ইন্ডাস্ট্রির বহুদিনের বন্ধু জুহি চাওলা ও শাহরুখ খান। একসঙ্গে কাজ করেছেন 'ডর', 'রাম জানে', 'ডুপ্লিকেট', 'ভূতনাথ'-এর মতো ছবিতে।
যখনই জুহির বাড়িতে কোনও পার্টিতে হয়, শাহরুখ সেখানে আমন্ত্রিত থাকেন। তাঁরা আবার কলকাতা নাইট রাইডার্সের পার্টনারও।
একবার জুহির একটি পার্টিতে মাঝরাতে প্রায় ০২.৩০টের সময় এসেছিলেন শাহরুখ। সব জেস্ট চলে গিয়েছিলেন তখন।
জুহি তাঁকে বলেছিলেন ১১টার মধ্যে আসতে। শাহরুখ বলেছিলেন একটু দেরি হবে। কিন্তু তা বলে ঘড়ি কাঁটায় আড়াইটে বাজবে কল্পনাও করতে পারেননি জুহি।
সেদিন সব খাবারও ফুরিয়ে গিয়েছিল। এমনকী ঘুমতে চলে গিয়েছিলেন জুহিও।
এমন কাণ্ডই নাকি ঘটিয়ে থাকেন শাহরুখ। তাঁকে সকাল ১১টায় কলটাইম দিলে নাকি এসে পৌঁছন বেলা ২টোয়। সেটাতেই সকলে অভ্যস্থ হয়ে গিয়েছেন। শাহরুখ সময় মতো এলেই নাকি বাকিরা অপ্রস্তুত হতে পড়েন। রহস্য ফাঁস করেছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী জুহি।