Year-End Holiday: বছরের শেষে ছুটি কাটাতে কোথায় যাবেন? রইল এশিয়ার ৭টি দেশের তালিকা

দেখতে দেখতে একটা গোটা বছর কাটতে চলেছে। করোনা অতিমারির নিয়ে দুশ্চিন্তা আর আশঙ্কা নিয়েই বছরের শুরু থেকে মানুষ বিপর্যস্ত। কবে এই মারণ ভাইরাস জীবন থেকে বিদায় নেবে সেই প্রার্থনাতেই বছর ঘুরে যেতে শুরু করেছে।

| Edited By: | Updated on: Nov 21, 2021 | 11:34 AM
তবে এখন সেই আশঙ্কা একটু হলেও কম হয়েছে। মানুষ এখন করোনার সঙ্গে বাস করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। প্রাণ খুলে হাঁফ ছাড়তে তাই সীমিত বাজেটের মধ্যে পছন্দের গন্তব্যগুলিতে ঘুরে আসতে প্ল্যান শুরু করেছে। ভারত বটেই, এশিয়ার অনেক বিস্ময়কর গন্তব্য রয়েছে যেখানে বছরের শেষ ছুটিতে একবার ঘুরে আসতে পারবেন।

তবে এখন সেই আশঙ্কা একটু হলেও কম হয়েছে। মানুষ এখন করোনার সঙ্গে বাস করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। প্রাণ খুলে হাঁফ ছাড়তে তাই সীমিত বাজেটের মধ্যে পছন্দের গন্তব্যগুলিতে ঘুরে আসতে প্ল্যান শুরু করেছে। ভারত বটেই, এশিয়ার অনেক বিস্ময়কর গন্তব্য রয়েছে যেখানে বছরের শেষ ছুটিতে একবার ঘুরে আসতে পারবেন।

1 / 8
শ্রীলঙ্কা- বছরের শেষে ছুটির আমেজে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ঘুরে আসতে পারেন। বিশ্বের অন্যতম আকর্ষণীয় সমুদ্রসৈকতের দেশ এটি। বেশি ব্যয়বহুল নয়। বাজেটের মধ্যেই প্রকৃতির সেরা গন্তব্যস্থল।

শ্রীলঙ্কা- বছরের শেষে ছুটির আমেজে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ঘুরে আসতে পারেন। বিশ্বের অন্যতম আকর্ষণীয় সমুদ্রসৈকতের দেশ এটি। বেশি ব্যয়বহুল নয়। বাজেটের মধ্যেই প্রকৃতির সেরা গন্তব্যস্থল।

2 / 8
ভিয়েতনাম- অল্প বাজেটের মধ্যে এশিয়ার অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় গন্তব্যস্থলগুলি মধ্যে এটি অন্যতম। প্রকৃতি দিয়ে ঘেরা গ্রাম, সৈকত সব ভ্রমণকারীদের জন্য সেরা জায়গা। পরিবারকে নিয়ে বছরের শেষে ছুটি কাটাতে চলে যেতে পারেন এখানে

ভিয়েতনাম- অল্প বাজেটের মধ্যে এশিয়ার অন্যতম আকর্ষণীয় ও জনপ্রিয় গন্তব্যস্থলগুলি মধ্যে এটি অন্যতম। প্রকৃতি দিয়ে ঘেরা গ্রাম, সৈকত সব ভ্রমণকারীদের জন্য সেরা জায়গা। পরিবারকে নিয়ে বছরের শেষে ছুটি কাটাতে চলে যেতে পারেন এখানে

3 / 8
ভুটান- হিমালয়ের রাজধানী বলা চলে ভুটানকে। এশিয়ার মডেল দেশ। হিমালয়, প্রকৃতি, সংস্কৃতি আর ঐতিহ্য বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের।  হিমালয়ের মহিমা ও সৌন্দর্য এখানে সবসময়ই পাহাড়প্রেমীদের মন টানে।

ভুটান- হিমালয়ের রাজধানী বলা চলে ভুটানকে। এশিয়ার মডেল দেশ। হিমালয়, প্রকৃতি, সংস্কৃতি আর ঐতিহ্য বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের। হিমালয়ের মহিমা ও সৌন্দর্য এখানে সবসময়ই পাহাড়প্রেমীদের মন টানে।

4 / 8
মায়ানমার- বৌদ্ধ সংস্কৃতি ও পুরনো জগতে মুগ্ধতায় ভরপুর এই দেশের সবচেয়ে আকর্ষণের হল প্যাগোডা। এছাড়া নয়নাভিরাম সৌন্দর্য তো রয়েছেই।

মায়ানমার- বৌদ্ধ সংস্কৃতি ও পুরনো জগতে মুগ্ধতায় ভরপুর এই দেশের সবচেয়ে আকর্ষণের হল প্যাগোডা। এছাড়া নয়নাভিরাম সৌন্দর্য তো রয়েছেই।

5 / 8
কম্বোডিয়া- এটি একটি পুরনো দেশ। যে দেশে প্রাচীনও ঐতিহাসিক আঙ্কোরওয়াট মন্দির রয়েছে। নয়া সংস্কৃতি ও প্রাকৃতির পরিবেশের মধ্যে নিজেকে ভাসিয়ে দিতে চাইলে পরিবারকে নিয়ে চলে যান এখানে।

কম্বোডিয়া- এটি একটি পুরনো দেশ। যে দেশে প্রাচীনও ঐতিহাসিক আঙ্কোরওয়াট মন্দির রয়েছে। নয়া সংস্কৃতি ও প্রাকৃতির পরিবেশের মধ্যে নিজেকে ভাসিয়ে দিতে চাইলে পরিবারকে নিয়ে চলে যান এখানে।

6 / 8
নেপাল- বছরের শেষটা যদি মনোরম পরিবেশে কাটাতে চান, তাহলে এভারেস্টের কোলে অবস্থিত এই দেশে পাড়ি দিতে পারেন। দুঃসাহসিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে দেশের একদম কাছে এই ছোট্ট দেশে পৌঁছে যেতে পারেন।

নেপাল- বছরের শেষটা যদি মনোরম পরিবেশে কাটাতে চান, তাহলে এভারেস্টের কোলে অবস্থিত এই দেশে পাড়ি দিতে পারেন। দুঃসাহসিক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে দেশের একদম কাছে এই ছোট্ট দেশে পৌঁছে যেতে পারেন।

7 / 8
থাইল্যান্ড- এশিয়ার অন্যতম দর্শনীয় ও জনপ্রিয় গন্তব্য হল থাইল্যান্ড। শুধু প্রাকৃতিক শোভা, সৈকতে মনোরম দৃশ্য ছাড়াও এখানকার সুস্বাদু খাবার চাখতে রাস্তার ধারে সারি বেধে দোকানগুলিতে ঢুঁ মারতে পারেন।

থাইল্যান্ড- এশিয়ার অন্যতম দর্শনীয় ও জনপ্রিয় গন্তব্য হল থাইল্যান্ড। শুধু প্রাকৃতিক শোভা, সৈকতে মনোরম দৃশ্য ছাড়াও এখানকার সুস্বাদু খাবার চাখতে রাস্তার ধারে সারি বেধে দোকানগুলিতে ঢুঁ মারতে পারেন।

8 / 8
Follow Us: