Mahashivaratri 2023: শুধু বেলপাতাতেই নয়, মহাশিবরাত্রির দিন শিবকে তুষ্ট করতে দিন এই ৭ প্রিয় জিনিস

Shiva Pujan: ভোলেবাবার আশীর্বাদ পেতে ও সন্তুষ্ট করতে সেদিন কী কী করবেন, কীভাবে নিবেদন করবেন, তা জেনে নিন এখানে...

| Edited By: | Updated on: Feb 15, 2023 | 12:10 PM
সামনেই মহাশিবরাত্রি। এদিন শিবের আশীর্বাদ পেতে ও তুষ্ট করতে শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলিই নিবেদন করা হয়। উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিস নিবেদন করা হয়।

সামনেই মহাশিবরাত্রি। এদিন শিবের আশীর্বাদ পেতে ও তুষ্ট করতে শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলিই নিবেদন করা হয়। উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিস নিবেদন করা হয়।

1 / 10
ভোলেনাথের পুজো করা আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি। শরীর-মন শুদ্ধ থাকলে তবেই শিবলিঙ্গের মাথায় জল-দুধ ঢালা উচিত। শুধু দুধ নয়, সঙ্গে জল ও মধু দিয়ে স্নান করান। এটা শুভ বলে মনে করা হয়। এমনটা করলে সাংসারিক সব সমস্যার অবসান ঘটে।

ভোলেনাথের পুজো করা আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি। শরীর-মন শুদ্ধ থাকলে তবেই শিবলিঙ্গের মাথায় জল-দুধ ঢালা উচিত। শুধু দুধ নয়, সঙ্গে জল ও মধু দিয়ে স্নান করান। এটা শুভ বলে মনে করা হয়। এমনটা করলে সাংসারিক সব সমস্যার অবসান ঘটে।

2 / 10
শিবরাত্রির মহাদেবের পুজোর সময় উপবাস ও ভোগ নিবেদন করা হয়। অনেকেই জানেন শিবের সবচেয়ে প্রিয় খাবার হল গাঁজা-ভাঙ। কিন্তু অনেকেই জানেন না যে মহাদিদেবের খুব পছন্দের খাবারের তালিকায় রয়েছে পিঠে-পুলি, বেশি করে চিনি দেওয়া দুধ, দই। এছাড়া মতিচুরের লাড্ডুও পছন্দ তাঁর।

শিবরাত্রির মহাদেবের পুজোর সময় উপবাস ও ভোগ নিবেদন করা হয়। অনেকেই জানেন শিবের সবচেয়ে প্রিয় খাবার হল গাঁজা-ভাঙ। কিন্তু অনেকেই জানেন না যে মহাদিদেবের খুব পছন্দের খাবারের তালিকায় রয়েছে পিঠে-পুলি, বেশি করে চিনি দেওয়া দুধ, দই। এছাড়া মতিচুরের লাড্ডুও পছন্দ তাঁর।

3 / 10
শিবপুজোয় ফুলের গুরুত্ব রয়েছে। সকলেই জানেন ধুতুরা ও আকন্দ ফুল মহাদেবের খুব প্রিয়। এই দুই ফুল দিলে খুব প্রসন্ন হন মহাদেব। কিন্তু তাঁর আরও পছন্দের ফুল হল বেল ফুল। সুমিষ্ট সুগন্ধীযুক্ত বেলফুল দিয়ে পুজো করলে গৃহে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। ফল ধরার আগে যে ফুল হয়, সেই ফুল নিবেদন করতে পারেন।

শিবপুজোয় ফুলের গুরুত্ব রয়েছে। সকলেই জানেন ধুতুরা ও আকন্দ ফুল মহাদেবের খুব প্রিয়। এই দুই ফুল দিলে খুব প্রসন্ন হন মহাদেব। কিন্তু তাঁর আরও পছন্দের ফুল হল বেল ফুল। সুমিষ্ট সুগন্ধীযুক্ত বেলফুল দিয়ে পুজো করলে গৃহে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। ফল ধরার আগে যে ফুল হয়, সেই ফুল নিবেদন করতে পারেন।

4 / 10
রঙিন কোনও ফুল শিবের পছন্দ নয়। সাদা ফুল খুব প্রিয়। বেল গাছের ফুলের পাশাপাশি তুলসী মঞ্জরী নিবেদন করলে মোক্ষলাভের পথ লাভ করেন ভক্তরা। তবে শিবের উপাসনায় তুলসী পাতা কখনও নিবেদন করবেন না।

রঙিন কোনও ফুল শিবের পছন্দ নয়। সাদা ফুল খুব প্রিয়। বেল গাছের ফুলের পাশাপাশি তুলসী মঞ্জরী নিবেদন করলে মোক্ষলাভের পথ লাভ করেন ভক্তরা। তবে শিবের উপাসনায় তুলসী পাতা কখনও নিবেদন করবেন না।

5 / 10
শ্মশান, ভষ্ম শিবের খুব প্রিয়। শিবরাত্রির দিন দেশের অনেক মন্দিরেই দুধ-জল দিয়ে স্নান করানোর পরিবর্তে ছাই বা ভষ্মের প্রলেপ দেওয়া হয়। মহাদেবকে এই ভষ্ম উত্‍সর্গ করা হলে খুবই প্রসন্ন হন দেবাদিদেব।

শ্মশান, ভষ্ম শিবের খুব প্রিয়। শিবরাত্রির দিন দেশের অনেক মন্দিরেই দুধ-জল দিয়ে স্নান করানোর পরিবর্তে ছাই বা ভষ্মের প্রলেপ দেওয়া হয়। মহাদেবকে এই ভষ্ম উত্‍সর্গ করা হলে খুবই প্রসন্ন হন দেবাদিদেব।

6 / 10
শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গের তিলক কেটে দেওয়া হলে তুষ্ট হন মহাদেব। কারণ চন্দন শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিসের মধ্যে অন্যতম। জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে শিবলিঙ্গে চন্দনের প্রলেপ দিতে পারেন।

শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গের তিলক কেটে দেওয়া হলে তুষ্ট হন মহাদেব। কারণ চন্দন শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিসের মধ্যে অন্যতম। জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে শিবলিঙ্গে চন্দনের প্রলেপ দিতে পারেন।

7 / 10
পুজোয় ভোগের নৈবেদ্য়ের থালায় ফলের গুরুত্ব রয়েছে। অন্যদিকে বেল পল শিবের খুব পছন্দের। বেল হল দীর্ঘায়ুর প্রতীক। তাই মহাদেবকে বেল ফল নিবেদন করা হলে দীর্ঘায়ু লাভ করা সম্ভব। স্বাস্থ্য থাকে ভাল।

পুজোয় ভোগের নৈবেদ্য়ের থালায় ফলের গুরুত্ব রয়েছে। অন্যদিকে বেল পল শিবের খুব পছন্দের। বেল হল দীর্ঘায়ুর প্রতীক। তাই মহাদেবকে বেল ফল নিবেদন করা হলে দীর্ঘায়ু লাভ করা সম্ভব। স্বাস্থ্য থাকে ভাল।

8 / 10
বেলপাতা শিবপুজোয় অন্য়তম একটি উপকরণ। তিনটি পাতার বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্ভব। শিবলিঙ্গের মাথার ওপর বেলপাতা দিয়ে পুজো করলে ভক্তের উপর খুবই সন্তুষ্ট হন মহাদেব।

বেলপাতা শিবপুজোয় অন্য়তম একটি উপকরণ। তিনটি পাতার বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্ভব। শিবলিঙ্গের মাথার ওপর বেলপাতা দিয়ে পুজো করলে ভক্তের উপর খুবই সন্তুষ্ট হন মহাদেব।

9 / 10
শিবলিঙ্গ পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। তার মধ্যে অন্যতম হল, শিবলিঙ্গ যেখানে স্থাপন করবেন, সেই জায়গাটি অত্যন্ত পরিষ্কার রাখা দরকার। তবে বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে আপনার নিত্য যাতায়াত রয়েছে। নিত্য পুজো করুন।

শিবলিঙ্গ পুজো করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। তার মধ্যে অন্যতম হল, শিবলিঙ্গ যেখানে স্থাপন করবেন, সেই জায়গাটি অত্যন্ত পরিষ্কার রাখা দরকার। তবে বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে আপনার নিত্য যাতায়াত রয়েছে। নিত্য পুজো করুন।

10 / 10
Follow Us: