AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Oil: পুজোর আগে এই তেল রোজ লাগালে চুল কুচকুচে কালো হবেই

Homemade Hair Oil: বাড়িতেই বানিয়ে নিন স্পেশ্যাল এই চেল। রোজ চুলে লাগিয়ে শ্যাম্পু করলে অনেক ভাল কাজ হয়। নারকেল তেলের সঙ্গে ভৃঙ্গরাজ তেল মিশিয়ে রাতে ম্যাসাজ করে নিম। এতে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকবে। চুল অনেক কম ঝরে পড়বে। খুশকির সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে

| Edited By: | Updated on: Sep 29, 2023 | 6:17 AM
Share
পুজোর আর একমাসও বাকি নেই। জোরকদমে চলছে প্যান্ডেল বাঁধার কাজ। আর মাত্র কয়েকদিনের মধ্যেই রাজপথ মুড়বে হোর্ডিং-এ। প্রতি বছর পুজোকে ঘিরে আমাগদের প্রচুর রকম প্ল্যানিং থাকে। একটা পুজো যায় আর একটা পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়

পুজোর আর একমাসও বাকি নেই। জোরকদমে চলছে প্যান্ডেল বাঁধার কাজ। আর মাত্র কয়েকদিনের মধ্যেই রাজপথ মুড়বে হোর্ডিং-এ। প্রতি বছর পুজোকে ঘিরে আমাগদের প্রচুর রকম প্ল্যানিং থাকে। একটা পুজো যায় আর একটা পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়

1 / 8
পুজো মানেই বহুদিন পর বিদেশ থেকে বাড়ি ফেরা। সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা, জম জমাট খাওয়া দাওয়ার পর্ব তো থাকেই। এই পুজোতে সকলেই চান নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে।

পুজো মানেই বহুদিন পর বিদেশ থেকে বাড়ি ফেরা। সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা, জম জমাট খাওয়া দাওয়ার পর্ব তো থাকেই। এই পুজোতে সকলেই চান নিজেকে নতুন করে সাজিয়ে তুলতে।

2 / 8
নতুন জামা,নতুন শাড়ি, বাড়ির জন্য নতুন পর্দা, কুশান কভার, টেবিল কভার এসবের পাশাপাশি ত্বকেরও তো একটু যত্ন নিতে হবে। আর তাই পুজো আসলেই লাইন পড়ে পার্লারের বাইরে

নতুন জামা,নতুন শাড়ি, বাড়ির জন্য নতুন পর্দা, কুশান কভার, টেবিল কভার এসবের পাশাপাশি ত্বকেরও তো একটু যত্ন নিতে হবে। আর তাই পুজো আসলেই লাইন পড়ে পার্লারের বাইরে

3 / 8
ফেসিয়াল, ট্যান রিমুভিং, হেয়ার কাট, স্মুথনিং কত কিছু চলতে থাকে। যাঁরা পার্লারের কর্মী তাঁদের এই সময়টা নাওয়া খাওয়ার কোনও সময় থাকে না। মুখ তো মেকআপ দিয়ে কোনও ভাবে ম্যানেজ করে নেওয়া গেলেও সবচাইতে বেশি জ্বালাতন করে চুল

ফেসিয়াল, ট্যান রিমুভিং, হেয়ার কাট, স্মুথনিং কত কিছু চলতে থাকে। যাঁরা পার্লারের কর্মী তাঁদের এই সময়টা নাওয়া খাওয়ার কোনও সময় থাকে না। মুখ তো মেকআপ দিয়ে কোনও ভাবে ম্যানেজ করে নেওয়া গেলেও সবচাইতে বেশি জ্বালাতন করে চুল

4 / 8
চুল আর কোনও ভাবে ম্যানেজ করে নেওয়া যায় না। ফ্রিজি হেয়ার দেখতে মোটেই ভাল লাগে না। চুল ঠিক ঠাক সেট না থাকলে কোনও ড্রেসই ভাল লাগে না। আর তাই কাজে লাগান মা-ঠাকুমাদের এই টোটকা

চুল আর কোনও ভাবে ম্যানেজ করে নেওয়া যায় না। ফ্রিজি হেয়ার দেখতে মোটেই ভাল লাগে না। চুল ঠিক ঠাক সেট না থাকলে কোনও ড্রেসই ভাল লাগে না। আর তাই কাজে লাগান মা-ঠাকুমাদের এই টোটকা

5 / 8
বাজারে এখনও ভৃঙ্গরাজ মেশানো তেলের খুব ডল। এই ভৃঙ্গরাজ তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলে লাগান। এর মধ্যে রয়েছে ভিটামিন ই, ডি, বি কমপ্লেক্স। যা চুলের জন্য খুবই ভাল, এছাড়াও এই ভেষজের মধ্যে থাকে আয়রন ও ম্যাগনেশিয়াম

বাজারে এখনও ভৃঙ্গরাজ মেশানো তেলের খুব ডল। এই ভৃঙ্গরাজ তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলে লাগান। এর মধ্যে রয়েছে ভিটামিন ই, ডি, বি কমপ্লেক্স। যা চুলের জন্য খুবই ভাল, এছাড়াও এই ভেষজের মধ্যে থাকে আয়রন ও ম্যাগনেশিয়াম

6 / 8
এই তেলের মধ্যে থাকে বায়োটিন, নিয়াসিন, আয়রন। যা মুঠো মুঠো চুল পড়া বন্ধ করে দেবে। আবহাওয়ার কারণে এখন বেয়ার ফল অনেক বেড়েছে। তা রুখতে অবশ্যই কাজে লাগান এই তেল

এই তেলের মধ্যে থাকে বায়োটিন, নিয়াসিন, আয়রন। যা মুঠো মুঠো চুল পড়া বন্ধ করে দেবে। আবহাওয়ার কারণে এখন বেয়ার ফল অনেক বেড়েছে। তা রুখতে অবশ্যই কাজে লাগান এই তেল

7 / 8
নারকেল তেলের সঙ্গে ভৃঙ্গরাজ তেল মিশিয়ে রাতে ম্যাসাজ করে নিম। এতে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকবে। চুল অনেক কম ঝরে পড়বে। খুশকির সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে

নারকেল তেলের সঙ্গে ভৃঙ্গরাজ তেল মিশিয়ে রাতে ম্যাসাজ করে নিম। এতে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকবে। চুল অনেক কম ঝরে পড়বে। খুশকির সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে

8 / 8