শার্টের উপর খুশকি ঝরে পড়ছে? পুরুষদের জন্য রইল চটজলদি ঘরোয়া ২ সমাধান

Dandruff Solution for Men: খুশকি মহিলা-পুরুষ মানে না। মহিলারা তাও পার্লারে গিয়ে অ্যান্টি-ডানড্রফ ট্রিটমেন্ট করান। কিন্তু পুরুষদের সেই সময় কিংবা ধৈর্যও নেই। তারা শ্যাম্পু-কন্ডিশনারের বাইরে খুব বেশি প্রসাধনী ব্যবহারও করেন না। তাই তাঁদের জন্য রইল খুশকি তাড়ানোর সহজ সমাধান।

| Edited By: | Updated on: Feb 08, 2024 | 2:51 PM
শীত বিদায় নিতে শুরু করলেও খুশকি পিছু ছাড়ছে না। আর কর্মব্যস্ত জীবনের মাঝে খুশকি তাড়ানোর জন্য আলাদা করে সময়ও ব্যয় করা হচ্ছে না। আর এতেই খুশকি ও স্ক্যাল্পে চুলকানি বেড়েই চলেছে।

শীত বিদায় নিতে শুরু করলেও খুশকি পিছু ছাড়ছে না। আর কর্মব্যস্ত জীবনের মাঝে খুশকি তাড়ানোর জন্য আলাদা করে সময়ও ব্যয় করা হচ্ছে না। আর এতেই খুশকি ও স্ক্যাল্পে চুলকানি বেড়েই চলেছে।

1 / 8
স্যাঁলোয় গিয়ে অ্যান্টি-ডানড্রফ ট্রিটমেন্ট করাতে গেলে গাঁটের কড়ি খসাতে হবে। তাও একবার গেলেই হবে না। নিয়মিত ৫-৬ বার ট্রিটমেন্ট করার পর কমবে খুশকি। কিন্তু তাতেও সম্পূর্ণরূপে নিস্তার নেই খুশকির হাত থেকে।

স্যাঁলোয় গিয়ে অ্যান্টি-ডানড্রফ ট্রিটমেন্ট করাতে গেলে গাঁটের কড়ি খসাতে হবে। তাও একবার গেলেই হবে না। নিয়মিত ৫-৬ বার ট্রিটমেন্ট করার পর কমবে খুশকি। কিন্তু তাতেও সম্পূর্ণরূপে নিস্তার নেই খুশকির হাত থেকে।

2 / 8
মহিলারা তাও পার্লারে গিয়ে অ্যান্টি-ডানড্রফ ট্রিটমেন্ট করান। কিন্তু পুরুষদের সেই সময় কিংবা ধৈর্যও নেই। তারা শ্যাম্পু-কন্ডিশনারের বাইরে খুব বেশি প্রসাধনী ব্যবহারও করেন না। তাই তাঁদের জন্য রইল খুশকি তাড়ানোর সহজ সমাধান।

মহিলারা তাও পার্লারে গিয়ে অ্যান্টি-ডানড্রফ ট্রিটমেন্ট করান। কিন্তু পুরুষদের সেই সময় কিংবা ধৈর্যও নেই। তারা শ্যাম্পু-কন্ডিশনারের বাইরে খুব বেশি প্রসাধনী ব্যবহারও করেন না। তাই তাঁদের জন্য রইল খুশকি তাড়ানোর সহজ সমাধান।

3 / 8
খুশকির সমস্যায় ভুগলে মাথায় তেল দেওয়া একটু এড়িয়ে চলুন। প্রথম থেকে তেল মাখলে খুশকি আপনার ধারে কাছে আসত না। আর এখন তেল মাখলে সমস্যা বাড়তে পারে।

খুশকির সমস্যায় ভুগলে মাথায় তেল দেওয়া একটু এড়িয়ে চলুন। প্রথম থেকে তেল মাখলে খুশকি আপনার ধারে কাছে আসত না। আর এখন তেল মাখলে সমস্যা বাড়তে পারে।

4 / 8
খুশকি তাড়াতে অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার সময় স্ক্যাল্প খুব ভাল করে স্ক্রাব করুন। এতে খুশকির সমস্যা কমবে। পাশাপাশি ব্যবহার করুন বেকিং সোডা।

খুশকি তাড়াতে অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার সময় স্ক্যাল্প খুব ভাল করে স্ক্রাব করুন। এতে খুশকির সমস্যা কমবে। পাশাপাশি ব্যবহার করুন বেকিং সোডা।

5 / 8
খুশকির ওয়ান স্টপ সলিউশন বেকিং সোডা। এটি স্ক্যাল্পে মাইল্ড এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে এবং মৃত কোষ পরিষ্কার করে দেয়। স্ক্যাল্পের প্রদাহ ও চুলকানি কমায়। এছাড়া বেকিং সোডার অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি থেকে মুক্তি দেয়।

খুশকির ওয়ান স্টপ সলিউশন বেকিং সোডা। এটি স্ক্যাল্পে মাইল্ড এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে এবং মৃত কোষ পরিষ্কার করে দেয়। স্ক্যাল্পের প্রদাহ ও চুলকানি কমায়। এছাড়া বেকিং সোডার অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি থেকে মুক্তি দেয়।

6 / 8
অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে স্ক্যাল্পে লাগান। এটি খুশকি তাড়ানোর পাশাপাশি স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ দিন এই টোটকা কাজে লাগান।

অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে স্ক্যাল্পে লাগান। এটি খুশকি তাড়ানোর পাশাপাশি স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ দিন এই টোটকা কাজে লাগান।

7 / 8
অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে স্ক্যাল্পে স্ক্রাব করুন। মিনিট কুড়ি রেখে শ্যাম্পু করে নিলেই খুশকি থেকে মুক্তি।

অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে স্ক্যাল্পে স্ক্রাব করুন। মিনিট কুড়ি রেখে শ্যাম্পু করে নিলেই খুশকি থেকে মুক্তি।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...