Durand Cup 2022: সুনীলদের প্রায় হারিয়ে দিয়েছিল মহমেডান, বেঙ্গালুরুকে পিছনে ফেলে গ্রুপ সেরা সাদা-কালোরা

ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং ক্লাবের দাপট অব্যাহত। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ সমৃদ্ধ আইএসএলের শক্তিশালী টিমকে প্রায় হারিয়ে দিয়েছিল কলকাতার দলটি। শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছে বেঙ্গালুরু। ম্যাচের ফলাফল ১-১।

| Edited By: | Updated on: Sep 02, 2022 | 11:21 PM
ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং ক্লাবের দাপট অব্যাহত। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ সমৃদ্ধ আইএসএলের শক্তিশালী টিমকে প্রায় হারিয়ে দিয়েছিল কলকাতার দলটি। শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছে বেঙ্গালুরু। ম্যাচের ফলাফল ১-১। (ছবি:টুইটার)

ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং ক্লাবের দাপট অব্যাহত। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ সমৃদ্ধ আইএসএলের শক্তিশালী টিমকে প্রায় হারিয়ে দিয়েছিল কলকাতার দলটি। শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছে বেঙ্গালুরু। ম্যাচের ফলাফল ১-১। (ছবি:টুইটার)

1 / 5
চলতি ডুরান্ড কাপে ব্ল্যাক প্যান্থার্সরা যেন অশ্বমেধের ঘোড়া। জয়ের হ্যাটট্রিকে আগেই নক আউটে পা রেখেছিল দলটি। শুক্রবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে গ্রুপ এ-র সেরা হওয়ার লড়াই ছিল। তাতে পাশ করল আন্দ্রে চের্নিশভের ছেলেরা। (ছবি:টুইটার)

চলতি ডুরান্ড কাপে ব্ল্যাক প্যান্থার্সরা যেন অশ্বমেধের ঘোড়া। জয়ের হ্যাটট্রিকে আগেই নক আউটে পা রেখেছিল দলটি। শুক্রবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে গ্রুপ এ-র সেরা হওয়ার লড়াই ছিল। তাতে পাশ করল আন্দ্রে চের্নিশভের ছেলেরা। (ছবি:টুইটার)

2 / 5
ম্যাচের প্রথম থেকে বেঙ্গালুরুর দাপট থাকলেও ১৩ মিনিটে প্রথম গোল পেয়ে যায় মহমেডান। গোল করেন প্রীতম সিং। ৭৩ মিনিটে অভিষেক হালদার লাল কার্ড দেখার পর প্রতিপক্ষকে চেপে ধরে সুনীলরা।(ছবি:টুইটার)

ম্যাচের প্রথম থেকে বেঙ্গালুরুর দাপট থাকলেও ১৩ মিনিটে প্রথম গোল পেয়ে যায় মহমেডান। গোল করেন প্রীতম সিং। ৭৩ মিনিটে অভিষেক হালদার লাল কার্ড দেখার পর প্রতিপক্ষকে চেপে ধরে সুনীলরা।(ছবি:টুইটার)

3 / 5
শেষদিকে ২০ মিনিটের বেশি সময় ধরে ১০ জনে খেলে মহমেডান। তবু নির্ধারিত সময়ে গোল করতে পারেনি আইএসএলের শক্তিশালী দলটি। ইনজুরি টাইমে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান শিব। (ছবি:টুইটার)

শেষদিকে ২০ মিনিটের বেশি সময় ধরে ১০ জনে খেলে মহমেডান। তবু নির্ধারিত সময়ে গোল করতে পারেনি আইএসএলের শক্তিশালী দলটি। ইনজুরি টাইমে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান শিব। (ছবি:টুইটার)

4 / 5
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষ স্থান ধরে রাখল মহমেডান এসসি। (ছবি:টুইটার)

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষ স্থান ধরে রাখল মহমেডান এসসি। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: