বয়স ৩৪। আজ তিনি বার্থডে গার্ল। কিন্তু বয়স সাগরিকা ঘাটকের কাছে নিতান্তই এক সংখ্যা মাত্র। জাহির খানের সঙ্গে বিয়ের ঘোষণার সময় অন্য ভাবে ঝড় তুলেছিলেন তিনি।
শাহরুখ খানের সঙ্গে 'চক দে ইন্ডিয়া' ছবিতে কাজ করেছেন সাগরিকা। বাস্তবেও সাগরিকা একজন পেশাদার হকি খেলোয়াড়। জাতীয় স্তরে রয়েছে তাঁর পারফরম্যান্স। সে কারণেই এই ছবির কাস্টিংয়ে তিনি আলাদা গুরুত্ব পেয়েছিলেন।
সাগরিকার বাবা বিজয়েন্দ্র ঘাটকে একজন অভিনেতা। বেশ কিছু হিন্দি ছবি এবং টেলিভিশনে কাজ করেছিলেন তিনি। ইনদৌরের মহারাজা তুকোজিরাও হোলকার তৃতীয়ের কন্যা সীতা রাজে ঘাটকে সাগরিকার ঠাকুমা। অর্থাৎ তাঁরা রাজপরিবারের সদস্য।
কলেজে পড়ার সময় থেকেই প্রচুর ছবির অফার পেয়েছিলেন সাগরিকা। কিন্তু তাঁর বাবা চেয়েছিলেন স্নাতক হওয়ার পর তবেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করুক তাঁর মেয়ে। বাবার ইচ্ছেকে সম্মান জানিয়ে সেই সিদ্ধান্ত মেনে নেন সাগরিকা।
‘ফক্স’, ‘মিলে না মিলে তুম’, ‘জি ভর কে জি লে’-র মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন সাগরিকা। পঞ্জাবি ছবিতেও তাঁর অভিনয় দেখেছেন দর্শক। কিন্তু জাহিরকে বিয়ে করার পর বলিউডে কাজ কিছুটা কমিয়ে দেন তিনি। আপাতত তাঁর প্রায়োরিটি সংসার।