Karthik Aaryan’s upcoming film: কার্তিক আরিয়ান বলিউডের তুরুপের তাস, তাঁর আগামী ছবির অপেক্ষায় সকলেই

Karthik Aaryan’s upcoming film: এই বছর এখনও পর্যন্ত যে কটি সিনেমা বক্স অফিসে ভাল ব্যবসা করেছে, কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ অন্যতম। তাঁকে নিয়ে আশাবাদী পরিচালক থেকে প্রযোজক সবাই।

| Edited By: | Updated on: Sep 04, 2022 | 7:43 AM
কার্তিক আরিয়ানের শেষ মুক্তি প্রাপ্ত সিনেমা 'ভুল ভুলাইয়া ২' ২০২২ সালের ব্লকবাস্টারগুলির মধ্যে একটি। ছবিটি বক্স অফিসে কিছু রেকর্ড-ব্রেকিং ব্যবসা করেছে৷ এই সাফল্য ভুলে এখন তিনি ব্যস্ত তাঁর আসন্ন প্রকল্পগুলিতে। একটি সুপারহিট তেলেগু ছবির হিন্দি রিমেক থেকে শুরু নতুন কাহিনি নির্ভর ছবি রয়েছে তালিকায়। দেখা যাক কোন কোন ছবির কাজে ব্যস্ত তিনি।

কার্তিক আরিয়ানের শেষ মুক্তি প্রাপ্ত সিনেমা 'ভুল ভুলাইয়া ২' ২০২২ সালের ব্লকবাস্টারগুলির মধ্যে একটি। ছবিটি বক্স অফিসে কিছু রেকর্ড-ব্রেকিং ব্যবসা করেছে৷ এই সাফল্য ভুলে এখন তিনি ব্যস্ত তাঁর আসন্ন প্রকল্পগুলিতে। একটি সুপারহিট তেলেগু ছবির হিন্দি রিমেক থেকে শুরু নতুন কাহিনি নির্ভর ছবি রয়েছে তালিকায়। দেখা যাক কোন কোন ছবির কাজে ব্যস্ত তিনি।

1 / 6
কার্তিক আরিয়ান তেলেগু ফিল্ম ‘আল্লু বৈকুণ্থাপুরামুলো’-এর এই অফিসিয়াল হিন্দি রিমেকে অভিনয় করছেন। ছবির নাম শেহজাদা। আল্লু অর্জুন অভিনীত চরিত্রে তিনি অভিনয় করছেন। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিতে আরও একবার জুটি বাঁধছেন কার্তিক তাঁর ‘লুকা চুপি’ ছবির সহ-অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে। ছবি মুক্তি পাওয়া কথা ১০ই ফেব্রুয়ারি ২০২৩।

কার্তিক আরিয়ান তেলেগু ফিল্ম ‘আল্লু বৈকুণ্থাপুরামুলো’-এর এই অফিসিয়াল হিন্দি রিমেকে অভিনয় করছেন। ছবির নাম শেহজাদা। আল্লু অর্জুন অভিনীত চরিত্রে তিনি অভিনয় করছেন। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিতে আরও একবার জুটি বাঁধছেন কার্তিক তাঁর ‘লুকা চুপি’ ছবির সহ-অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে। ছবি মুক্তি পাওয়া কথা ১০ই ফেব্রুয়ারি ২০২৩।

2 / 6
কার্তিক সমীর বিদ্যান্সের 'সত্যপ্রেম কি কথা' ছবিতে অভিনয় করছেন। তিনি তাঁর 'ভুল ভুলাইয়া ২' সহ-অভিনেত্রী কিয়ারা আডবানির সঙ্গে আবার কাজ করছেন এই ছবিতে। আগামী বছরের জুনে সিনেমা হলে মুক্তি পাবে বলে খবর। প্রথমে এই  সংগীত প্রেম গাথা সিনেমার নাম ছিল 'সত্যনারায়ণ কি কথা'। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত এড়াতে নির্মাতারা শিরোনাম পরিবর্তন করে ‘সত্যপ্রেম কি কথা’ রেখেছেন।

কার্তিক সমীর বিদ্যান্সের 'সত্যপ্রেম কি কথা' ছবিতে অভিনয় করছেন। তিনি তাঁর 'ভুল ভুলাইয়া ২' সহ-অভিনেত্রী কিয়ারা আডবানির সঙ্গে আবার কাজ করছেন এই ছবিতে। আগামী বছরের জুনে সিনেমা হলে মুক্তি পাবে বলে খবর। প্রথমে এই সংগীত প্রেম গাথা সিনেমার নাম ছিল 'সত্যনারায়ণ কি কথা'। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত এড়াতে নির্মাতারা শিরোনাম পরিবর্তন করে ‘সত্যপ্রেম কি কথা’ রেখেছেন।

3 / 6
কার্তিক আরিয়ানকে ‘ফ্রেডি’ শিরোনামের একটি অপ্রচলিত রোমান্টিক সিনেমাতে দেখা যাবে। ছবিতে আলায়া  এফ অভিনয় করছেন। এই প্রথম কার্তিক এবং আলায়কে স্ক্রিন স্পেস শেয়ার করতে চলেছেন। ছবিটি একটি ডার্ক রোমান্টিক থ্রিলার বলে জানা গেছে। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘ফ্রেডি’ পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ এবং প্রযোজনা করেছেন একতা কাপুর।

কার্তিক আরিয়ানকে ‘ফ্রেডি’ শিরোনামের একটি অপ্রচলিত রোমান্টিক সিনেমাতে দেখা যাবে। ছবিতে আলায়া এফ অভিনয় করছেন। এই প্রথম কার্তিক এবং আলায়কে স্ক্রিন স্পেস শেয়ার করতে চলেছেন। ছবিটি একটি ডার্ক রোমান্টিক থ্রিলার বলে জানা গেছে। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘ফ্রেডি’ পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ এবং প্রযোজনা করেছেন একতা কাপুর।

4 / 6
কার্তিক আরিয়ানকে হংসল মেহতার আসন্ন ছবি 'ক্যাপ্টেন ইন্ডিয়া'-তে নেওয়া হয়েছে। ছবিটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল উদ্ধার অভিযান থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে। 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিতে কার্তিক আরিয়ানের প্রথম লুক নির্মাতারা প্রকাশ করেছিলেন যেখানে অভিনেতা একজন পাইলটের পোশাক পরে এবং ক্যাপ্টেনের ক্যাপের পিছনে তাঁর মুখ লুকিয়ে রয়েছে। লেখক এবং প্রযোজক হারমান বাওয়েজা একটি বিবৃতিতে জানিয়েছেন যে 'ক্যাপ্টেন ইন্ডিয়া' প্রতিটি ভারতীয়ের সঙ্গে যুক্ত হবে।

কার্তিক আরিয়ানকে হংসল মেহতার আসন্ন ছবি 'ক্যাপ্টেন ইন্ডিয়া'-তে নেওয়া হয়েছে। ছবিটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল উদ্ধার অভিযান থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে। 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিতে কার্তিক আরিয়ানের প্রথম লুক নির্মাতারা প্রকাশ করেছিলেন যেখানে অভিনেতা একজন পাইলটের পোশাক পরে এবং ক্যাপ্টেনের ক্যাপের পিছনে তাঁর মুখ লুকিয়ে রয়েছে। লেখক এবং প্রযোজক হারমান বাওয়েজা একটি বিবৃতিতে জানিয়েছেন যে 'ক্যাপ্টেন ইন্ডিয়া' প্রতিটি ভারতীয়ের সঙ্গে যুক্ত হবে।

5 / 6
কার্তিক আরিয়ানও কবির খান এবং সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে যুক্ত হয়েছেন একটি নাম ঠিক না হওয়া ছবিতে। সিনেমাটি একটি চমকপ্রদ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে খবর রয়েছে। ছবিটি আগামী বছর ফ্লোরে যাবে। যদিও প্রকল্পের বিবরণ গোপন রাখা হয়েছে, তবে কার্তিক তাঁর সোশ্যাল মিডিয়াতে ছবিটি ঘোষণা করে লিখেছেন, 'এটি খুব বিশেষ। আমার প্রিয় চলচ্চিত্র নির্মাতার একজন @kabirkhankk এবং #SajidNadiadwala Sir’-এর সঙ্গে এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করতে পেরে খুবই উত্তেজিত।

কার্তিক আরিয়ানও কবির খান এবং সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে যুক্ত হয়েছেন একটি নাম ঠিক না হওয়া ছবিতে। সিনেমাটি একটি চমকপ্রদ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে খবর রয়েছে। ছবিটি আগামী বছর ফ্লোরে যাবে। যদিও প্রকল্পের বিবরণ গোপন রাখা হয়েছে, তবে কার্তিক তাঁর সোশ্যাল মিডিয়াতে ছবিটি ঘোষণা করে লিখেছেন, 'এটি খুব বিশেষ। আমার প্রিয় চলচ্চিত্র নির্মাতার একজন @kabirkhankk এবং #SajidNadiadwala Sir’-এর সঙ্গে এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করতে পেরে খুবই উত্তেজিত।

6 / 6
Follow Us: