Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DIY Beauty Hacks: পুজোর আগে এই কোরিয়ান হ্যাকসেই মুখ হবে উজ্জ্বল ঝকঝকে, বাড়িতেই বানিয়ে নিন ফেস স্ক্রাবার

Korean Skincare: এক চামচ ব্রাউন সুগারের সঙ্গে এক চামচ এসেনশিয়ল অয়েল, এক চামচ কফি, হাফ চামচ চালের গুঁড়ো, হাফ চামচ পিঙ্ক সল্ট খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। স্নানে যাওয়ার আগে তা ভাল করে লাগিয়ে নিন, শুকনো হলে ধুয়ে ফেলুন

| Edited By: | Updated on: Oct 02, 2023 | 9:30 AM
বাঙালির শ্রোষ্ঠ উৎসব দুর্গাপুজা। হাতে আর মাত্র ১৮ দিন। মোড়ে মোড়ে প্যান্ডেল বাঁধার কাজ প্রায় শেষের দিকে। জোর কদমে প্রস্তুতি চলছে কুমোরটুলিতে। আর কদিন পরই মা রওনা দেবেন বাড়ির পথে

বাঙালির শ্রোষ্ঠ উৎসব দুর্গাপুজা। হাতে আর মাত্র ১৮ দিন। মোড়ে মোড়ে প্যান্ডেল বাঁধার কাজ প্রায় শেষের দিকে। জোর কদমে প্রস্তুতি চলছে কুমোরটুলিতে। আর কদিন পরই মা রওনা দেবেন বাড়ির পথে

1 / 8
চার ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়ি আসছেন উমা। আর তাই সেলিব্রেশনে তো জাঁকজমক থাকতেই হবে। এই পুজোকে ঘিরেই কত মানুষের রুটিরুজি। পুজোর সময় যে আয় হয় তাই সারা বছর সংসার চলে

চার ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়ি আসছেন উমা। আর তাই সেলিব্রেশনে তো জাঁকজমক থাকতেই হবে। এই পুজোকে ঘিরেই কত মানুষের রুটিরুজি। পুজোর সময় যে আয় হয় তাই সারা বছর সংসার চলে

2 / 8
প্রতি বছর পুজোর আগে পার্লারে লাইন লেগে যায়। পছন্দের হেয়ার কাট, ফেসিয়াল, হেয়াল কালার স্মুথনিং এসব লেগেই থাকে। পার্লারের ফেসিয়ালে ত্বকে যে গ্লো আসে তা সাময়িক

প্রতি বছর পুজোর আগে পার্লারে লাইন লেগে যায়। পছন্দের হেয়ার কাট, ফেসিয়াল, হেয়াল কালার স্মুথনিং এসব লেগেই থাকে। পার্লারের ফেসিয়ালে ত্বকে যে গ্লো আসে তা সাময়িক

3 / 8
আর তাই বাড়িতে বানিয়ে নিন এই সহজ কিছু ফেসিয়াল প্যাক। আজকাল কোরিয়ান বিউটি হ্যাকস খুবই চলছে বাজারে। এই ভাবে ফেসপ্যাক বানিয়ে মুখে মাখলে যেমন গ্লো বাড়বে তেমনই কোরিয়ানদের মত ত্বক অনেক বেশি নরমও থাকবে

আর তাই বাড়িতে বানিয়ে নিন এই সহজ কিছু ফেসিয়াল প্যাক। আজকাল কোরিয়ান বিউটি হ্যাকস খুবই চলছে বাজারে। এই ভাবে ফেসপ্যাক বানিয়ে মুখে মাখলে যেমন গ্লো বাড়বে তেমনই কোরিয়ানদের মত ত্বক অনেক বেশি নরমও থাকবে

4 / 8
এক চামচ ব্রাউন সুগারের সঙ্গে এক চামচ এসেনশিয়ল অয়েল, এক চামচ কফি, হাফ চামচ চালের গুঁড়ো, হাফ চামচ পিঙ্ক সল্ট খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। স্নানে যাওয়ার আগে তা ভাল করে লাগিয়ে নিন, শুকনো হলে ধুয়ে ফেলুন

এক চামচ ব্রাউন সুগারের সঙ্গে এক চামচ এসেনশিয়ল অয়েল, এক চামচ কফি, হাফ চামচ চালের গুঁড়ো, হাফ চামচ পিঙ্ক সল্ট খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। স্নানে যাওয়ার আগে তা ভাল করে লাগিয়ে নিন, শুকনো হলে ধুয়ে ফেলুন

5 / 8
হলুদ আর মধুও খুব ভাল কাজ করে। এক চামচ হলুদ আর এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। এবার খুব ভাল করে একটা পেস্ট বানিয়ে মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে। মধু খুব ভাল ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে

হলুদ আর মধুও খুব ভাল কাজ করে। এক চামচ হলুদ আর এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। এবার খুব ভাল করে একটা পেস্ট বানিয়ে মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে। মধু খুব ভাল ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে

6 / 8
গরম দুধে এক চামচ ওটস মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে একটু চিয়া সিডস মিশিয়ে নিন। সব কিছু মিশে ফুলে উঠলে তা মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ফিরবে মুখের জেল্লা

গরম দুধে এক চামচ ওটস মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে একটু চিয়া সিডস মিশিয়ে নিন। সব কিছু মিশে ফুলে উঠলে তা মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ফিরবে মুখের জেল্লা

7 / 8
জিলেটিনও কোরিয়ান হ্যাকস হিসেবে খুব ভাল কাজ করে। ২ চামচ দুধে জিলেটিন মিশিয়ে দিতে হবে। এবার এই মিশ্রণটি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করুন। তারপর তা ভাল করে মুখে লাগিয়ে নিতে হবে। ১৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে

জিলেটিনও কোরিয়ান হ্যাকস হিসেবে খুব ভাল কাজ করে। ২ চামচ দুধে জিলেটিন মিশিয়ে দিতে হবে। এবার এই মিশ্রণটি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করুন। তারপর তা ভাল করে মুখে লাগিয়ে নিতে হবে। ১৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে

8 / 8
Follow Us: