TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee
Updated on: Jan 25, 2023 | 4:27 PM
Internet Speed Boosting Tips: বাড়িতে WiFi Routerটাই ঠিক জায়গায় রাখেননি। তাই ইন্টারনেটের যথাযথ স্পিড পাচ্ছেন না। ঠিক কোন দিকে আপনার WiFi Router রাখলে ইন্টারনেটের ঠিকঠাক স্পিড পাবেন, জেনে নিন।
Jan 25, 2023 | 4:27 PM
বড় সাধ করে, মোটা টাকা খরচ করে একটা WiFi Router কিনেছেন। ভাল ইন্টারনেট স্পিড পাবেন বলেই তো। কিন্তু সেই ইন্টারনেট স্পিড যখন কমে যায়, তখন নেটওয়ার্ক প্রোভাইডারকে ছেড়ে কথা বলেন না আপনি। কিন্তু কোথাও আপনার কোনও ভুল হচ্ছে কি না, তা ভেবে দেখেছেন? এমনও তো হতে পারে, আপনার রাউটারটা এতদিন ধরে ভুল জায়গায় রেখে আসছিলেন। হতেই পারে। অসম্ভবের কিসসু নেই।
1 / 7
অফিস হোক বা বাড়ি, ল্যাপটপ বা মোবাইলে একটা সিনেমা বা শো দেখার সময় যদি ইন্টারনেটের স্পিডটাই ঠিক না থাকে, মটকা গরম হয়ে যায় বৈকি! বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া যখন কিছু ভাবা যায় না, তখন ধীর গতির ইন্টারনেট সিনেমা বা সিরিজ় দেখার আসল মজাটাই বানচাল করে দেয়। আগে নিজের WiFi Router রাউটারের পজিশন ঠিক করে নিন।
2 / 7
দ্রুত ইন্টারনেট স্পিডের জন্য অনেক সময় ভাল WiFi Router ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ভাল, খুব দামি রাউটার কেনার পরেও দেখা যায় সেই যা কার তাই! একটাই কৌশল রয়েছে, যাতে ওয়াইফাই রাউটার থেকে ভাল ইন্টারনেট স্পিড পেতে পারে। ঠিক জায়গায় রাউটারটা রাখতে হবে আপনাকে। তারও আগে জানা দরকার কোন-কোন জায়গায় ওয়াইফাই রাউটার রাখবেন না।
3 / 7
একটা বৃত্তের সমস্ত দিক থেকে সঙ্কেত বিকিরণ WiFi Router। তাই, রাউটার সবসময় বাড়ির মাঝখানে কোনও জায়গায় রাখা উচিত। এর মাধ্যমে আপনার পুরো বাড়িই নেটওয়ার্ক কভারেজের আন্ডারে থাকবে, তার গতিও হবে খুব ভাল। এছাড়া, বাড়িতে মাঝামাঝি জায়গায় রাউটার রাখলে, বাড়ির বাইরের কেউ তার অ্যাক্সেস নিতে পারবেন না।
4 / 7
রাউটার কখনও মেঝেতে রাখবেন না। মেঝেতে রাখলে ওয়াইফাই রাউটার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তার থেকেও বড় কথা হল রাউটার মেঝেতে থাকলে তার গতিও কমে যায়। কেন এরকমটা হয় জানেন? একটা রাউটার যে সঙ্কেত পাঠায়, মেঝেতে থাকলে তা শোষিত হতে পারে।
5 / 7
আপনার ঘরের দেওয়াল যদি খুব পুরু হয়, তাহলে ইন্টারনেট সিগন্যাল একঘর থেকে অন্য ঘরে যায় খুবই ধীরে। তার ফলে আপনি ইন্টারনেট স্পিডও খুব কম পান। কেন এমনটা হয়? আসলে এই ধরনের দেওয়াল বেতার সঙ্কেত শোষণ করে আপনার ইন্টারনেটের স্পিড আখেরে কমিয়ে দেয়। তাই, রাউটার সবসময় আপনার দরজার কাছে কাছাকাছি রাখার চেষ্টা করুন, যা ওয়াইফাই সিগন্যালকে খুব সহজেই বাড়ির অন্যান্য প্রান্তে পাঠিয়ে দিতে পারে।
6 / 7
বাড়িতে যেখানে রাউটারটা রাখছেন, যেখানে প্লাগ-ইন করছেন, সেখানে যেন অন্য আর কোনও ইলেকট্রনিক ডিভাইস প্লাগ-ইন করা না থাকে, খেয়াল রাখবেন। পাশাপাশি কর্ডলেস ফোন, বেবি মনিটর, বা এমন কোনও ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না, যা আপনার ওয়াইফাই সিগন্যালের জন্য সমস্যার হয়ে দাঁড়ায় এবং তার গতিও কমিয়ে দেয়।