Washing Tips: দশবার ধুলেও প্রিয় কাপড়ের রং হবে না নষ্ট, যদি মাথায় রাখেন এই সব টিপস

Cloths Care: সব রঙের কাপড় একসঙ্গে ধুতে দেবেন না। এতে রঙ উঠলে অন্য কাপড়েও লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়

| Edited By: | Updated on: Dec 15, 2022 | 4:37 PM
বিজ্ঞাপনে তো অনেক কথাই বলা হয়। তবুও এমন কিছু পোশাক থাকে যা একের বেশি বার ধুলেই রং নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে ভুল থাকে নিজেদেরই।

বিজ্ঞাপনে তো অনেক কথাই বলা হয়। তবুও এমন কিছু পোশাক থাকে যা একের বেশি বার ধুলেই রং নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে ভুল থাকে নিজেদেরই।

1 / 6
অনেকে আবার রং চটে যাওয়ার ভয়ে কাপড় কাচতেই চান না। দীর্ঘদিন তা ফেলে রেখে দেন। এই ভাবনা কিন্তু নিতান্তই ভুল। কাপড় যত বেশি ব্যবহার করা হয় এবং তা যদি নিয়মিত ধোয়া হয় তাহলেই তার রং উজ্জ্বল থাকে। তবে অপ্রয়োজনে কাপড় কাচা একেবারেই ঠিক নয়।

অনেকে আবার রং চটে যাওয়ার ভয়ে কাপড় কাচতেই চান না। দীর্ঘদিন তা ফেলে রেখে দেন। এই ভাবনা কিন্তু নিতান্তই ভুল। কাপড় যত বেশি ব্যবহার করা হয় এবং তা যদি নিয়মিত ধোয়া হয় তাহলেই তার রং উজ্জ্বল থাকে। তবে অপ্রয়োজনে কাপড় কাচা একেবারেই ঠিক নয়।

2 / 6
কাপড়ের রং ঠিক রাখতে চাইলে এই নিয়ম মেনে কাচতে হবে। যেমন কাপড় সব সময় উলটো করে তবেই কাচুন। এতে কাপড়ের রং দীর্ঘদিন পর্যন্ত উজ্জ্বল থাকে। আর শুকোতে দেওয়ার সময়ও উল্টো করে দিতে হবে।

কাপড়ের রং ঠিক রাখতে চাইলে এই নিয়ম মেনে কাচতে হবে। যেমন কাপড় সব সময় উলটো করে তবেই কাচুন। এতে কাপড়ের রং দীর্ঘদিন পর্যন্ত উজ্জ্বল থাকে। আর শুকোতে দেওয়ার সময়ও উল্টো করে দিতে হবে।

3 / 6
বাঁধনি, বাটিকের কাপড় ধোওয়ার সময় তা আগে কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখুন। এছাড়াও বেকিং সোডা বা হাফ চামচ ভিনিগার জলে মিশিয়ে তাতে কাপড় ডুবিয়ে রাখতে পারেন। এতে কাপড়ের উজ্জ্বলতা বাড়ে। রং চটে যায় না।

বাঁধনি, বাটিকের কাপড় ধোওয়ার সময় তা আগে কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখুন। এছাড়াও বেকিং সোডা বা হাফ চামচ ভিনিগার জলে মিশিয়ে তাতে কাপড় ডুবিয়ে রাখতে পারেন। এতে কাপড়ের উজ্জ্বলতা বাড়ে। রং চটে যায় না।

4 / 6
গরম জলে ধুলে কাপড়ের রং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই সব সময় ঠাণ্ডা জলে জামা কাপড় ধোবেন। এতে সুতো ভাল থাকে। গরম জলে কাপড় দিলেই সুতো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

গরম জলে ধুলে কাপড়ের রং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই সব সময় ঠাণ্ডা জলে জামা কাপড় ধোবেন। এতে সুতো ভাল থাকে। গরম জলে কাপড় দিলেই সুতো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

5 / 6
কাপড় শুকোতে দেওয়ার সময়ও যত্ন নিন। গায়ের জোরে কাপড়ের জল নিকড়ে নেবেন না। এতে সুতো ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও কাপড় ড্রায়ারে খুব বেশিও শুকোবেন না। এতে কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

কাপড় শুকোতে দেওয়ার সময়ও যত্ন নিন। গায়ের জোরে কাপড়ের জল নিকড়ে নেবেন না। এতে সুতো ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও কাপড় ড্রায়ারে খুব বেশিও শুকোবেন না। এতে কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

6 / 6
Follow Us: