Turmeric Face Cleanser: ফেসপ্যাক মাখার সময় নেই? রোজ হলুদ দিয়ে মুখ ধুয়ে নিন এভাবে, ধারে ঘেঁষবে না ত্বকের সমস্যা

Skin Care Tips: বাঙালির রান্নাঘরে হলুদ থাকে না, এটা কেউ বিশ্বাস করবে না। তবে, আপনার স্কিন কেয়ারে যদি হলুদ না থাকে, তাহলে কিন্তু মুশকিল। হলুদ হল এমন একটি ভেষজ উপাদান, যা ত্বকের সমস্যা রুখতে সবচেয়ে বেশি কার্যকর। যাঁরা ত্বকের সমস্যার জন্য প্রাকৃতিক ও ঘরোয়ার টোটকার খোঁজে থাকেন, তাঁরা রোজের সঙ্গী বানান হলুদকে।

| Updated on: Jul 01, 2024 | 1:52 PM
বাঙালির রান্নাঘরে হলুদ থাকে না, এটা কেউ বিশ্বাস করবে না। তবে, আপনার স্কিন কেয়ারে যদি হলুদ না থাকে, তাহলে কিন্তু মুশকিল। হলুদ হল এমন একটি ভেষজ উপাদান, যা ত্বকের সমস্যা রুখতে সবচেয়ে বেশি কার্যকর।

বাঙালির রান্নাঘরে হলুদ থাকে না, এটা কেউ বিশ্বাস করবে না। তবে, আপনার স্কিন কেয়ারে যদি হলুদ না থাকে, তাহলে কিন্তু মুশকিল। হলুদ হল এমন একটি ভেষজ উপাদান, যা ত্বকের সমস্যা রুখতে সবচেয়ে বেশি কার্যকর।

1 / 8
যাঁরা ত্বকের সমস্যার জন্য প্রাকৃতিক ও ঘরোয়ার টোটকার খোঁজে থাকেন, তাঁরা রোজের সঙ্গী বানান হলুদকে। এটি আপনাকে ব্রণ, দাগছোপ থেকে দূরে রাখবে। এমনকি ক্ষত নিরাময়েও সাহায্য করবে।

যাঁরা ত্বকের সমস্যার জন্য প্রাকৃতিক ও ঘরোয়ার টোটকার খোঁজে থাকেন, তাঁরা রোজের সঙ্গী বানান হলুদকে। এটি আপনাকে ব্রণ, দাগছোপ থেকে দূরে রাখবে। এমনকি ক্ষত নিরাময়েও সাহায্য করবে।

2 / 8
রান্নাঘরের বিভিন্ন মশলার মধ্যে হলুদের গুণের জুড়ি নেই। লিভার ভাল রাখা থেকে ত্বকের জন্যও দারুণ উপকারী হলুদ। বিশিষ্ট পুষ্টিবিদের মতে, হলুদ দিয়েই পেটের মেদ কমাতে পারেন

রান্নাঘরের বিভিন্ন মশলার মধ্যে হলুদের গুণের জুড়ি নেই। লিভার ভাল রাখা থেকে ত্বকের জন্যও দারুণ উপকারী হলুদ। বিশিষ্ট পুষ্টিবিদের মতে, হলুদ দিয়েই পেটের মেদ কমাতে পারেন

3 / 8
সাধারণত ত্বকের সমস্যায় হলুদের ফেসপ্যাক সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কিন্তু রোজ কাজের ফাঁকে হলুদের ফেসপ্যাক মাখা সম্ভব নয়। তবে, প্রতিদিন হলুদ দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

সাধারণত ত্বকের সমস্যায় হলুদের ফেসপ্যাক সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কিন্তু রোজ কাজের ফাঁকে হলুদের ফেসপ্যাক মাখা সম্ভব নয়। তবে, প্রতিদিন হলুদ দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

4 / 8
হলুদ দিয়ে ফেস ক্লিনজার বানিয়ে ব্যবহার করতে পারেন। ১ চামচ বেসনের সঙ্গে ২ চামচ টক দই ও ১/২ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। তৈরি ক্লিনজার। শুষ্ক ত্বক হলে এতে মধু মেশাবেন।

হলুদ দিয়ে ফেস ক্লিনজার বানিয়ে ব্যবহার করতে পারেন। ১ চামচ বেসনের সঙ্গে ২ চামচ টক দই ও ১/২ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। তৈরি ক্লিনজার। শুষ্ক ত্বক হলে এতে মধু মেশাবেন।

5 / 8
এই ক্লিনজার মুখে মেখে নিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। এটি ত্বককে এক্সফোলিয়েট ক্রবে এবং মৃত কোষ তুলতে সাহায্য করবে। পাশাপাশি রোমকূপের মুখ পরিষ্কার করবে।

এই ক্লিনজার মুখে মেখে নিয়ে হালকা হাতে স্ক্রাব করুন। এটি ত্বককে এক্সফোলিয়েট ক্রবে এবং মৃত কোষ তুলতে সাহায্য করবে। পাশাপাশি রোমকূপের মুখ পরিষ্কার করবে।

6 / 8
ক্লিনজার ধোয়ার জন্য ঈষদুষ্ণ জল ব্যবহার করুন। মুখ ধোয়ার পর হালকা ময়েশ্চারাইজার মেখে নিন। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ রাখবে এবং ত্বকের সমস্যা কমাবে।

ক্লিনজার ধোয়ার জন্য ঈষদুষ্ণ জল ব্যবহার করুন। মুখ ধোয়ার পর হালকা ময়েশ্চারাইজার মেখে নিন। এটি আপনার ত্বককে ময়েশ্চারাইজ রাখবে এবং ত্বকের সমস্যা কমাবে।

7 / 8
রোজ হলুদের ক্লিনজার ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়বে। তার সঙ্গে মুখে হলদেটে ছোপ তৈরি হতে পারে। তাই সপ্তাহে একদিন এই হোমমেড ক্লিনজার ব্যবহার করতে পারেন। 

রোজ হলুদের ক্লিনজার ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়বে। তার সঙ্গে মুখে হলদেটে ছোপ তৈরি হতে পারে। তাই সপ্তাহে একদিন এই হোমমেড ক্লিনজার ব্যবহার করতে পারেন। 

8 / 8
Follow Us: