Jewellery Trends: স্টেটমেন্ট ইয়াররিং এখন ফ্যাশানে ইন, আপনার কালেকশনেও আছে তো?

Fashion Tips: এই কানের দুলই এখন ট্রেন্ডিং। আপনার কাছেও আছে তো?

| Edited By: | Updated on: Dec 13, 2022 | 8:35 AM
ফ্যাশানে কানের দুল অনেক আগে থেকেই ছিল।এখনও রয়েছে। মেয়েদের কান ফুটো করা হবে, মেয়েরা কানে দুল পরবে এটা ভারতীয় সংস্কৃতির একটা রীতি।

ফ্যাশানে কানের দুল অনেক আগে থেকেই ছিল।এখনও রয়েছে। মেয়েদের কান ফুটো করা হবে, মেয়েরা কানে দুল পরবে এটা ভারতীয় সংস্কৃতির একটা রীতি।

1 / 6
কানে যদি ভারী কোনও দুল পরা হয় তাহলে আর অন্য কোনও গয়নাও লাগে না। অনেকে আবার ছোট দুল পছন্দ করেন। তবে পোশাকের সঙ্গে সাজুয্য রেখে তবেই দুল বাছাই করা হয়।

কানে যদি ভারী কোনও দুল পরা হয় তাহলে আর অন্য কোনও গয়নাও লাগে না। অনেকে আবার ছোট দুল পছন্দ করেন। তবে পোশাকের সঙ্গে সাজুয্য রেখে তবেই দুল বাছাই করা হয়।

2 / 6
ঝোলা দুল, বসা দুল বা টপ, কানপাশা, কানবালা-আগে এইসব দুলের সঙ্গেই পরিচিত ছিলেন মেয়েরা। ইদানিং সেই তালিকায় যুক্ত হয়েছে ড্যাংলার, স্টেটমেন্ট ইয়ার রিং এর মতো নাম।

ঝোলা দুল, বসা দুল বা টপ, কানপাশা, কানবালা-আগে এইসব দুলের সঙ্গেই পরিচিত ছিলেন মেয়েরা। ইদানিং সেই তালিকায় যুক্ত হয়েছে ড্যাংলার, স্টেটমেন্ট ইয়ার রিং এর মতো নাম।

3 / 6
কিন্তু কী এই স্টেটমেন্ট ইয়ার রিং? জানা আছে কি?ইদানিং বলিউড তারকারাও মজেছেন এই দুলের প্রেমে।

কিন্তু কী এই স্টেটমেন্ট ইয়ার রিং? জানা আছে কি?ইদানিং বলিউড তারকারাও মজেছেন এই দুলের প্রেমে।

4 / 6
কানের দুলে ফুল, পাতার নকশা আগেও ছিল। ইদানিং কালে মাছ, পাখি, প্যাঁচা-সহ আরও মোটিফ বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষত ফ্লোরাল। আর কানে এমন দুলের সঙ্গে একটা সানগ্লাস চোখে গলালেই ফ্যাশান হিট। এই দুল দেখতেও বেশ ভাল লাগে। সাধারণ শাড়ি বা ওয়েস্টার্নের সঙ্গে দেখতেও ভাল লাগে।

কানের দুলে ফুল, পাতার নকশা আগেও ছিল। ইদানিং কালে মাছ, পাখি, প্যাঁচা-সহ আরও মোটিফ বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষত ফ্লোরাল। আর কানে এমন দুলের সঙ্গে একটা সানগ্লাস চোখে গলালেই ফ্যাশান হিট। এই দুল দেখতেও বেশ ভাল লাগে। সাধারণ শাড়ি বা ওয়েস্টার্নের সঙ্গে দেখতেও ভাল লাগে।

5 / 6
স্টোন বা বিডস দিয়ে এখন যে সব কানের দুল বানানো হয় তার মধ্যে অধিকাংশই হল এই স্টেটমেন্ট দুল। আভিজাত্য আর ফ্যাশানের মেলবন্ধন রয়েছে এই দুলে। মনোক্রোমাট্যিক কোনও আউটফিটের সঙ্গে এই দুল সবচাইতে বেশি মানানসই

স্টোন বা বিডস দিয়ে এখন যে সব কানের দুল বানানো হয় তার মধ্যে অধিকাংশই হল এই স্টেটমেন্ট দুল। আভিজাত্য আর ফ্যাশানের মেলবন্ধন রয়েছে এই দুলে। মনোক্রোমাট্যিক কোনও আউটফিটের সঙ্গে এই দুল সবচাইতে বেশি মানানসই

6 / 6
Follow Us: