Skin care tips: শীতের রাতে কোল্ড ক্রিম এভাবে মাখলে ত্বক থাকবে নরম, ৫০-এও ত্বক থাকবে কুড়ির মত

Winter night skin care : এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। সব খুব ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুন্দর একটা ক্রিম। কাঁচের কন্টেনারে ফ্রিজে ৪ দিন পর্যন্ত রাখতে পারেন। এর বেশি কিন্তু রাখবেন না

| Edited By: | Updated on: Dec 13, 2023 | 8:45 AM
শীতের দিনে ত্বক ভাল রাখতেই রাতে নিয়ম করে কোল্ড ক্রিম মাখতে হবে। এই সময় আবহাওয়া খুব শুষ্ক থাকে। যে কারণে ত্বকে টান পড়ে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়।

শীতের দিনে ত্বক ভাল রাখতেই রাতে নিয়ম করে কোল্ড ক্রিম মাখতে হবে। এই সময় আবহাওয়া খুব শুষ্ক থাকে। যে কারণে ত্বকে টান পড়ে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়।

1 / 8
যে কারণে ত্বক ভাল রাখতে এই সময় নিয়ম করে ত্বকের যত্ন নিতে হবে। শুধু মাত্র ক্রিম, লোশন মাখলেই হবে না। নিয়মিত মুখ ধুতেও হবে। মুখ পরিষ্কার না করে শুধু যদি এই ক্রিম লাগিয়ে যান তাতে ত্বকের ক্ষতি হবে অনেক বেশি। চামড়া কুঁচকে যাবে

যে কারণে ত্বক ভাল রাখতে এই সময় নিয়ম করে ত্বকের যত্ন নিতে হবে। শুধু মাত্র ক্রিম, লোশন মাখলেই হবে না। নিয়মিত মুখ ধুতেও হবে। মুখ পরিষ্কার না করে শুধু যদি এই ক্রিম লাগিয়ে যান তাতে ত্বকের ক্ষতি হবে অনেক বেশি। চামড়া কুঁচকে যাবে

2 / 8
শীতের দিনে দূষণ অনেকটাই বেড়ে যায়। সেই সঙ্গে রোদের মধ্যে ক্রিম মেখে বেরোলে মুখে দুলোর আস্তরণ পড়ে পেরস গুলো বন্ধ করে দেয়। ত্বকে হাওয়া চলাটলের কোনও রকম সুযোগ থাকে না। আর তাই শীতের দিনে ত্বক ড্যামেজ হয়, ত্বক খারাপ হয়ে যায়। আর তাই বয়সের অনেক আগে চামড়া কুঁচকে যায়

শীতের দিনে দূষণ অনেকটাই বেড়ে যায়। সেই সঙ্গে রোদের মধ্যে ক্রিম মেখে বেরোলে মুখে দুলোর আস্তরণ পড়ে পেরস গুলো বন্ধ করে দেয়। ত্বকে হাওয়া চলাটলের কোনও রকম সুযোগ থাকে না। আর তাই শীতের দিনে ত্বক ড্যামেজ হয়, ত্বক খারাপ হয়ে যায়। আর তাই বয়সের অনেক আগে চামড়া কুঁচকে যায়

3 / 8
একটা বাটিতে দু চামচ বেসন, লেবুর রস ১ চামচ, এক চামচ মধু, এক চামচ গোলাপ জল খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার একটা সুন্দর ক্রিমি লেয়ার তৈরি হলে এর মধ্যে এক চামচ কোল্ড ক্রিম মিশিয়ে দিতে হবে

একটা বাটিতে দু চামচ বেসন, লেবুর রস ১ চামচ, এক চামচ মধু, এক চামচ গোলাপ জল খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার একটা সুন্দর ক্রিমি লেয়ার তৈরি হলে এর মধ্যে এক চামচ কোল্ড ক্রিম মিশিয়ে দিতে হবে

4 / 8
এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। সব খুব ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুন্দর একটা ক্রিম। কাঁচের কন্টেনারে ফ্রিজে ৪ দিন পর্যন্ত রাখতে পারেন। এর বেশি কিন্তু রাখবেন না

এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে দিন। সব খুব ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুন্দর একটা ক্রিম। কাঁচের কন্টেনারে ফ্রিজে ৪ দিন পর্যন্ত রাখতে পারেন। এর বেশি কিন্তু রাখবেন না

5 / 8
মুখ প্রথমে ভাল করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর তা মুছে নিয়ে মুখে ফেসপ্যাক ভাল করে লাগিয়ে নিতে হবে। তবে বেশি মোটেই ঘষবেন না। মুখ খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। ১০ মিনিট এভাবেই প্যাক লাগিয়ে রেখে দিন

মুখ প্রথমে ভাল করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর তা মুছে নিয়ে মুখে ফেসপ্যাক ভাল করে লাগিয়ে নিতে হবে। তবে বেশি মোটেই ঘষবেন না। মুখ খুব ভাল করে ম্যাসাজ করে নিতে হবে। ১০ মিনিট এভাবেই প্যাক লাগিয়ে রেখে দিন

6 / 8
একটা ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিতে হবে। নিজেই দেখতে পাবেন প্রচুর ময়লা উঠে এসেছে। মুখের পোরস গুলো খুলে যাবে। মুখে হাওয়া-বাতাস চলাচল করতে পারবে। মুখ একবার জল দিয়েও ধুয়ে নেবেন

একটা ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিতে হবে। নিজেই দেখতে পাবেন প্রচুর ময়লা উঠে এসেছে। মুখের পোরস গুলো খুলে যাবে। মুখে হাওয়া-বাতাস চলাচল করতে পারবে। মুখ একবার জল দিয়েও ধুয়ে নেবেন

7 / 8
এরপর তুলো দিয়ে গোলাপ জল মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। সপ্তাহে ৪ দিন এই ফেসপ্যাক বানিয়ে মুখে লাগালে ত্বক খুবই নরম থাকবে। এমনকী চামড়াও কুঁচকে যাবে না

এরপর তুলো দিয়ে গোলাপ জল মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। সপ্তাহে ৪ দিন এই ফেসপ্যাক বানিয়ে মুখে লাগালে ত্বক খুবই নরম থাকবে। এমনকী চামড়াও কুঁচকে যাবে না

8 / 8
Follow Us: