Kapil Sharma: নিজের ছাত্রীকেই বিয়ে করেছেন কপিল শর্মা, সে এক অদ্ভুত প্রেমের গাঁথা

Kapil Sharma: অনেক কষ্টে আজ এই জায়গায় এসেছেন কপিল শর্মা। তাঁর কমেডি শো 'দ্য কপিল শর্মা শো' গোটা দেশে সমাদৃত।

Apr 02, 2022 | 2:37 PM
TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Apr 02, 2022 | 2:37 PM

অনেক কষ্টে আজ এই জায়গায় এসেছেন কপিল শর্মা। তাঁর কমেডি শো 'দ্য কপিল শর্মা শো' গোটা দেশে সমাদৃত।

অনেক কষ্টে আজ এই জায়গায় এসেছেন কপিল শর্মা। তাঁর কমেডি শো 'দ্য কপিল শর্মা শো' গোটা দেশে সমাদৃত।

1 / 6
কপিলের জীবনেও উঠানামা ছিল। কিছু কথা তিনি নিজ মুখে স্বীকার করে নিয়েছিলেন। এই সব পরিস্থিতিতে নিজের স্ত্রীকে সবসময় পাশে পেয়েছেন কপিল।

কপিলের জীবনেও উঠানামা ছিল। কিছু কথা তিনি নিজ মুখে স্বীকার করে নিয়েছিলেন। এই সব পরিস্থিতিতে নিজের স্ত্রীকে সবসময় পাশে পেয়েছেন কপিল।

2 / 6
কপিলের স্ত্রী গিন্নি প্রথমে প্রেমে পড়েছিলেন কপিলের। স্ত্রী ছিলেন তাঁর ছাত্রী।

কপিলের স্ত্রী গিন্নি প্রথমে প্রেমে পড়েছিলেন কপিলের। স্ত্রী ছিলেন তাঁর ছাত্রী।

3 / 6
ছিলেন বড় লোকের মেয়ে। বড় গাড়ি করে আসতেন কলেজে। সে সময় স্কুটারে চেপে আসতেন কপিল। তাঁদের অর্থনৈতিক ভেদাভেদের বিষয়টি কপিলকে ভাবাত।

ছিলেন বড় লোকের মেয়ে। বড় গাড়ি করে আসতেন কলেজে। সে সময় স্কুটারে চেপে আসতেন কপিল। তাঁদের অর্থনৈতিক ভেদাভেদের বিষয়টি কপিলকে ভাবাত।

4 / 6
কপিলের বন্ধুই প্রথমে এসে বলেছিলেন গিন্নি তাঁকে পছন্দ করে। কিন্তু বিষয়টিকে বিশেষ আমল দেননি কপিল। পরবর্তীকালে তাঁকেই বিয়ে করেছিলেন কপিল।

কপিলের বন্ধুই প্রথমে এসে বলেছিলেন গিন্নি তাঁকে পছন্দ করে। কিন্তু বিষয়টিকে বিশেষ আমল দেননি কপিল। পরবর্তীকালে তাঁকেই বিয়ে করেছিলেন কপিল।

5 / 6
২০১৭-২০১৮ সালে হতাশার কবলে পড়েছিলেন কপিল শর্মা। মদ্যপানে অভ্যস্থ হয়ে গিয়েছিলেন। সে সময় গিন্নিই ছিল তাঁর সব চেয়ে বড় ভরসা।

২০১৭-২০১৮ সালে হতাশার কবলে পড়েছিলেন কপিল শর্মা। মদ্যপানে অভ্যস্থ হয়ে গিয়েছিলেন। সে সময় গিন্নিই ছিল তাঁর সব চেয়ে বড় ভরসা।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla