AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Miguel Oliveira: ১১ বছর ধরে ঘরেই প্রেম, বোন গর্ভবতী হতেই ফাঁস রেসারের কীর্তি

ভাই-বোনের প্রেম! দু'জনে একসঙ্গে বড় হয়েছেন, একে অপরকে ভালো বন্ধু বলে মনে করতেন। সেই সম্পর্ক গড়িয়ে গেল প্রেমে। বাড়ি ফাঁকা থাকলে চলত উদ্দাম যৌনতা। মেয়েটি গর্ভবতী হতেই আসল সত্য বেরিয়ে আসে। একেবারে দিনের আলোর মতো সত্যি এই ঘটনা।

| Edited By: | Updated on: Feb 22, 2023 | 2:46 PM
Share
এই কাহিনি মিগুয়েল অ্যাঞ্জেলো ফ্যালকো ডি অলিভিয়েরার। তিনি হলেন পর্তুগালের পেশাদার মোটর সাইকেল রেসার। ২০১৫ সালে মোটোজিপিতে প্রথমবার পর্তুগিজ রাইডার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন। তবে অলিভিয়েরা বেশি চর্চিত তাঁর প্রেমজীবনের জন্য। (ছবি: ইনস্টাগ্রাম)

এই কাহিনি মিগুয়েল অ্যাঞ্জেলো ফ্যালকো ডি অলিভিয়েরার। তিনি হলেন পর্তুগালের পেশাদার মোটর সাইকেল রেসার। ২০১৫ সালে মোটোজিপিতে প্রথমবার পর্তুগিজ রাইডার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন। তবে অলিভিয়েরা বেশি চর্চিত তাঁর প্রেমজীবনের জন্য। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 8
মোটর সাইকেল রেসিং ভারতে খুব একটা জনপ্রিয় নয়। তবে ইউরোপের দেশগুলিতে মোটর সাইকেল রেসিং নিয়ে বেশ ক্রেজ রয়েছে। সেই খেলাটির অন্যতম নাম মিগুয়েল অলিভিয়েরাকে প্রেমিকা খুঁজতে কলেজের বাইরে দাঁড়াতে হয়নি বা ডেটিং সাইটের দ্বারস্থ হতে হয়নি। (ছবি: ইনস্টাগ্রাম)

মোটর সাইকেল রেসিং ভারতে খুব একটা জনপ্রিয় নয়। তবে ইউরোপের দেশগুলিতে মোটর সাইকেল রেসিং নিয়ে বেশ ক্রেজ রয়েছে। সেই খেলাটির অন্যতম নাম মিগুয়েল অলিভিয়েরাকে প্রেমিকা খুঁজতে কলেজের বাইরে দাঁড়াতে হয়নি বা ডেটিং সাইটের দ্বারস্থ হতে হয়নি। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 8
বাড়িতেই প্রেম খুঁজে পেয়েছিলেন অলিভিয়েরা। ছেলের কিশোর বয়সে অলিভিয়েরার বাবা দ্বিতীয় বিয়ে করেন যাঁকে সেই মহিলার এক মেয়ে রয়েছে। নাম আন্দ্রেয়া পিমেন্টো। পিঠোপিঠি আন্দ্রেয়া ও পিমেন্টো বড় হতে থাকে। একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে তারা। (ছবি: ইনস্টাগ্রাম)

বাড়িতেই প্রেম খুঁজে পেয়েছিলেন অলিভিয়েরা। ছেলের কিশোর বয়সে অলিভিয়েরার বাবা দ্বিতীয় বিয়ে করেন যাঁকে সেই মহিলার এক মেয়ে রয়েছে। নাম আন্দ্রেয়া পিমেন্টো। পিঠোপিঠি আন্দ্রেয়া ও পিমেন্টো বড় হতে থাকে। একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে তারা। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 8
কিন্তু সেই বন্ধুত্ব গড়িয়ে যায় প্রেমে। রক্তের সম্পর্ক না থাকলেও বোন বলে কথা। তাই ১১ বছর ধরে বাড়িতেই লুকিয়ে চুরিয়ে চলে প্রেম। মিগুয়েলের বাবা বা আন্দ্রেয়ার মা ঘূণাক্ষরেও টের পাননি বাড়িতে কী ঘটছে? (ছবি: ইনস্টাগ্রাম)

কিন্তু সেই বন্ধুত্ব গড়িয়ে যায় প্রেমে। রক্তের সম্পর্ক না থাকলেও বোন বলে কথা। তাই ১১ বছর ধরে বাড়িতেই লুকিয়ে চুরিয়ে চলে প্রেম। মিগুয়েলের বাবা বা আন্দ্রেয়ার মা ঘূণাক্ষরেও টের পাননি বাড়িতে কী ঘটছে? (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 8
অবশেষে ২০১৯ সালে তাঁরা প্রেমের কথা ঘোষণা করে সকলকে অবাক করে দেন। বিয়ের আগে ধুমধাম করে বাগদানও সারেন। মিগুয়েল-আন্দ্রেয়ার সম্পর্ক নিয়ে খুশি তাঁদের পরিবারের সদস্যরা। (ছবি: ইনস্টাগ্রাম)

অবশেষে ২০১৯ সালে তাঁরা প্রেমের কথা ঘোষণা করে সকলকে অবাক করে দেন। বিয়ের আগে ধুমধাম করে বাগদানও সারেন। মিগুয়েল-আন্দ্রেয়ার সম্পর্ক নিয়ে খুশি তাঁদের পরিবারের সদস্যরা। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 8
২০২০ সালে বিয়ের কথা থাকলেও কোভিডের জন্য পিছিয়ে যায়। ২০২১ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আন্দ্রেয়া। তারপর তড়িঘড়ি চারহাত এক হয় মিগুয়েল-আন্দ্রেয়ার। (ছবি: ইনস্টাগ্রাম)

২০২০ সালে বিয়ের কথা থাকলেও কোভিডের জন্য পিছিয়ে যায়। ২০২১ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আন্দ্রেয়া। তারপর তড়িঘড়ি চারহাত এক হয় মিগুয়েল-আন্দ্রেয়ার। (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 8
তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর বিয়ের পরেই প্রকাশ্যে আনেন মোটো জিপি রেসার। স্ত্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করে সুখবর দেন।(ছবি: ইনস্টাগ্রাম)

তবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর বিয়ের পরেই প্রকাশ্যে আনেন মোটো জিপি রেসার। স্ত্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করে সুখবর দেন।(ছবি: ইনস্টাগ্রাম)

7 / 8
২০২১ সালের নভেম্বর মাসে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। বিতর্ক ঝেড়ে ফেলে সুখে সংসার করছেন সৎ ভাই-বোন। (ছবি: ইনস্টাগ্রাম)

২০২১ সালের নভেম্বর মাসে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। বিতর্ক ঝেড়ে ফেলে সুখে সংসার করছেন সৎ ভাই-বোন। (ছবি: ইনস্টাগ্রাম)

8 / 8