ওজন কমানোর লক্ষ্যে এখন সকলেই ছুটছেন। আসলে শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলা খুবই প্রয়োজন। মেদ জমতে শুরু করলে প্রথমেই সবচেয়ে বেশি ফ্যাট জমে মধ্যপ্রদেশে। আর এই ফ্যাট গলিয়ে ফেলৈই সবথেকে কঠিন।
মেথি শাক টুকরো টুকরো করে কেটে নিন। টাটকা শাক হলেই সব থেকে ভাল। এবার ফ্রাইং প্যানে ১ চামচ সাদা তেল দিয়ে এক চামচ গোটা জিরে দিন। এবার এর মধ্যে ১ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিন।
এবার কুচনো মেথিশাক, স্বাদমতো নুন মিশিয়ে নিন এর সঙ্গে। মিশিয়ে দিন সামান্য চিলিফ্লেক্স। খুব বেশি দেবেন না।
এর মধ্যে মিশিয়ে দিন ১ চামচ সাদা তিল আর ১ কাপ ওটসের আটা। মশলা পুরো রেডি হলে গ্যাস অফ করে এই আটা মেশান। এর মধ্যে দিন হাফ চামচ আমচুর পাউডার।
একটা বাটিতে ১ বড় চামচ ঘি আর ১ চামচ আটা মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার থালার মধ্যে এই মশলাটি ঢেলে ঠান্ডা করে জলের ছিটে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে।
এবার বড় বড় লেচি কেটে সামান্য আটা দিয়ে বড় রুটির আকারে তা বেলে নিতে হবে। এবার ঘি- আটার ব্যাটার বেলে নেওটা আটার মধ্যে লাগিয়ে নিন
এরপর রুটি উল্টে পাল্টে পাটিসাপটার মত ফোল্ড করে বেলে নিন। এতে জিনিসটি মোটা হবে। এবার এর একটা ডো থেকে লম্বা লম্বা বিস্কুটের মত কেটে নিন।
এবার সাদা তেলে মিডিয়াম ফ্লেমেই ভেজে নিলে তৈরি বিস্কুট। এতে গ্যাস অম্বলের সমস্যা হবে না। সেই সঙ্গে সুগার-প্রেশার থাকবে নিয়ন্ত্রণে। বিস্কুটের থেকে ঢের ভাল বিস্কুট।