অনেক কষ্টে আজ এই জায়গায় এসেছেন কপিল শর্মা। তাঁর কমেডি শো 'দ্য কপিল শর্মা শো' গোটা দেশে সমাদৃত।
কপিলের জীবনেও উঠানামা ছিল। কিছু কথা তিনি নিজ মুখে স্বীকার করে নিয়েছিলেন। এই সব পরিস্থিতিতে নিজের স্ত্রীকে সবসময় পাশে পেয়েছেন কপিল।
কপিলের স্ত্রী গিন্নি প্রথমে প্রেমে পড়েছিলেন কপিলের। স্ত্রী ছিলেন তাঁর ছাত্রী।
ছিলেন বড় লোকের মেয়ে। বড় গাড়ি করে আসতেন কলেজে। সে সময় স্কুটারে চেপে আসতেন কপিল। তাঁদের অর্থনৈতিক ভেদাভেদের বিষয়টি কপিলকে ভাবাত।
কপিলের বন্ধুই প্রথমে এসে বলেছিলেন গিন্নি তাঁকে পছন্দ করে। কিন্তু বিষয়টিকে বিশেষ আমল দেননি কপিল। পরবর্তীকালে তাঁকেই বিয়ে করেছিলেন কপিল।
২০১৭-২০১৮ সালে হতাশার কবলে পড়েছিলেন কপিল শর্মা। মদ্যপানে অভ্যস্থ হয়ে গিয়েছিলেন। সে সময় গিন্নিই ছিল তাঁর সব চেয়ে বড় ভরসা।