আজকাল অনেকেরই বয়সের আগে ত্বক কুঁচকে যায়। সেই সঙ্গে ত্বকে কালো দাগ ছোপ, ত্বক শুকনো হয়ে যাওয়া এই সব সমস্যা তো থাকেই। আর এর মূল কারণ হল ত্বকের জন্য প্রয়োজনীয় যয়ত্ন না নেওয়া।
মানুষ তার রোজের জীবনে এতটাই ব্যস্ত যে নিজের দিকে তাকানোর সময় পর্যন্ত নেই। নেই নাওয়া খাওয়ার সময়ও।
ফলে বাজার চলতি প্রোডাক্টই ভরসা। চটজলদি নুডলস-পাস্তায় পেট ভরায়। এর ফলে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিও শরীর পায় না। সঙ্গে খনিজ ভিটামিনের অভাব হয়।
মুখে ক্রিম, ফেসিয়ালের অতিরিক্ত প্রয়োগে ত্বকের ক্ষতি হয়। কারণ উপাদান হিসেবে এর মধ্যে রাসায়নিকের ভার অত্যন্ত বেশি। এর ফলে ত্বকের পোরস বন্ধ হয়ে যায়। হাওয়া চলাচলের সুযোগ পায় না।
সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন এই ফেশিয়াল। মাত্র দুটো উকরণ হলেই চলবে। এক বড় চামচ টকদই নিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে মেশান এক চামচ নারকেল তেল।
এই দুই মিশ্রণ খুব ভাল করে মিশলে তা মুখে লাগিয়ে নিন। ঘষতে ঘষতে দেখবেন এই মিশ্রণ কালো হয়ে যাচ্ছে। এর অর্থ কালো-ময়লা উঠে আসছে। যাদের ত্বকে বয়সের ছাপ পড়েছে তাদের জন্য খুব ভাল।
এবার ওয়েট টিস্যয়ু দিয়ে মুখ খুব ভাল করে মুছে নিন। মু পরিষ্কার করে এক চামচ চালগুঁড়ো, গোলাপের শুকনো পাপড়ি গুঁড়ো আর এক চামচ চন্দন পাউডার গোলাপ জলে গুলে নিন। সামান্য জলও মেশাবেন।
এবার তা সারা মুখে মেখে ২০-২৫ মিনিট রাখতে হবে। এরপর মুখ জল দিয়ে ধুয়ে নিন। এবার মুখ শুকনো করে মিশিয়ে পছন্দের সফট ফেস ক্রিম আর কয়েক ফোঁটা গ্লিসারিন খুব ভাল করে মিশিয়ে মুখে হেড় থেকে ২ মিনিট ম্যাসাজ করুন। প্রয়োজনে এর সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেলও মেশাতে পারেন। ভিজে টিস্যুদিয়ে হালকা ভাবে মুখ মুছে নিলেই কাজ শেষ।