Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022 Purple Cap: উমেশের দখলেই রয়েছে পার্পল ক্যাপ

চলতি মরসুমে এখনও অবধি ১০টি আইপিএলের (IPL) ম্যাচ হয়েছে। শনিবার বিকেলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের (Points Table) মগডালে পৌঁছে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এবং শনিরাতের ম্যাচে পন্থের দিল্লিকে হারিয়েছে হার্দিকের গুজরাত। আইপিএলের প্রত্যেক মরসুমেই সবথেকে বেশি উইকেটশিকারী বোলার পান পার্পল ক্যাপ (Purple Cap)। শনিবার কেকেআরের ম্যাচ ছিল না। কিন্তু তাও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন কেকেআরের উমেশ যাদব। ছবিতে দেখে নিন কোন প্লেয়াররা এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...

| Edited By: | Updated on: Apr 03, 2022 | 11:03 AM
এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ১০ টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৩টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন। এবং সেই ৩টি ম্যাচে ১২ ওভার বল করার বিনিময়ে ৫৯ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ১০ টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৩টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন। এবং সেই ৩টি ম্যাচে ১২ ওভার বল করার বিনিময়ে ৫৯ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

1 / 5
বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তিনি ২টি ম্যাচে ৮ ওভার বল করে নিয়েছেন মোট ৫টি উইকেট। এবং খরচ করেছেন ৪৮ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তিনি ২টি ম্যাচে ৮ ওভার বল করে নিয়েছেন মোট ৫টি উইকেট। এবং খরচ করেছেন ৪৮ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
পার্পল ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের মহম্মদ সামি (Mohammed Shami)। তিনি এখনও অবধি আইপিএলের দুটি ম্যাচে খেলে ৫ উইকেট নিয়েছেন। ৮ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পার্পল ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের মহম্মদ সামি (Mohammed Shami)। তিনি এখনও অবধি আইপিএলের দুটি ম্যাচে খেলে ৫ উইকেট নিয়েছেন। ৮ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
এই তালিকায় চার নম্বরে রয়েছেন কেকেআরের টিম সাউদি (Tim Southee)। ২টি ম্যাচে খেলে ৫টি উইকেট নিয়েছেন সাউদি। এবং ৮ ওভার বল করে ৫৬ রান খরচ করেছেন সাউদি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

এই তালিকায় চার নম্বরে রয়েছেন কেকেআরের টিম সাউদি (Tim Southee)। ২টি ম্যাচে খেলে ৫টি উইকেট নিয়েছেন সাউদি। এবং ৮ ওভার বল করে ৫৬ রান খরচ করেছেন সাউদি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। ২টি ম্যাচে ৮ ওভার বোলিং করে ৫টি উইকেট নিয়েছেন তিনি। তবে হাসারঙ্গা রান দিয়েছেন ৬০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। ২টি ম্যাচে ৮ ওভার বোলিং করে ৫টি উইকেট নিয়েছেন তিনি। তবে হাসারঙ্গা রান দিয়েছেন ৬০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
Follow Us: