Champions League: ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরেও শেষ-১৬-তে পৌঁছল পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে বুধবার ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার জুটল পিএসজির (PSG) কপালে। ৫০ মিনিটের মাথায় দলকে এমবাপে এগিয়ে দিলেও সমতা ফেরাতে দেরি করেনি ম্যান সিটি। শুধু তাই নয়, আরও একটি গোল করে ম্যাচ বের করে নিয়ে যান জেসুসরা। মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীতেও গুয়ার্দিওলার দলের বিরুদ্ধে জিততে পারল না। গ্রুপ-এ-র শীর্ষে থেকে শেষ করা হল না পিএসজির। গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৪টিতে জয় ও একটিতে হেরে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ-১৬তে পৌঁছল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। এবং এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ৫ ম্যাচের ২টিতে জয়, ২টিতে ড্র ও ১টিতে হেরে ৮ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করলেন মেসি-নেইমাররা।
Most Read Stories