Caramel Cold Coffee: ক্যাফের স্টাইলে ক্যারামেল কোল্ড কফি বানিয়ে নিন বাড়িতেই

Caramel Iced Coffee: কোল্ড কফি খেতে অনেকেই খুব ভালবাসেন। অনেকেই ল্যাকটোজ অ্যালার্জির কারণে দুধ খেতে পারেন না। সেক্ষেত্রে আমন্ড মিল্ক দিয়ে কফি বানিয়ে নিতে পারেন

| Edited By: | Updated on: Aug 02, 2023 | 8:02 PM
এক চামচ কফি গুঁড়ো, ১ চামচ গরম জল  এক চামচ চিনির ক্যারামেল হ্যান্ড ব্লেন্ডারে খুব ভাল করে ব্লেন্ড করে নিতে হবে।

এক চামচ কফি গুঁড়ো, ১ চামচ গরম জল এক চামচ চিনির ক্যারামেল হ্যান্ড ব্লেন্ডারে খুব ভাল করে ব্লেন্ড করে নিতে হবে।

1 / 8
এবার প্রায় ২০ মিনিট ধরে ব্লেন্ড করে একটু ফেনা তৈরি হলে উপর থেকে ঠান্ডা দুধ দিন

এবার প্রায় ২০ মিনিট ধরে ব্লেন্ড করে একটু ফেনা তৈরি হলে উপর থেকে ঠান্ডা দুধ দিন

2 / 8
সঙ্গে ৬ টা বরফের কুচি মিশিয়ে দিতে ভুলবেন না। মিষ্টি খেতে চাইলে স্বাদমতো চিনি দেবেন

সঙ্গে ৬ টা বরফের কুচি মিশিয়ে দিতে ভুলবেন না। মিষ্টি খেতে চাইলে স্বাদমতো চিনি দেবেন

3 / 8
যাঁদের সুগার রয়েছে তাঁরা স্টেভিয়া মিশিয়ে নিতে পারেন

যাঁদের সুগার রয়েছে তাঁরা স্টেভিয়া মিশিয়ে নিতে পারেন

4 / 8
ঠান্ডা ঠান্ডা এই কফি খেতে হবে একদম ক্যাফের মত, বাড়িতে অতিথি এলেও বানিয়ে নিতে পারেন

ঠান্ডা ঠান্ডা এই কফি খেতে হবে একদম ক্যাফের মত, বাড়িতে অতিথি এলেও বানিয়ে নিতে পারেন

5 / 8
ক্যারামেল সস বাজারে কিনতে পাওয়া যায় তাই না কিনে বানিয়ে নিতে পারেন বাড়িতে

ক্যারামেল সস বাজারে কিনতে পাওয়া যায় তাই না কিনে বানিয়ে নিতে পারেন বাড়িতে

6 / 8
কফি খেতে কে না ভালবাসে। বিশেষত কোল্ড কফি। আর এই কফির চানেই সকলে বার বার ছুটে যান ক্যাফেতে

কফি খেতে কে না ভালবাসে। বিশেষত কোল্ড কফি। আর এই কফির চানেই সকলে বার বার ছুটে যান ক্যাফেতে

7 / 8
দোকানের স্বাদের এই কফি মেশিন ছাড়া বানিয়ে নিতে পারেন বাড়িতেই। রইল দারুণ একটি রেসিপি।

দোকানের স্বাদের এই কফি মেশিন ছাড়া বানিয়ে নিতে পারেন বাড়িতেই। রইল দারুণ একটি রেসিপি।

8 / 8
Follow Us: