বনি ব্লু, ক'দিন ধরেই গোটা বিশ্বে আলোড়ন তুলেছে এই একটা নাম। তিনি নাকি মাত্র ১২ ঘন্টায় ১০৫৭ জনের শয্যাসঙ্গিনী হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। এর আগেও নিজের বহু মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন বনি।
আগে একবার তিনি ১৮ বছরের উপরে ছেলেদের তাঁর সঙ্গে যৌন সঙ্গ করতে আহ্বান জানান। তিনি বলেন যাঁরা তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান তাঁরা নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির বাইরে জমায়েত করতে বলেন। আসলে কে এই বনি ব্লু? চেনেন তাঁকে?
অ্যাডাল্ট কনটেন্ট বানানোর সঙ্গে সঙ্গেই ওনলি ফ্যানসের মডেল বনি ব্লু। ২৫ বছর বয়সী বনি যুক্তরাজ্যের বাসিন্দা হলেও এখন তিনি থাকেন কুইনসল্যান্ডে। বনি বিয়েও করেছিলেন। অ্যাডাল্ট কনটেন্ট তৈরি করার আগে তিনি একটি কোম্পানির রিক্রুটমেন্টের দায়িত্বে ছিলেন।
বনির কেরিয়ার বদলে যায় যখন সে ওয়েবক্যাম মডেল হিসাবে নিজের যাত্রা শুরু করেন। পরে ওয়েবক্যাম ছেড়ে ওনলি ফ্যানসে কাজ করা শুরু করেন তিনি। এখন অনলাইন থেকে মোটা টাকা আয় করেন বনি।
সম্প্রতি ১২ ঘণ্টায় ১০৫৭ জনের সঙ্গে যৌন মিলন করে খবরের শিরনামে উঠে এসেছেন ব্লু। এর আগে লিসা স্পার্কস ৯১৯ জনের শয্যাসঙ্গিনী হয়ে রেকর্ড গড়ে করেছিলেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই আরেক পর্ণস্টার লিলি ফিলিপ তাঁর ১০০০ জনের শয্যাসঙ্গিনী হওয়ার পরিকল্পনা জানানোর কিছুদিনের মধ্যেই নিজের রেকর্ড গড়ে ফেলার দাবি জানান বনি ব্লু।
নিজের কার্য কলাপ, ভিডিও জন্য প্রায়শই বিতর্কে জড়ান বনি ব্লু। এর আগেও তিনি বলেন, স্বামীদের উচিত স্ত্রীর সঙ্গে প্রতারণা করা। অনেকেই সমাজ মাধ্যমে তাঁকে 'নিষিদ্ধ' করার আহ্বান জানিয়েছেন। (সব ছবি - Instagram)