AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jacqueline Fernandez: জ্যাকলিনের নতুন বাইকার শর্টসে ফের অবাক ফ্যাশন উৎসাহীরা, দেখে নিন সাম্প্রতিক ফটোশুটের কিছু ছবি…

জ্যাকলিনের অনন্য স্বাদে ফ্যাশন অনুরাগী থেকে শুরু করে অভিনেত্রীর ফ্যান সব সময় সবাই অবাক হয়ে যান। আবারও নতুন ধরনের পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ...

| Edited By: | Updated on: Nov 22, 2021 | 11:26 AM
Share
জ্যাকলিন পরেছেন করসেট টপ ও বাইকার শর্টস। এর আগে কখনও এমন পোশাকে দেখা যায়নি নায়িকাকে। জুতোর রঙেও সাদাকেই বেছেছেন নায়িকা।

জ্যাকলিন পরেছেন করসেট টপ ও বাইকার শর্টস। এর আগে কখনও এমন পোশাকে দেখা যায়নি নায়িকাকে। জুতোর রঙেও সাদাকেই বেছেছেন নায়িকা।

1 / 5
করসেট ও শর্টসের মিশেলে দারুণ মানিয়েছে জ্যাকলিনকে। অনন্য সাধারণ এই পোশাককে আপাতদৃষ্টিতে দেখতে স্পোর্টসওয়্যারের মতো মনে হয়।

করসেট ও শর্টসের মিশেলে দারুণ মানিয়েছে জ্যাকলিনকে। অনন্য সাধারণ এই পোশাককে আপাতদৃষ্টিতে দেখতে স্পোর্টসওয়্যারের মতো মনে হয়।

2 / 5
জ্যাকলিনের এই সাজকে ঘিরে বেশ আলোচনা চলছে। নিত্য নতুন ফ্যাশন স্টাইলের জন্য যথেষ্ট সুপরিচিত জ্যাকলিন। এক্ষেত্রেও তাঁর এই সাজকে বেশ কিছুটা চমকপ্রদ বলেই মনে করা হচ্ছে ফ্যাশন মহলে।

জ্যাকলিনের এই সাজকে ঘিরে বেশ আলোচনা চলছে। নিত্য নতুন ফ্যাশন স্টাইলের জন্য যথেষ্ট সুপরিচিত জ্যাকলিন। এক্ষেত্রেও তাঁর এই সাজকে বেশ কিছুটা চমকপ্রদ বলেই মনে করা হচ্ছে ফ্যাশন মহলে।

3 / 5
নীল স্যুইমস্যুটেও নজরকাড়া জ্যাকলিন ফার্নান্ডেজ।বাঘের শরীরের প্রিন্টের মনোকিনি পরেছেন নায়িকা।

নীল স্যুইমস্যুটেও নজরকাড়া জ্যাকলিন ফার্নান্ডেজ।বাঘের শরীরের প্রিন্টের মনোকিনি পরেছেন নায়িকা।

4 / 5
তাঁর এই সুইমস্যুটের সাজ যদিও এই প্রথম নয়। এর আগেও তাঁকে রকমারি সুইমস্যুটের সাজে দেখা গেছিল। যে কোনও সুইমস্যুটেই তাঁর কার্ভগুলো তাঁকে অসাধারণ চেহারা দিয়ে দেয়।

তাঁর এই সুইমস্যুটের সাজ যদিও এই প্রথম নয়। এর আগেও তাঁকে রকমারি সুইমস্যুটের সাজে দেখা গেছিল। যে কোনও সুইমস্যুটেই তাঁর কার্ভগুলো তাঁকে অসাধারণ চেহারা দিয়ে দেয়।

5 / 5