Eye Cataracts: চোখে ছানি পড়েছে কি না বুঝবেন কীভাবে? বোঝার পর কীভাবে চিকিৎসা করবেন?

বয়স বাড়লেই শুধু নয়, যে কোনো বয়সে আমাদের চোখে ছানি পড়তে পারে। এর বিভিন্ন কারণ রয়েছে। এবার জেনে নিন চোখে ছানির সমস্যা বোঝার সহজ উপায়।

| Edited By: | Updated on: Feb 04, 2022 | 2:56 PM
ছানির সমস্যা সাধারণত ৪০ বছরের পর দেখা গেলেও আসলে এই রোগ হওয়ার কোনো বয়স নেই।

ছানির সমস্যা সাধারণত ৪০ বছরের পর দেখা গেলেও আসলে এই রোগ হওয়ার কোনো বয়স নেই।

1 / 5
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব সহজেই ছানি পড়া রোগ বাসা বাঁধে। এছাড়াও হাই মায়োপিয়ার মতো অসুখেও ছানির সমস্যা দেখা দেয়।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব সহজেই ছানি পড়া রোগ বাসা বাঁধে। এছাড়াও হাই মায়োপিয়ার মতো অসুখেও ছানির সমস্যা দেখা দেয়।

2 / 5
ছানি বা ক্যাটার‌্যাক্টের ফলে আমাদের লেন্সের বেশ কিছু প্রোটিন (ক্রিস্টালিন)-এর গঠন নষ্ট হতে শুরু করে। এর ফলে এক অস্বচ্ছ আবরণ তৈরি হয়।

ছানি বা ক্যাটার‌্যাক্টের ফলে আমাদের লেন্সের বেশ কিছু প্রোটিন (ক্রিস্টালিন)-এর গঠন নষ্ট হতে শুরু করে। এর ফলে এক অস্বচ্ছ আবরণ তৈরি হয়।

3 / 5
বর্তমানে ফেকো, এসআইসিএস, ইসিসিই-এর মতো উন্নতমানের চিকিৎসা দিয়ে অতি সহজেই রোগ নিরাময় এবং দৃষ্টি স্বাভাবিক হয়ে যায়।

বর্তমানে ফেকো, এসআইসিএস, ইসিসিই-এর মতো উন্নতমানের চিকিৎসা দিয়ে অতি সহজেই রোগ নিরাময় এবং দৃষ্টি স্বাভাবিক হয়ে যায়।

4 / 5
ছানির সমস্যা এড়াতে চোখের জন্য উপকার সেই সব খাবার খাওয়া উচিত। ভিটামিন-এ (ক্যারোটিন সমৃদ্ধ খাবার), ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইটো নিউট্রেয়ান্ট রয়েছে এমন খাবার খান।

ছানির সমস্যা এড়াতে চোখের জন্য উপকার সেই সব খাবার খাওয়া উচিত। ভিটামিন-এ (ক্যারোটিন সমৃদ্ধ খাবার), ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইটো নিউট্রেয়ান্ট রয়েছে এমন খাবার খান।

5 / 5
Follow Us: