প্রাচীন কাল থেকেই জ্যৈ্ষ্ঠপূর্ণিমায় দেবস্নানের নিয়ম চলে আসছে। প্রসঙ্গত, এই দিনটিকে জগন্নাথদেবের জন্মদিন হিসেবেও পালিত করা হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ পুরীর রাজা দিব্যসিং দেব স্নানের জায়াগায় উপস্থিত থেকে স্নানযাত্রার অনুষ্ঠান শুরু করেন।
স্নানের পর মন্দিরের একটি আলাদা ঘর রয়েছে, যেখানে দেব-দেবীদের রাখা হয়। হিন্দুদের বিশ্বাস, স্নানের পর দেবতাদের জ্বর আসে, তাই সেই ঘরে তাঁদের জন্য সেবা-শুশ্রুষা চলে। ওই সেবা কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৫দিন ধরে চলে দেবদেবীর সেবা-যত্ন।
এবারের রথযাত্রায় যুক্ত যাঁরা থাকবেন, তাঁদের সকলকেই অনুষি্ঠানের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া উপস্থিত সকলকেই ভ্যাকসিনের ২টি ডোজ় গ্রহণ করতেই হবে।
বর্তমান করোনা পরিস্থিতিতে রথযাত্রা সংক্রান্ত বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হবে মন্দির চত্বরেই। মন্দিরের সমস্ত অনুষ্ঠানের সময় ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শুধু প্রধান পুরোহিত ও মন্দিরের সেবাইতরাই এই পবিত্র আচার অনুষ্ঠানের সঙ্গী হতে পারবেন।
রথযাত্রার পবিত্র আচার স্নান যাত্রার দিন থেকেই পুরীর মন্দির চত্বরে সিআরপিসির অন্তর্গত ১৪৪ ধারা জারি করা হবে। ভক্তরা যাতে ওই দিন জমায়েত হতে না পারেন, তাই পুরী মন্দিরের আশেপাশে এলাকায় কার্ফু জারি করা হবে।