AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Keratin Treatment: পুজোর আগে কেরাটিন ট্রিটমেন্ট করাবেন ভাবছেন? এই ৫ কাজ করতে ভুলবেন না যেন

Hair Care Tips: সামনেই পুজো। তার মধ্যে চুলেরও দশা ফেরাতে হবে। এসময় পার্লারে গেলে আপনাকে কেরাটিন ট্রিটমেন্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু হাজার টাকা খরচ কেরাটিন ট্রিটমেন্ট করালেই হয় না, তার যত্ন নিতে হয়। কীভাবে যত্ন নেবেন, রইল টিপস।

| Edited By: | Updated on: Sep 22, 2023 | 9:00 AM
Share
সামনেই পুজো। তার মধ্যে চুলেরও দশা ফেরাতে হবে। এসময় পার্লারে গেলে আপনাকে কেরাটিন ট্রিটমেন্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু হাজার টাকা খরচ কেরাটিন ট্রিটমেন্ট করালেই হয় না, তার যত্ন নিতে হয়। 

সামনেই পুজো। তার মধ্যে চুলেরও দশা ফেরাতে হবে। এসময় পার্লারে গেলে আপনাকে কেরাটিন ট্রিটমেন্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু হাজার টাকা খরচ কেরাটিন ট্রিটমেন্ট করালেই হয় না, তার যত্ন নিতে হয়। 

1 / 8
কেরাটিন হল প্রাকৃতিকভাবে চুলে উপস্থিত এক প্রকার প্রোটিন। চুলের যত্ন না নেওয়ার কারণে, রাসায়নিক ব্যবহার,হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার ও দূষণের জেরে এই প্রোটিন নষ্ট হয়ে যায়।

কেরাটিন হল প্রাকৃতিকভাবে চুলে উপস্থিত এক প্রকার প্রোটিন। চুলের যত্ন না নেওয়ার কারণে, রাসায়নিক ব্যবহার,হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার ও দূষণের জেরে এই প্রোটিন নষ্ট হয়ে যায়।

2 / 8
কেরাটিন ট্রিটমেন্টের দ্বারা সেই প্রোটিন ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তাই এই ট্রিটমেন্টে ফরম্যালডিহাইড নামের একটি রাসায়নিকের সঙ্গে কেরাটিন ও হেয়ার কন্ডিশনার মিশিয়ে চুলে লাগানো হয়। 

কেরাটিন ট্রিটমেন্টের দ্বারা সেই প্রোটিন ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। তাই এই ট্রিটমেন্টে ফরম্যালডিহাইড নামের একটি রাসায়নিকের সঙ্গে কেরাটিন ও হেয়ার কন্ডিশনার মিশিয়ে চুলে লাগানো হয়। 

3 / 8
কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর প্রথম তিন দিন শ্যাম্পু করবেন না। প্রথম শ্যাম্পু স্যালোঁতে গিয়ে করুন। এতে কেরাটিন দীর্ঘস্থায়ী হবে। এরপর থেকে বাড়িতে চুল ধোয়ার জন্য সালফেট ও প্যারাবিন মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।

কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর প্রথম তিন দিন শ্যাম্পু করবেন না। প্রথম শ্যাম্পু স্যালোঁতে গিয়ে করুন। এতে কেরাটিন দীর্ঘস্থায়ী হবে। এরপর থেকে বাড়িতে চুল ধোয়ার জন্য সালফেট ও প্যারাবিন মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।

4 / 8
কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর চুল বেঁধে রাখা চলবে না। চুলের গঠন নষ্ট হয়ে যায়। বিনুনি করবেন না। খুব বেশি হলে ভাল মানের ব্যান্ড দিয়ে চুল বেঁধে রাখুন। 

কেরাটিন ট্রিটমেন্ট করানোর পর চুল বেঁধে রাখা চলবে না। চুলের গঠন নষ্ট হয়ে যায়। বিনুনি করবেন না। খুব বেশি হলে ভাল মানের ব্যান্ড দিয়ে চুল বেঁধে রাখুন। 

5 / 8
চুলে যত বেশি তাপ প্রয়োগ করবেন, কেরাটিন নষ্ট হয়ে যাবে। তাই কেরাটিন ট্রিটমেন্ট করানোর পরও চুলে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার ব্যবহার করা চলবে না। এতে আপনার সমস্ত শ্রম জলে যাবে।

চুলে যত বেশি তাপ প্রয়োগ করবেন, কেরাটিন নষ্ট হয়ে যাবে। তাই কেরাটিন ট্রিটমেন্ট করানোর পরও চুলে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার ব্যবহার করা চলবে না। এতে আপনার সমস্ত শ্রম জলে যাবে।

6 / 8
চুলে কেরাটিন প্রোটিনের মাত্রা কমে গেলে চুল পড়া বাড়তে থাকে। তাই কেরাটিন ট্রিটমেন্টের পর চুল পড়াকে রোধ করতে কাঠের মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। প্লাস্টিকের চিরুনি এড়িয়ে চলুন। 

চুলে কেরাটিন প্রোটিনের মাত্রা কমে গেলে চুল পড়া বাড়তে থাকে। তাই কেরাটিন ট্রিটমেন্টের পর চুল পড়াকে রোধ করতে কাঠের মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। প্লাস্টিকের চিরুনি এড়িয়ে চলুন। 

7 / 8
বছরে একবার কেরাটিন ট্রিটমেন্ট করালে চলবে না। প্রতিমাসে পার্লারে গিয়ে স্পা করানো দরকার। এতে চুলের আর্দ্রতা ও পুষ্টি বজায় থাকে। এতে চুলের স্বাস্থ্যও ভাল থাকে। 

বছরে একবার কেরাটিন ট্রিটমেন্ট করালে চলবে না। প্রতিমাসে পার্লারে গিয়ে স্পা করানো দরকার। এতে চুলের আর্দ্রতা ও পুষ্টি বজায় থাকে। এতে চুলের স্বাস্থ্যও ভাল থাকে। 

8 / 8