Face Pack: পাঁউরুটির মধ্যে শ্যাম্পু মিশিয়ে বানান এই প্যাক, একদিনের মধ্যে মুখে আসবে ফর্সা ভাব

De-tan Pack: অনেক সময় ফ্রিজে বাসি পাঁউরুটি থেকে যায়। সেই পাঁউরুটি না খেয়ে ডাস্টবিনেই ফেলে দেওয়া ভাল। তবে না ফেলে কাজে লাগাতে পারেন এভাবে। পাঁউরুটির মধ্যে একটু শ্যাম্পু আর এক চামচ হলুদ মিশিয়ে নিন

| Edited By: | Updated on: Sep 27, 2023 | 9:00 AM
ত্বকের পোড়া কালোভাব, নোংরা, ময়লা তুলে দিতে দারুণ কাজ করে পাঁউরুটি, জানতেন? অনেক বছর আগে থেকেই পাঁউরুটি ব্যবহার করা হচ্ছে রূপচর্চার কাজে। ফ্রিজে থেকে যাওয়া বাসি পাঁউরুটি দুধে ভিজিয়েই বানিয়ে নিন ফেস প্যাক

ত্বকের পোড়া কালোভাব, নোংরা, ময়লা তুলে দিতে দারুণ কাজ করে পাঁউরুটি, জানতেন? অনেক বছর আগে থেকেই পাঁউরুটি ব্যবহার করা হচ্ছে রূপচর্চার কাজে। ফ্রিজে থেকে যাওয়া বাসি পাঁউরুটি দুধে ভিজিয়েই বানিয়ে নিন ফেস প্যাক

1 / 8
এতে মুখ খুব ভাল পরিষ্কার হয় সেই সঙ্গে ফিরে আসে মুখের আর্দ্রতা। গরমের দিনে মুখের ফ্রেশনেস বজায় রাখতে এরকম ফেসপ্যাকের জুড়ি মেলা ভার। পুজো আসছে আর তাই দেরি না করে যাবতীয় পরিচর্যা শুরু করে দিন ঝটপট, হাল ফিরবেই

এতে মুখ খুব ভাল পরিষ্কার হয় সেই সঙ্গে ফিরে আসে মুখের আর্দ্রতা। গরমের দিনে মুখের ফ্রেশনেস বজায় রাখতে এরকম ফেসপ্যাকের জুড়ি মেলা ভার। পুজো আসছে আর তাই দেরি না করে যাবতীয় পরিচর্যা শুরু করে দিন ঝটপট, হাল ফিরবেই

2 / 8
অনেক সময় ফ্রিজে বাসি পাঁউরুটি থেকে যায়। সেই পাঁউরুটি না খেয়ে ডাস্টবিনেই ফেলে দেওয়া ভাল। তবে না ফেলে কাজে লাগাতে পারেন এভাবে। পাঁউরুটির মধ্যে একটু শ্যাম্পু আর এক চামচ হলুদ মিশিয়ে নিন

অনেক সময় ফ্রিজে বাসি পাঁউরুটি থেকে যায়। সেই পাঁউরুটি না খেয়ে ডাস্টবিনেই ফেলে দেওয়া ভাল। তবে না ফেলে কাজে লাগাতে পারেন এভাবে। পাঁউরুটির মধ্যে একটু শ্যাম্পু আর এক চামচ হলুদ মিশিয়ে নিন

3 / 8
শ্যাম্পুর পরিবর্তে ফেসওয়াশও ব্যবহার করতে পারেন। যে ভাবে রুটিতে জ্যাম লাগানো হয় সেইভাবেই লাগিয়ে নিতে হবে। এরপর হাফ কাপ দুধ নিয়ে পাঁউরুটি ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এরপর তা চামচ দিয়ে স্ম্যাশ করে নিতে হবে

শ্যাম্পুর পরিবর্তে ফেসওয়াশও ব্যবহার করতে পারেন। যে ভাবে রুটিতে জ্যাম লাগানো হয় সেইভাবেই লাগিয়ে নিতে হবে। এরপর হাফ কাপ দুধ নিয়ে পাঁউরুটি ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিট। এরপর তা চামচ দিয়ে স্ম্যাশ করে নিতে হবে

4 / 8
এবার হাত হিয়ে ভাল করে সবকটি উপাদান মেখে নিন। এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে দিতে হবে। এই প্যাক মুখে লাগানোর আগে একটু বেসন মিশিয়ে নেবেন। প্রথমে মুখ ভাল করে ধুয়ে হাতে সামান্য নারকেল তেল নিয়ে ম্যাসাজ করে নিন

এবার হাত হিয়ে ভাল করে সবকটি উপাদান মেখে নিন। এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে দিতে হবে। এই প্যাক মুখে লাগানোর আগে একটু বেসন মিশিয়ে নেবেন। প্রথমে মুখ ভাল করে ধুয়ে হাতে সামান্য নারকেল তেল নিয়ে ম্যাসাজ করে নিন

5 / 8
ম্যাসাজ করার ১৫ মিনিট পর এই ফেসপ্যাক লাগিয়ে নিতে হবে। শুধু মুখ না, হাত-পা সব জায়গাতেই এই ফেসপ্যাক লাগিয়ে নিতে পারবেন। এভাবে ১০ মিনিট লাগিয়ে রাখতে হবে। মুখে এবার তা ভাল করে ঘষে নিলে যাবতীয় ময়লা উঠে আসবে

ম্যাসাজ করার ১৫ মিনিট পর এই ফেসপ্যাক লাগিয়ে নিতে হবে। শুধু মুখ না, হাত-পা সব জায়গাতেই এই ফেসপ্যাক লাগিয়ে নিতে পারবেন। এভাবে ১০ মিনিট লাগিয়ে রাখতে হবে। মুখে এবার তা ভাল করে ঘষে নিলে যাবতীয় ময়লা উঠে আসবে

6 / 8
এরপর জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এরপর দেখবেন মুখে একটা গ্লো আসবে যাবতীয় ক্লান্তি দূর হবে। ত্বকও অনেক বেশি নরম থাকবে। সপ্তাহে তিনদিন এই ফেসপ্যাক লাগালে আর ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না, ছেলে-মেয়ে সকলেই ব্যবহার করতে পারেন এই ঘরোয়া ফেসপ্যাক

এরপর জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এরপর দেখবেন মুখে একটা গ্লো আসবে যাবতীয় ক্লান্তি দূর হবে। ত্বকও অনেক বেশি নরম থাকবে। সপ্তাহে তিনদিন এই ফেসপ্যাক লাগালে আর ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না, ছেলে-মেয়ে সকলেই ব্যবহার করতে পারেন এই ঘরোয়া ফেসপ্যাক

7 / 8
এই প্যাক মুখে হাতে লাগিয়ে অন্তত ১০ মিনিট রাখতেই হবে। এরপর ভাল করে তা ম্যাসাজ করে নিতে হবে। এই প্যাক মুখ ভীষণ ভাবে পরিষ্কার করে দিতে পারে। যাদের চোখের তলায় কালি রয়েছে তাঁরাও লাগিয়ে দেখুন দূর হবে। মুখ সবশেষে ভাল করে ধুয়ে নিয়ে হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন

এই প্যাক মুখে হাতে লাগিয়ে অন্তত ১০ মিনিট রাখতেই হবে। এরপর ভাল করে তা ম্যাসাজ করে নিতে হবে। এই প্যাক মুখ ভীষণ ভাবে পরিষ্কার করে দিতে পারে। যাদের চোখের তলায় কালি রয়েছে তাঁরাও লাগিয়ে দেখুন দূর হবে। মুখ সবশেষে ভাল করে ধুয়ে নিয়ে হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন

8 / 8
Follow Us: