Darjeeling in Monsoon: বর্ষায় দার্জিলিং যাবেন ভাবছেন? কম বাজেটে এই ৪ পাহাড়ি গ্রামও ঘুরে দেখুন, একদম নিরাপদ

Offbeat Destinations: বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষায় পাহাড়ে পর্যটকের ভিড় কম থাকে। তার সঙ্গে অবিরাম মেঘেদের খেলা চলতে থাকে। বৃষ্টি মাথায় নিয়ে সাবধানতার সঙ্গে পা ফেলতে পারেন শৈলশহরে। শৈলশহরের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ে এমন ৪টি পর্যটন কেন্দ্র রয়েছে, যা বর্ষায় অনায়াসে ঘুরে দেখা যায়।

| Updated on: Jun 22, 2024 | 2:22 PM
প্রাকৃতিক বিপর্যয়ের কথা ভেবে অনেকেই এড়িয়ে চলেন বর্ষায় পাহাড় ভ্রমণ। এরই মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁরা বৃষ্টিস্নাত পাহাড় দেখতে বর্ষায় ছুটে যান দার্জিলিং।

প্রাকৃতিক বিপর্যয়ের কথা ভেবে অনেকেই এড়িয়ে চলেন বর্ষায় পাহাড় ভ্রমণ। এরই মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁরা বৃষ্টিস্নাত পাহাড় দেখতে বর্ষায় ছুটে যান দার্জিলিং।

1 / 8
বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষায় পাহাড়ে পর্যটকের ভিড় কম থাকে। তার সঙ্গে অবিরাম মেঘেদের খেলা চলতে থাকে। বৃষ্টি মাথায় নিয়ে সাবধানতার সঙ্গে পা ফেলতে পারেন শৈলশহরে।

বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষায় পাহাড়ে পর্যটকের ভিড় কম থাকে। তার সঙ্গে অবিরাম মেঘেদের খেলা চলতে থাকে। বৃষ্টি মাথায় নিয়ে সাবধানতার সঙ্গে পা ফেলতে পারেন শৈলশহরে।

2 / 8
কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও বর্ষায় দার্জিলিং যেতেই পারেন। বর্ষায় দার্জিলিং ভ্রমণে কোনও ভয় নেই। সঙ্গে প্রয়োজনীয় জিনিস রাখলে এবং ধস নামতে পারে এমন জায়গা এড়িয়ে ঘুরে নিতে পারে শৈলশহর।

কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও বর্ষায় দার্জিলিং যেতেই পারেন। বর্ষায় দার্জিলিং ভ্রমণে কোনও ভয় নেই। সঙ্গে প্রয়োজনীয় জিনিস রাখলে এবং ধস নামতে পারে এমন জায়গা এড়িয়ে ঘুরে নিতে পারে শৈলশহর।

3 / 8
শুধু দার্জিলিং নয়। শৈলশহরের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ে এমন ৪টি পর্যটন কেন্দ্র রয়েছে, যা বর্ষায় অনায়াসে ঘুরে দেখা যায়। আর এতে পকেটেও টান পড়বে না।

শুধু দার্জিলিং নয়। শৈলশহরের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ে এমন ৪টি পর্যটন কেন্দ্র রয়েছে, যা বর্ষায় অনায়াসে ঘুরে দেখা যায়। আর এতে পকেটেও টান পড়বে না।

4 / 8
মিরিক লেক থেকে মাত্র ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত তাবাকোশি। গোপালধারা চা বাগান, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতির মার্কেট, মিরিক লেক ও মনাস্ট্রি, লেপচাজগত সহ বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন তাবাকোশি থেকে।

মিরিক লেক থেকে মাত্র ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত তাবাকোশি। গোপালধারা চা বাগান, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতির মার্কেট, মিরিক লেক ও মনাস্ট্রি, লেপচাজগত সহ বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন তাবাকোশি থেকে।

5 / 8
দার্জিলিং জেলার ছবি আঁকা পাহাড়ি গ্রাম তাকদা আর তুকদা। বর্ষায় পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করলে যেতে পারেন তাকদায়। ব্রিটিশদের তৈরি এই তাকদা পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। কুয়াশায় ঘেরা,  চা বাগান আর ঢেউ খেলানো পাহাড়ের মাঝে ছুটি কাটাতে পারেন তাকদায়।

দার্জিলিং জেলার ছবি আঁকা পাহাড়ি গ্রাম তাকদা আর তুকদা। বর্ষায় পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করলে যেতে পারেন তাকদায়। ব্রিটিশদের তৈরি এই তাকদা পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। কুয়াশায় ঘেরা,  চা বাগান আর ঢেউ খেলানো পাহাড়ের মাঝে ছুটি কাটাতে পারেন তাকদায়।

6 / 8
ঘুম স্টেশন থেকে মাত্র ২০ মিনিটের পথ দাওয়াইপানি। দার্জিলিং থেকে একটু উঁচুতে অবস্থিত দাওয়াইপানি। সবুজে ঢাকা এই গ্রামে বসে পাহাড়ে বর্ষা উপভোগ করতে পারেন। দাওয়াইপানিতে বসে নীচের দার্জিলিং শহরও দেখতে পাবেন খুব সহজে।

ঘুম স্টেশন থেকে মাত্র ২০ মিনিটের পথ দাওয়াইপানি। দার্জিলিং থেকে একটু উঁচুতে অবস্থিত দাওয়াইপানি। সবুজে ঢাকা এই গ্রামে বসে পাহাড়ে বর্ষা উপভোগ করতে পারেন। দাওয়াইপানিতে বসে নীচের দার্জিলিং শহরও দেখতে পাবেন খুব সহজে।

7 / 8
প্রায় ৮৫৩০ ফুট উঁচুতে অবস্থিত ধোত্রে। তবে, বর্ষায় পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য একদম নিরাপদ। সিঙ্গলিলা জাতীয় উদ্যানের কোলে বৃষ্টি উপভোগ করুন পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু ও শেষ গ্রামে। নিরিবিলিতে ছুটিতে কাটাতে বেছে নিন ধোত্রেকে।

প্রায় ৮৫৩০ ফুট উঁচুতে অবস্থিত ধোত্রে। তবে, বর্ষায় পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য একদম নিরাপদ। সিঙ্গলিলা জাতীয় উদ্যানের কোলে বৃষ্টি উপভোগ করুন পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু ও শেষ গ্রামে। নিরিবিলিতে ছুটিতে কাটাতে বেছে নিন ধোত্রেকে।

8 / 8
Follow Us: