মাসাকারা ব্যবহার তো করেন, সঠিক নিয়ম না জানলে কিন্তু বৃথা যাবে খাটনি!

Mascara Use: জানেন কি আপনার দোষেই মাসকারা শুকিয়ে যায় তাড়াতাড়ি? বেশিরভাগ মহিলাই মাসকারা ব্যবহারের সময় বারবার এটি খুলে ফের বন্ধ করেন। এতেই মাসকারার ভিতরে অতিরিক্ত বায়ু প্রবেশ করে। আর এর ফলেই সময়ের আগে শুকিয়ে যায় মাসকারা। তাই এই ভাবে ব্যবহার করবেন না।

| Updated on: Mar 06, 2024 | 11:53 AM
চোখেই লুকিয়ে রূপের রহস্য। আর চোখ জোড়াকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে মাসকারা। তাই অনেক মহিলাই এটি ব্যবহার করেন। (ছবি:Pinterest)

চোখেই লুকিয়ে রূপের রহস্য। আর চোখ জোড়াকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে মাসকারা। তাই অনেক মহিলাই এটি ব্যবহার করেন। (ছবি:Pinterest)

1 / 8
শুধু মাসকারা ব্যবহার করলেই হবে না। জানতে হবে এর সঠিক ব্যবহার। জেনে নিন কীভাবে মাসকারা ব্যবহার করলে কাজ হবে। (ছবি:Pinterest)

শুধু মাসকারা ব্যবহার করলেই হবে না। জানতে হবে এর সঠিক ব্যবহার। জেনে নিন কীভাবে মাসকারা ব্যবহার করলে কাজ হবে। (ছবি:Pinterest)

2 / 8
মাসকারা ব্যবহার করার আগে ল্যাশ কার্লার দিয়ে চোখের পাতা কার্ল করে নিন। তারপর মাসকারা লাগান। তাতে আরও সুন্দর দেখাবে চোখ।(ছবি:Pinterest)

মাসকারা ব্যবহার করার আগে ল্যাশ কার্লার দিয়ে চোখের পাতা কার্ল করে নিন। তারপর মাসকারা লাগান। তাতে আরও সুন্দর দেখাবে চোখ।(ছবি:Pinterest)

3 / 8
কার্লার ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। প্রথতে চোখের উপরের পাতা কার্ল করুন, তারপর নীচের। একই স্থানে বারাবার মাসকারা প্রয়োগ করবেন না। পুরো পাতায় একবার ভাল করে মাসকারা লাগিয়ে নিন। একটু শুকিয়ে নিন। (ছবি:Pinterest)

কার্লার ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। প্রথতে চোখের উপরের পাতা কার্ল করুন, তারপর নীচের। একই স্থানে বারাবার মাসকারা প্রয়োগ করবেন না। পুরো পাতায় একবার ভাল করে মাসকারা লাগিয়ে নিন। একটু শুকিয়ে নিন। (ছবি:Pinterest)

4 / 8
তারপর যদি আরও একবার লাগানোর প্রয়োজন হয়, তবে ফের পুরো পাতায় মাসকারা প্রয়োগ করুন। একই জায়গায় বারবার মাসকারা লাগবেন না। (ছবি:Pinterest)

তারপর যদি আরও একবার লাগানোর প্রয়োজন হয়, তবে ফের পুরো পাতায় মাসকারা প্রয়োগ করুন। একই জায়গায় বারবার মাসকারা লাগবেন না। (ছবি:Pinterest)

5 / 8
অনেকসময় কিছুদিন ব্যবহার করার পরই মাসকারা শুকিয়ে যায়। ফলে ফের পয়সা খসিয়ে কিনতে হয় নতুন মাসকারা। (ছবি:Pinterest)

অনেকসময় কিছুদিন ব্যবহার করার পরই মাসকারা শুকিয়ে যায়। ফলে ফের পয়সা খসিয়ে কিনতে হয় নতুন মাসকারা। (ছবি:Pinterest)

6 / 8
জানেন কি আপনার দোষেই মাসকারা শুকিয়ে যায় তাড়াতাড়ি? বেশিরভাগ মহিলাই মাসকারা ব্যবহারের সময় বারবার এটি খুলে ফের বন্ধ করেন। (ছবি:Pinterest)

জানেন কি আপনার দোষেই মাসকারা শুকিয়ে যায় তাড়াতাড়ি? বেশিরভাগ মহিলাই মাসকারা ব্যবহারের সময় বারবার এটি খুলে ফের বন্ধ করেন। (ছবি:Pinterest)

7 / 8
এতেই মাসকারার ভিতরে অতিরিক্ত বায়ু প্রবেশ করে। আর এর ফলেই সময়ের আগে শুকিয়ে যায় মাসকারা। তাই এই ভাবে ব্যবহার করবেন না।(ছবি:Pinterest)

এতেই মাসকারার ভিতরে অতিরিক্ত বায়ু প্রবেশ করে। আর এর ফলেই সময়ের আগে শুকিয়ে যায় মাসকারা। তাই এই ভাবে ব্যবহার করবেন না।(ছবি:Pinterest)

8 / 8
Follow Us: