Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: সবুজ-মেরুন সন্ধ্যায় মোহনবাগান ফ্যানস ক্লাবের জন্মদিন

এরিনার (Mariners Arena) সদস্য হয়ে এবং সদস্যদের সাথে যোগ দেন বহু মেরিনার্স ও বিশিষ্ট ব্যক্তিরা। মাননীয় শ্রী সত্যজিৎ চ্যাটার্জী মেরিনার্স এরিনার কাজের প্রশংসা করার পাশাপাশি আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান। মাননীয় শ্রী বিদেশ বসু অমর একাদশের ছবিতে মাল্যদানের মাধ্যমে সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করেন। পাশাপাশি এই জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা ও আদ্যপ্রান্ত মোহনবাগানি মাননীয় শ্রী বিশ্বনাথ বসু। তিনি মেরিনার্স এরিনার জন্মদিনের কেকও কাটেন। অনুষ্ঠানে মোহনবাগান গ্রাউন্ড সচিব মহেশ টিব্রিওয়াল অমর একাদশের প্রতি এবং সুব্রত মুখার্জীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করেন। অতিথিদের হাত থেকে ক্লাব মালি, ক্লাব কর্মী এবং ক্যান্টিন কর্মীদের ১৩জনকে শীতের কম্বল দেওয়া করা হয়। পাশাপাশি এইদিন বিশিষ্ট ব্যাক্তিদের হাত দিয়ে বাংলার অনুর্ধ্ব-১৫ প্রতিভাবান কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া সেরা একজন ফুটবলারকে দেওয়ার জন্যে ৩০ হাজার টাকার "মেরিনার্স এরিনা অমর একাদশ শিবদাস ভাদুড়ী স্কলারশিপ" এর ঘোষণা করা হয়।

| Edited By: | Updated on: Nov 24, 2021 | 12:49 PM
মোহনবাগান ক্লাবে পালিত হল মোহনবাগান ফ্যানস ক্লাব মেরিনার্স এরিনার জন্মদিন। সেই উপলক্ষ্যে বাংলার অনুর্ধ্ব-১৫ প্রতিভাবান কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া সেরা একজন ফুটবলারকে ৩০ হাজার টাকার "মেরিনার্স এরিনা অমর একাদশ শিবদাস ভাদুড়ী স্কলারশিপ" দেওয়ার কথা ঘোষণা করা হয়।

মোহনবাগান ক্লাবে পালিত হল মোহনবাগান ফ্যানস ক্লাব মেরিনার্স এরিনার জন্মদিন। সেই উপলক্ষ্যে বাংলার অনুর্ধ্ব-১৫ প্রতিভাবান কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া সেরা একজন ফুটবলারকে ৩০ হাজার টাকার "মেরিনার্স এরিনা অমর একাদশ শিবদাস ভাদুড়ী স্কলারশিপ" দেওয়ার কথা ঘোষণা করা হয়।

1 / 4
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বিদেশ বসু, সত্যজিত চ্যাটার্জী এবং বিশ্বনাথ বসুর মতো অতিথিরা উপস্থিত ছিলেন।

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে বিদেশ বসু, সত্যজিত চ্যাটার্জী এবং বিশ্বনাথ বসুর মতো অতিথিরা উপস্থিত ছিলেন।

2 / 4
মেরিনার্স এরিনার জন্মদিনের কেক কাটেন বিশ্বনাথ বসু। পাশাপাশি এ দিন ক্লাব মালি, ক্লাব কর্মী এবং ক্যান্টিন কর্মীদের ১৩জনকে শীতের কম্বল দেওয়া করা হয়।

মেরিনার্স এরিনার জন্মদিনের কেক কাটেন বিশ্বনাথ বসু। পাশাপাশি এ দিন ক্লাব মালি, ক্লাব কর্মী এবং ক্যান্টিন কর্মীদের ১৩জনকে শীতের কম্বল দেওয়া করা হয়।

3 / 4
 মাননীয় শ্রী বিদেশ বসু অমর একাদশের ছবিতে মাল্যদানের মাধ্যমে সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করেন।

মাননীয় শ্রী বিদেশ বসু অমর একাদশের ছবিতে মাল্যদানের মাধ্যমে সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপন করেন।

4 / 4
Follow Us: