Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Home Facial Tips: হাতে মাত্র দু মাস সময়, গ্লো পেতে এখনই বাড়িতে শুরু করুন এই ফ্রুট ফেসিয়াল

Coffee Banana Facial: মুখের জেল্লা ফেরাতে, মুখ থেকে যাবতীয় কালো ভাব তুলে দিতে খুব ভাল কাজ করে এই ফেসিয়াল। সপ্তাহে দু দিন করলেই হবে, রোজ করার প্রয়োজন নেই।

| Edited By: | Updated on: Aug 04, 2023 | 9:30 AM
পুজো আসতে আর হাতে গোনা দু মাস বাকি। কুমুরটুলিতে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। সেলের প্রস্তুতিও চলছে দোকান জুড়ে। বেশ কিছু প্যান্ডেলে বাঁশো পড়ে গিয়েছে।

পুজো আসতে আর হাতে গোনা দু মাস বাকি। কুমুরটুলিতে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। সেলের প্রস্তুতিও চলছে দোকান জুড়ে। বেশ কিছু প্যান্ডেলে বাঁশো পড়ে গিয়েছে।

1 / 8
পুজোয় সকলেই চান সুন্দর হতে। পছন্দের পোশাক, মেকআপে মনের মত করে সাজতে চান সকলেই। পুজোর এক মাস আগে থেকেই পার্বারে উপচে পড়ে ভিড়। ফেসিয়াল, ডি-ট্যান করানোর লাইন পড়ে সর্বত্র।

পুজোয় সকলেই চান সুন্দর হতে। পছন্দের পোশাক, মেকআপে মনের মত করে সাজতে চান সকলেই। পুজোর এক মাস আগে থেকেই পার্বারে উপচে পড়ে ভিড়। ফেসিয়াল, ডি-ট্যান করানোর লাইন পড়ে সর্বত্র।

2 / 8
তবে একবার মাত্র ফেসিয়াল করলেই যে ত্বকের গ্লো ফিরবে এরকমটা একেবারেই নয়। নিয়মিত ভাবে ত্বকের যত্ন নিতে পারলে তবেই ত্বক ভাল থাকবে। আর তাই এখন থেকেই শুরু করুন রূপচর্চা।

তবে একবার মাত্র ফেসিয়াল করলেই যে ত্বকের গ্লো ফিরবে এরকমটা একেবারেই নয়। নিয়মিত ভাবে ত্বকের যত্ন নিতে পারলে তবেই ত্বক ভাল থাকবে। আর তাই এখন থেকেই শুরু করুন রূপচর্চা।

3 / 8
কাজের প্রয়োজনে বাড়ির বাইরে রোজ বেরোতেই হয়। সকালে ফেসওয়াশ, সানস্ক্রিন মেখে বেরোলেও ক্লান্ত হয়ে রাতে বাড়ি ফিরে অনেকেই আর মুখের যত্ন নেন না সেইভাবে। এক্ষেত্রে আজ থেকেই বাড়িতে শুরু করতে পারেন এই ফেসিয়াল।

কাজের প্রয়োজনে বাড়ির বাইরে রোজ বেরোতেই হয়। সকালে ফেসওয়াশ, সানস্ক্রিন মেখে বেরোলেও ক্লান্ত হয়ে রাতে বাড়ি ফিরে অনেকেই আর মুখের যত্ন নেন না সেইভাবে। এক্ষেত্রে আজ থেকেই বাড়িতে শুরু করতে পারেন এই ফেসিয়াল।

4 / 8
কলা আর কফি গুঁড়ো দিয়ে বানিয়ে নিন একটি ফেসপ্যাক। সপ্তাহে একদিন থেকে দুদিন তা মুখে লাগালেই অনেক কাজ হবে। পার্লারের নামী-দামি ফেসিয়ালের থেকে এই ফ্রুট ফেসিয়াল খুবই ভাল।

কলা আর কফি গুঁড়ো দিয়ে বানিয়ে নিন একটি ফেসপ্যাক। সপ্তাহে একদিন থেকে দুদিন তা মুখে লাগালেই অনেক কাজ হবে। পার্লারের নামী-দামি ফেসিয়ালের থেকে এই ফ্রুট ফেসিয়াল খুবই ভাল।

5 / 8
একটা কাঁঠালি কলা দিয়ে ভাল করে তা গ্রেট করে নিন। কলার পাল্প দুটো আলাদা বাটিতে সরিয়ে রাখুন। এবার পাল্পের মধ্যে টকদই, চাল গুঁড়ো মিশিয়ে নিন। এই প্যাক ক্লিনজার আর স্ক্রাবার হিসেবে ভাল কাজ করে। মুখে জল দিয়ে তা লাগিয়ে নিন।

একটা কাঁঠালি কলা দিয়ে ভাল করে তা গ্রেট করে নিন। কলার পাল্প দুটো আলাদা বাটিতে সরিয়ে রাখুন। এবার পাল্পের মধ্যে টকদই, চাল গুঁড়ো মিশিয়ে নিন। এই প্যাক ক্লিনজার আর স্ক্রাবার হিসেবে ভাল কাজ করে। মুখে জল দিয়ে তা লাগিয়ে নিন।

6 / 8
এবার মুখে এই প্যাক ১৫ মিনিট রেখে কলার খোসা দিয়ে ঘষে ঘষে তুলে নিতে হবে। এবার মুখে তোয়ালে ভিজিয়ে শুকনো করে মুছে নিন।

এবার মুখে এই প্যাক ১৫ মিনিট রেখে কলার খোসা দিয়ে ঘষে ঘষে তুলে নিতে হবে। এবার মুখে তোয়ালে ভিজিয়ে শুকনো করে মুছে নিন।

7 / 8
বাকি কলার মধ্যে একটু টকদই, কফি পাউডার, মধু  ভাল করে মিশিয়ে ম্যাসাজ ক্রিম বানান। এই দিয়ে মুখ ভাল করে ম্যাসাজ করুন। এতে মুখে ঘাম অনেক কম হয়। ১৫ মিনিট রেখে আবার বাকি কলার খোসা দিয়ে ম্যাসাজ করুন। এতে ত্বকের জেল্লা ফিরবে।

বাকি কলার মধ্যে একটু টকদই, কফি পাউডার, মধু ভাল করে মিশিয়ে ম্যাসাজ ক্রিম বানান। এই দিয়ে মুখ ভাল করে ম্যাসাজ করুন। এতে মুখে ঘাম অনেক কম হয়। ১৫ মিনিট রেখে আবার বাকি কলার খোসা দিয়ে ম্যাসাজ করুন। এতে ত্বকের জেল্লা ফিরবে।

8 / 8
Follow Us: