Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli-Hasan Ali: কোহলির ‘বিরাট’ ফ্যান পাক তারকা হাসান আলির স্ত্রী

পাকিস্তানের তারকা পেসার হাসান আলির স্ত্রী সামিয়া আরজু। তিনি ভারতের মেয়ে। হরিয়ানার মেয়ে সামিয়ার সঙ্গে হাসানের বিয়ে হয় ২০১৯ সালে। স্বামী পাক দলের তারকা হলেও, স্ত্রী সামিয়া ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বড় ভক্ত।

| Edited By: | Updated on: Aug 26, 2022 | 12:47 PM
পাকিস্তানের তারকা পেসার হাসান আলির স্ত্রী সামিয়া আরজু। তিনি ভারতের মেয়ে। হরিয়ানার মেয়ে সামিয়ার সঙ্গে হাসানের বিয়ে হয় ২০১৯ সালে। স্বামী পাক দলের তারকা হলেও, স্ত্রী সামিয়া ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বড় ভক্ত। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

পাকিস্তানের তারকা পেসার হাসান আলির স্ত্রী সামিয়া আরজু। তিনি ভারতের মেয়ে। হরিয়ানার মেয়ে সামিয়ার সঙ্গে হাসানের বিয়ে হয় ২০১৯ সালে। স্বামী পাক দলের তারকা হলেও, স্ত্রী সামিয়া ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বড় ভক্ত। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

1 / 5
পাক তারকা হাসান আলি কিন্তু তাঁর স্ত্রীর প্রিয় ক্রিকেটার নন। সেই জায়গায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইন্সটাগ্রামে এক সাক্ষাৎকারে সামিয়া জানিয়েছিলেন, তিনি কোহলির 'বিরাট' বড় ভক্ত। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

পাক তারকা হাসান আলি কিন্তু তাঁর স্ত্রীর প্রিয় ক্রিকেটার নন। সেই জায়গায় রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইন্সটাগ্রামে এক সাক্ষাৎকারে সামিয়া জানিয়েছিলেন, তিনি কোহলির 'বিরাট' বড় ভক্ত। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

2 / 5
সামিয়া পেশায় ইঞ্জিনিয়ার। তিনি এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেছিলেন। বর্তমানে আমিরাত এয়ারলাইন্সে একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন সামিয়া। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

সামিয়া পেশায় ইঞ্জিনিয়ার। তিনি এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেছিলেন। বর্তমানে আমিরাত এয়ারলাইন্সে একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন সামিয়া। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

3 / 5
হরিয়ানার পলবল জেলার চাঁদনি গ্রামে থাকতেন সামিয়া। দুবাইতে এক বন্ধুর মারফৎ হাসান ও সামিয়ার প্রথম দেখা হয়। ধীরে ধীরে তাঁরা একে অপরকে পছন্দ করে ফেলেন। এবং দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

হরিয়ানার পলবল জেলার চাঁদনি গ্রামে থাকতেন সামিয়া। দুবাইতে এক বন্ধুর মারফৎ হাসান ও সামিয়ার প্রথম দেখা হয়। ধীরে ধীরে তাঁরা একে অপরকে পছন্দ করে ফেলেন। এবং দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

4 / 5
 ২০১৯ সালের ২০ অগস্ট দুবাইতে কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে হাসান আলি ও সামিয়া আরজুর বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

২০১৯ সালের ২০ অগস্ট দুবাইতে কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে হাসান আলি ও সামিয়া আরজুর বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। (ছবি-সামিয়া হাসান আলি ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: