Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangla Soccer League: বাংলা সকার লিগের উদ্বোধনে বাইচুং, প্রসেনজিৎ, জিতু

অ্যাপোলো বাংলা সকার লিগের (Bangla Soccer League) ঢাকে কাঠি। বিভিন্ন কর্পোরেট টিম আর বিভিন্ন আবাসনের দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত বাংলা সকার লিগ। উদ্বোধনে হাজির ছিলেন ভারতের তারকা ফুটবলার বাইচুং ভুটিয়া, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতু কামাল।

| Edited By: | Updated on: Aug 23, 2022 | 5:08 PM
অ্যাপোলো বাংলা সকার লিগের (Bangla Soccer League) ঢাকে কাঠি। বিভিন্ন কর্পোরেট টিম আর বিভিন্ন আবাসনের দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সকার লিগ। উদ্বোধনে হাজির ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। নিজস্ব চিত্র)

অ্যাপোলো বাংলা সকার লিগের (Bangla Soccer League) ঢাকে কাঠি। বিভিন্ন কর্পোরেট টিম আর বিভিন্ন আবাসনের দলগুলিকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সকার লিগ। উদ্বোধনে হাজির ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। নিজস্ব চিত্র)

1 / 5
'বাঙালির রক্তে আছে ফুটবল।' বাংলা সকার লিগের উদ্বোধনে উপস্থিত হয়ে বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা জিতু কামালও (Jeetu Kamal)। (নিজস্ব চিত্র)

'বাঙালির রক্তে আছে ফুটবল।' বাংলা সকার লিগের উদ্বোধনে উপস্থিত হয়ে বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা জিতু কামালও (Jeetu Kamal)। (নিজস্ব চিত্র)

2 / 5
৩২০টি দল অংশ নিচ্ছে বাংলা সকার লিগে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নানা মাঠে। ২৫০০ ফুটবলারকে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে। (নিজস্ব চিত্র)

৩২০টি দল অংশ নিচ্ছে বাংলা সকার লিগে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নানা মাঠে। ২৫০০ ফুটবলারকে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে। (নিজস্ব চিত্র)

3 / 5
ফাইভ আ সাইড ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ দেখার টিকিট পাবেন। (নিজস্ব চিত্র)

ফাইভ আ সাইড ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ দেখার টিকিট পাবেন। (নিজস্ব চিত্র)

4 / 5
বৈদিক ভিলেজ, বিধাননগর পূর্বাচল আবাসন সহ বিভিন্ন জায়গায় হবে খেলাগুলো। বাংলা সকার লিগের ফাইনাল ২২ সেপ্টেম্বর। (নিজস্ব চিত্র)

বৈদিক ভিলেজ, বিধাননগর পূর্বাচল আবাসন সহ বিভিন্ন জায়গায় হবে খেলাগুলো। বাংলা সকার লিগের ফাইনাল ২২ সেপ্টেম্বর। (নিজস্ব চিত্র)

5 / 5
Follow Us: