AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Hockey: দু-দিন আগেই হকি নিয়ে তুলকালাম, এ বার মোহনবাগান মাঠে হল ম্যাচ

Mohun Bagan Ground: কলকাতা ময়দান এখনও উত্তপ্ত। রবিবার মহমেডান মাঠে হকি ডার্বি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ইঁট, চেয়ার ছোড়াছুড়ি ঘিরে ব্য়াপক উত্তেজনা তৈরি হয়। অনেকেই আহত হন। মাঝরাস্তায় বন্ধ হয় ইস্টবেঙ্গল-মোহনবাগান হকির ডার্বি। পর্যাপ্ত পুলিশি ব্য়বস্থা ছিল না বলেও অভিযোগ ওঠে। যদিও পুলিশের তরফে এই অভিযোগ খারিজ করা হয়।

| Edited By: | Updated on: Feb 21, 2023 | 5:58 PM
Share
কলকাতা ময়দান এখনও উত্তপ্ত। রবিবার মহমেডান মাঠে হকি ডার্বি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ইঁট, চেয়ার ছোড়াছুড়ি ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অনেকেই আহত হন। (ছবি: নিজস্ব)

কলকাতা ময়দান এখনও উত্তপ্ত। রবিবার মহমেডান মাঠে হকি ডার্বি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ইঁট, চেয়ার ছোড়াছুড়ি ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অনেকেই আহত হন। (ছবি: নিজস্ব)

1 / 8
মাঝরাস্তায় বন্ধ হয় ইস্টবেঙ্গল-মোহনবাগান হকির ডার্বি। পর্যাপ্ত পুলিশি ব্য়বস্থা ছিল না বলেও অভিযোগ ওঠে। যদিও পুলিশের তরফে এই অভিযোগ খারিজ করা হয়। (ছবি: নিজস্ব)

মাঝরাস্তায় বন্ধ হয় ইস্টবেঙ্গল-মোহনবাগান হকির ডার্বি। পর্যাপ্ত পুলিশি ব্য়বস্থা ছিল না বলেও অভিযোগ ওঠে। যদিও পুলিশের তরফে এই অভিযোগ খারিজ করা হয়। (ছবি: নিজস্ব)

2 / 8
গ্য়ালারি ফাঁকা করে খেলা শুরু চেষ্টা করা হয়েছিল। সদস্য়রা মাঠ ছাড়েন বলে, বেরিয়ে যান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তাঁর পরিষ্কার বার্তা ছিল, সমর্থকরা ম্যাচ দেখতে পারছেন না, তিনিও দেখবেন না। (ছবি: নিজস্ব)

গ্য়ালারি ফাঁকা করে খেলা শুরু চেষ্টা করা হয়েছিল। সদস্য়রা মাঠ ছাড়েন বলে, বেরিয়ে যান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তাঁর পরিষ্কার বার্তা ছিল, সমর্থকরা ম্যাচ দেখতে পারছেন না, তিনিও দেখবেন না। (ছবি: নিজস্ব)

3 / 8
বাকি অন্য়ান্য় ম্য়াচেও পুলিশ পাহারায় ম্যাচ করার অনুরোধ জানান বাংলা হকি সংস্থার কাছে। এ দিন পুলিশের পাহারায় হকি ম্যাচ আয়োজিত হল মোহনবাগান মাঠে। (ছবি: নিজস্ব)

বাকি অন্য়ান্য় ম্য়াচেও পুলিশ পাহারায় ম্যাচ করার অনুরোধ জানান বাংলা হকি সংস্থার কাছে। এ দিন পুলিশের পাহারায় হকি ম্যাচ আয়োজিত হল মোহনবাগান মাঠে। (ছবি: নিজস্ব)

4 / 8
চেষ্টা হলেও ডার্বি ম্য়াচটি সম্পূর্ণ করা যায়নি। দীর্ঘ সময় বন্ধ থাকার পর গ্য়ালারি ফাঁকা করে ম্যাচ শুরুর চেষ্টা হয়। কিন্তু আলো কমে যাওয়ায় ম্যাচ অসম্পূর্ণ থাকে। (ছবি: নিজস্ব)

চেষ্টা হলেও ডার্বি ম্য়াচটি সম্পূর্ণ করা যায়নি। দীর্ঘ সময় বন্ধ থাকার পর গ্য়ালারি ফাঁকা করে ম্যাচ শুরুর চেষ্টা হয়। কিন্তু আলো কমে যাওয়ায় ম্যাচ অসম্পূর্ণ থাকে। (ছবি: নিজস্ব)

5 / 8
গত কালই বাংলা হকি সংস্থাকে চিঠি দিয়ে পুলিশি অনুমতি চেয়েছিল মোহনবাগান। হকি ডার্বির ঘটনার পর ক্লাবের সম্পত্তি নষ্টের আশঙ্কা থেকে পুলিশি পাহারা চেয়েছিল মোহনবাগান ক্লাব। (ছবি: নিজস্ব)

গত কালই বাংলা হকি সংস্থাকে চিঠি দিয়ে পুলিশি অনুমতি চেয়েছিল মোহনবাগান। হকি ডার্বির ঘটনার পর ক্লাবের সম্পত্তি নষ্টের আশঙ্কা থেকে পুলিশি পাহারা চেয়েছিল মোহনবাগান ক্লাব। (ছবি: নিজস্ব)

6 / 8
মঙ্গলবার দেখা গেল ক্লাবের মাঠে পুলিশি নিরাপত্তায় ম্যাচ অনুষ্ঠিত হল। কলকাতা হকি লিগে ম্যাচে পঞ্জাব স্পোর্টসকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। (ছবি: নিজস্ব)

মঙ্গলবার দেখা গেল ক্লাবের মাঠে পুলিশি নিরাপত্তায় ম্যাচ অনুষ্ঠিত হল। কলকাতা হকি লিগে ম্যাচে পঞ্জাব স্পোর্টসকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। (ছবি: নিজস্ব)

7 / 8
হকি ডার্বি পুনরায় হওয়ার কথা। ১-০ এগিয়ে ছিল মোহনবাগান। সেই জায়গা থেকেই ম্যাচ পুনরায় হওয়ার কথা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। যদিও সবুজ মেরুনের তরফে জানানো হয়েছিল, তারা ডার্বিতে দল নামাবে না। (ছবি: নিজস্ব)

হকি ডার্বি পুনরায় হওয়ার কথা। ১-০ এগিয়ে ছিল মোহনবাগান। সেই জায়গা থেকেই ম্যাচ পুনরায় হওয়ার কথা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। যদিও সবুজ মেরুনের তরফে জানানো হয়েছিল, তারা ডার্বিতে দল নামাবে না। (ছবি: নিজস্ব)

8 / 8