PM Modi: নির্বাচনমুখী কর্নাটকে মোদী, প্রধানমন্ত্রীকে দেখতে শয়ে শয়ে এলেন বানজারা সম্প্রদায়ের নাগরিকরা

PM Modi: বৃহস্পতিবার কর্নাটকে একাধিক জায়গায় সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর বক্তৃতা শুনতে ইয়াদগিরিতে ভিড় করেন বানজারা সম্প্রদায়ের নাগরিকরা।

| Edited By: | Updated on: Jan 19, 2023 | 7:40 PM
আসন্ন নির্বাচনের আগে বৃহস্পতিবার বিজেপি শাসিত  কর্নাটকে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন কর্নাটকের উত্তরের জেলা ইয়াদগিরি ও কালাবুরাগিতে সভা করেন মোদী। সেখানে একগুচ্ছ প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। সেচ, পানীয় জল ও জাতীয় সড়ক নিয়ে  একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ দিন নারায়ণপুর লেফট ব্যাঙ্ক ক্যানালের সম্প্রসারণ, সংস্কার ও আধুনিকীকরণের প্রকল্পের উদ্বোধন করেন।

আসন্ন নির্বাচনের আগে বৃহস্পতিবার বিজেপি শাসিত কর্নাটকে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন কর্নাটকের উত্তরের জেলা ইয়াদগিরি ও কালাবুরাগিতে সভা করেন মোদী। সেখানে একগুচ্ছ প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। সেচ, পানীয় জল ও জাতীয় সড়ক নিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ দিন নারায়ণপুর লেফট ব্যাঙ্ক ক্যানালের সম্প্রসারণ, সংস্কার ও আধুনিকীকরণের প্রকল্পের উদ্বোধন করেন।

1 / 8
এদিন ইয়াদগিরিতে মোদীকে সাদরে আমন্ত্রণ জানানো হয়। সংবাদ সংস্থা এএনআই-র একটি ভিডিয়োতে দেখা গিয়েছে সভাস্থলে পৌঁছনোর আগে দু' পাশে ভিড় করে করে রয়েছেন শয়ে শয়ে সাধারণ মানুষ। আর মোদী সকলের দিকে হাত নাড়তে নাড়তে সভাস্থলে প্রবেশ করেন। এদিকে আজ এই সভাস্থলকে কেন্দ্র করে আগে থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আর তাঁর কথা শোনার জন্য কর্নাটকের ইয়াদগিরির সভাতেই ভিড় করেন বানজারা সম্প্রদায়ের নাগরিকরা।

এদিন ইয়াদগিরিতে মোদীকে সাদরে আমন্ত্রণ জানানো হয়। সংবাদ সংস্থা এএনআই-র একটি ভিডিয়োতে দেখা গিয়েছে সভাস্থলে পৌঁছনোর আগে দু' পাশে ভিড় করে করে রয়েছেন শয়ে শয়ে সাধারণ মানুষ। আর মোদী সকলের দিকে হাত নাড়তে নাড়তে সভাস্থলে প্রবেশ করেন। এদিকে আজ এই সভাস্থলকে কেন্দ্র করে আগে থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আর তাঁর কথা শোনার জন্য কর্নাটকের ইয়াদগিরির সভাতেই ভিড় করেন বানজারা সম্প্রদায়ের নাগরিকরা।

2 / 8
এ দিন বাঞ্জারা সম্প্রদায়ের বহু সংখ্যক মহিলাকে নিজেদের বেশে সভাস্থলে উপস্থিত হতে দেখা যায়। ঝলমলে রঙিন পোশাকে সভাস্থলে উপস্থিত হন। মাথায় কলসি, গায়ে রকমারি গয়না।

এ দিন বাঞ্জারা সম্প্রদায়ের বহু সংখ্যক মহিলাকে নিজেদের বেশে সভাস্থলে উপস্থিত হতে দেখা যায়। ঝলমলে রঙিন পোশাকে সভাস্থলে উপস্থিত হন। মাথায় কলসি, গায়ে রকমারি গয়না।

3 / 8
এ দিন ইয়াদগিরির সভা থেকে মোদী ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে বলেছেন, "ডবল ইঞ্জিন সরকার মানে দ্বিগুণ বিকাশ। আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য কর্নাটক সরকার কীভাবে উপকৃত হচ্ছেন।"

এ দিন ইয়াদগিরির সভা থেকে মোদী ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে বলেছেন, "ডবল ইঞ্জিন সরকার মানে দ্বিগুণ বিকাশ। আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য কর্নাটক সরকার কীভাবে উপকৃত হচ্ছেন।"

4 / 8
ইয়াদগিরির পাশাপাশি কালাবুরাগিতেও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "আমাদের দলের অগ্রাধিকার ভোট ব্যাঙ্ক নয়, কেবল উন্নয়ন।  পূর্ববর্তী সরকার যে সব জায়গাকে 'অনুন্নত' বলে ঘোষণা করেছিল, সেসব জায়গায় আমরা উন্নয়নে মনোযোগ দিয়েছি। ইয়াদগিরির পাশাপাশি আমরা ভারতের ১০০টিরও বেশি শহরে 'আকানশি জেলা' কর্মসূচি শুরু করেছি এবং সুশাসনের দিকে জোর দিয়েছি এবং তাদের উন্নয়নে কাজ করেছি।"

ইয়াদগিরির পাশাপাশি কালাবুরাগিতেও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "আমাদের দলের অগ্রাধিকার ভোট ব্যাঙ্ক নয়, কেবল উন্নয়ন। পূর্ববর্তী সরকার যে সব জায়গাকে 'অনুন্নত' বলে ঘোষণা করেছিল, সেসব জায়গায় আমরা উন্নয়নে মনোযোগ দিয়েছি। ইয়াদগিরির পাশাপাশি আমরা ভারতের ১০০টিরও বেশি শহরে 'আকানশি জেলা' কর্মসূচি শুরু করেছি এবং সুশাসনের দিকে জোর দিয়েছি এবং তাদের উন্নয়নে কাজ করেছি।"

5 / 8
এ দিন কালাবুরাগিতে বাঞ্জারা সম্প্রদায়ের হাতে টাইটল ডিড তুলে দেওয়া হয়। এই সভা থেকে তিনি বলেন, "আমার কাছে এই অঞ্চল বা বাঞ্জারা সমাজ কিছুই নতুন নন। বানজ়ারা পরিবারের আমাদের ভাই-বোনেরা সর্বদা তাঁদের নিজস্ব উপায়ে দেশ গঠনে অবদান রাখছেন এবং আমি বেশ কয়েকবার তাদের সঙ্গে যোগ দিতে পেরে ভাগ্যবান হয়েছি।"

এ দিন কালাবুরাগিতে বাঞ্জারা সম্প্রদায়ের হাতে টাইটল ডিড তুলে দেওয়া হয়। এই সভা থেকে তিনি বলেন, "আমার কাছে এই অঞ্চল বা বাঞ্জারা সমাজ কিছুই নতুন নন। বানজ়ারা পরিবারের আমাদের ভাই-বোনেরা সর্বদা তাঁদের নিজস্ব উপায়ে দেশ গঠনে অবদান রাখছেন এবং আমি বেশ কয়েকবার তাদের সঙ্গে যোগ দিতে পেরে ভাগ্যবান হয়েছি।"

6 / 8
তিনি এ দিন বাঞ্জারা সম্প্রদায়ের উদ্দেশে বলেন, "স্বামীত্ব প্রকল্পের অধীনে সরকার গ্রামীণ পরিবারগুলির জন্য কার্ড সরবরাহ করছে। কর্নাটকে বাঞ্জারা সম্প্রদায় পাকা বাড়ি, জল সংযোগ এবং রান্নার গ্যাস সংযোগ সহ সমস্ত সামাজিক কল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি এর সুবিধা পাবে।"

তিনি এ দিন বাঞ্জারা সম্প্রদায়ের উদ্দেশে বলেন, "স্বামীত্ব প্রকল্পের অধীনে সরকার গ্রামীণ পরিবারগুলির জন্য কার্ড সরবরাহ করছে। কর্নাটকে বাঞ্জারা সম্প্রদায় পাকা বাড়ি, জল সংযোগ এবং রান্নার গ্যাস সংযোগ সহ সমস্ত সামাজিক কল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি এর সুবিধা পাবে।"

7 / 8
৯৪ সালের স্মৃতি মনে করে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "১৯৯৪ সালের বিধানসভা নির্বাচনে আমি এখানে প্রচারের জন্য এসেছিলাম এবং তা মনে করতে পেরে খুব আনন্দিত যে বানজারা পরিবারের লক্ষ লক্ষ সদস্য আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন।"

৯৪ সালের স্মৃতি মনে করে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "১৯৯৪ সালের বিধানসভা নির্বাচনে আমি এখানে প্রচারের জন্য এসেছিলাম এবং তা মনে করতে পেরে খুব আনন্দিত যে বানজারা পরিবারের লক্ষ লক্ষ সদস্য আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন।"

8 / 8
Follow Us: