Duran Cup 2022: কলকাতার একমাত্র দল হিসেবে ডুরান্ডের সেমিফাইনালে মহমেডান

কেরালা ব্লাস্টার্সকে ৩-০তে উড়িয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পা রাখল মহমেডান স্পোর্টিং। কলকাতা একমাত্র দল হিসেবে ডুরান্ডে টিকে রয়েছে তারা।

| Edited By: | Updated on: Sep 10, 2022 | 7:49 AM
কেরালা ব্লাস্টার্সকে ৩-০তে উড়িয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পা রাখল মহমেডান স্পোর্টিং। কলকাতা একমাত্র দল হিসেবে ডুরান্ডে টিকে রয়েছে তারা। (ছবি:মহমেডান এসসি)

কেরালা ব্লাস্টার্সকে ৩-০তে উড়িয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পা রাখল মহমেডান স্পোর্টিং। কলকাতা একমাত্র দল হিসেবে ডুরান্ডে টিকে রয়েছে তারা। (ছবি:মহমেডান এসসি)

1 / 5
কোয়ার্টার ফাইনালে যুবভারতীতে মহমেডানের প্রতিপক্ষ ছিল আইএসএলের দল কেরালা ব্লাস্টার্স। ম্যাচের আগে দলে চোট আঘাতের সমস্যা চিন্তায় রেখেছিল কোচ আন্দ্রে চের্নিশভকে।  (ছবি:মহমেডান এসসি)

কোয়ার্টার ফাইনালে যুবভারতীতে মহমেডানের প্রতিপক্ষ ছিল আইএসএলের দল কেরালা ব্লাস্টার্স। ম্যাচের আগে দলে চোট আঘাতের সমস্যা চিন্তায় রেখেছিল কোচ আন্দ্রে চের্নিশভকে। (ছবি:মহমেডান এসসি)

2 / 5
ম্যাচে নেমে মহমেডানের খেলায় দুশ্চিন্তার ছাপ পাওয়া যায়নি। ৯০ মিনিট ধরে প্রতিপক্ষকে আটকে রাখল তারা। (ছবি:মহমেডান এসসি)

ম্যাচে নেমে মহমেডানের খেলায় দুশ্চিন্তার ছাপ পাওয়া যায়নি। ৯০ মিনিট ধরে প্রতিপক্ষকে আটকে রাখল তারা। (ছবি:মহমেডান এসসি)

3 / 5
তিনটি গোলের মধ্যে দুটি এল দলের নতুন বিদেশি অ্যাবিওলা দাউদার পা থেকে। একমাত্র গোল শেখ ফৈয়াজের। (ছবি:মহমেডান এসসি)

তিনটি গোলের মধ্যে দুটি এল দলের নতুন বিদেশি অ্যাবিওলা দাউদার পা থেকে। একমাত্র গোল শেখ ফৈয়াজের। (ছবি:মহমেডান এসসি)

4 / 5
প্রথম ১৭ মিনিটে গোল করে মহমেডানকে এগিয়ে দেন ফৈয়াজ। এরপর পরিবর্ত হিসেবে নেমে দ্বিতীয়ার্ধে পরপর জোড়া গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড দাউদা। (ছবি:মহমেডান এসসি)

প্রথম ১৭ মিনিটে গোল করে মহমেডানকে এগিয়ে দেন ফৈয়াজ। এরপর পরিবর্ত হিসেবে নেমে দ্বিতীয়ার্ধে পরপর জোড়া গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড দাউদা। (ছবি:মহমেডান এসসি)

5 / 5
Follow Us: