হাতে হাত, দু'জনেই হাপুস নয়নে জল ফেলছেন। পাশাপাশি বসে থাকা টেনিস জগতের দুই কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। ক্রীড়াজগতের ইতিহাসে বন্ধুত্বের সেরা উদাহরণ হয়ে থাকবে এই ছবিটি। টেনিস বিশ্বের দুই সেরা প্রতিদ্বন্দ্বী ও বন্ধু।

| Edited By: | Updated on: Oct 03, 2022 | 8:00 AM
হাতে হাত, দু'জনেই হাপুস নয়নে জল ফেলছেন। পাশাপাশি বসে থাকা টেনিস জগতের দুই কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। ক্রীড়াজগতের ইতিহাসে বন্ধুত্বের সেরা উদাহরণ হয়ে থাকবে এই ছবিটি। টেনিস বিশ্বের দুই সেরা প্রতিদ্বন্দ্বী ও বন্ধু। (ছবি:টুইটার)

হাতে হাত, দু'জনেই হাপুস নয়নে জল ফেলছেন। পাশাপাশি বসে থাকা টেনিস জগতের দুই কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। ক্রীড়াজগতের ইতিহাসে বন্ধুত্বের সেরা উদাহরণ হয়ে থাকবে এই ছবিটি। টেনিস বিশ্বের দুই সেরা প্রতিদ্বন্দ্বী ও বন্ধু। (ছবি:টুইটার)

1 / 7
মাইক হোল্ডিংয়ের শেষ উইকেট পড়তেই বেড়া টপকে লর্ডসের মাঠে ঢুকতে শুরু করে মানুষ। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের মুহূর্ত ৷(ছবি:টুইটার)

মাইক হোল্ডিংয়ের শেষ উইকেট পড়তেই বেড়া টপকে লর্ডসের মাঠে ঢুকতে শুরু করে মানুষ। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের মুহূর্ত ৷(ছবি:টুইটার)

2 / 7
ক্যালেব ড্রেসেল ২০২১ সালের জুলাইয়ে টোকিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ১০০ মিটার বাটারফ্লাই বিভাগে সোনা জেতেন।(ছবি:টুইটার)

ক্যালেব ড্রেসেল ২০২১ সালের জুলাইয়ে টোকিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ১০০ মিটার বাটারফ্লাই বিভাগে সোনা জেতেন।(ছবি:টুইটার)

3 / 7
বাপ কা বেটা। ছেলে চার্লি উডসের গল্ফ প্রতিযোগিতায় ক্যাডি তার বাবা কিংবদন্তি টাইগার উডস।(ছবি:টুইটার)

বাপ কা বেটা। ছেলে চার্লি উডসের গল্ফ প্রতিযোগিতায় ক্যাডি তার বাবা কিংবদন্তি টাইগার উডস।(ছবি:টুইটার)

4 / 7
একদিকে নীল সমুদ্র, অপরদিকে দূর্গ। বিশ্বের মনোমুগ্ধকর স্টেডিয়ামগুলির মধ্যে একটি শ্রীলঙ্কার গল স্টেডিয়াম। ক্রিকেট ইতিহাসের কয়েকশো গল্প ঘোরাফেরা করছে এই স্টেডিয়ামের অন্দরে। সেই স্টেডিয়ামের এমন অবস্থা হয়েছিল ২০০৪ সালের সুনামির পর। ছবি না দেখলে বিশ্বাস করা দায়।(ছবি:টুইটার)

একদিকে নীল সমুদ্র, অপরদিকে দূর্গ। বিশ্বের মনোমুগ্ধকর স্টেডিয়ামগুলির মধ্যে একটি শ্রীলঙ্কার গল স্টেডিয়াম। ক্রিকেট ইতিহাসের কয়েকশো গল্প ঘোরাফেরা করছে এই স্টেডিয়ামের অন্দরে। সেই স্টেডিয়ামের এমন অবস্থা হয়েছিল ২০০৪ সালের সুনামির পর। ছবি না দেখলে বিশ্বাস করা দায়।(ছবি:টুইটার)

5 / 7
শেষবারের মতো দেশের জার্সি গায়ে ব্যাট হাতে মাঠে নামছেন লিটল মাস্টার। ওয়াংখেড়ের ড্রেসিংরুম থেকে বেরিয়ে হেলমেটের আড়াল থেকেই আকাশের দিকে একবার চেয়ে নিলেন। গ্রিলঘেরা গ্যালারির ওপাশে তখন শেষবারের মতো ক্রিকেট ঈশ্বরকে মুঠোবন্দী করার হুড়োহুড়ি। চারপাশে একটাই শব্দ সচিইইইইইইন...(ছবি:টুইটার)

শেষবারের মতো দেশের জার্সি গায়ে ব্যাট হাতে মাঠে নামছেন লিটল মাস্টার। ওয়াংখেড়ের ড্রেসিংরুম থেকে বেরিয়ে হেলমেটের আড়াল থেকেই আকাশের দিকে একবার চেয়ে নিলেন। গ্রিলঘেরা গ্যালারির ওপাশে তখন শেষবারের মতো ক্রিকেট ঈশ্বরকে মুঠোবন্দী করার হুড়োহুড়ি। চারপাশে একটাই শব্দ সচিইইইইইইন...(ছবি:টুইটার)

6 / 7
 ক্রিকেট মাঠের অতিথি হয়ে এসেছিল একঝাঁক মৌমাছি। ফিরোজ শাহ কোটলায় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের মাঝেই কোটলার মাঠ ঘিরে ধরে মৌমাছিরা। বিষাক্ত হুল থেকে বাঁচতে আম্পায়ার সহ মাঠে উপস্থিত সকলেই মাথা নিচু করে মাটিতে শুয়ে পড়েন। ২২ গজে এমন জিনিস সচরাচর দেখা যায় না।(ছবি:টুইটার)

ক্রিকেট মাঠের অতিথি হয়ে এসেছিল একঝাঁক মৌমাছি। ফিরোজ শাহ কোটলায় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের মাঝেই কোটলার মাঠ ঘিরে ধরে মৌমাছিরা। বিষাক্ত হুল থেকে বাঁচতে আম্পায়ার সহ মাঠে উপস্থিত সকলেই মাথা নিচু করে মাটিতে শুয়ে পড়েন। ২২ গজে এমন জিনিস সচরাচর দেখা যায় না।(ছবি:টুইটার)

7 / 7
Follow Us: