Republic Day 2023: ট্যাবলোয় মন্দির থেকে পার্বণ, কর্তব্যপথে ধর্ম-আস্থার ঝলক রইল ছবিতে

Republic Day: দেশের ৭৪তম সাধারণতন্ত্র দিবস। এই উপলক্ষে বৃহস্পতিবার দিল্লির কর্তব্যপথে শোভাযাত্রায় বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশ নেয়। নিজেদের সেরার সেরা দিয়ে রাজ্যগুলি এই ট্যাবলো সাজিয়েছে। প্রত্যেকটি ট্যাবলোই তাদেরই স্বতন্ত্র্য পরিবেশনায় মুগ্ধ করেছে দেশবাসীকে। একাধিক রাজ্য তাদের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্যকে এদিন তুলে ধরে এই ট্যাবলোর মাধ্যমে।

| Edited By: | Updated on: Jan 26, 2023 | 8:41 PM
পশ্চিমবঙ্গের ট্যাবলোয় বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে তুলে ধরা হয়েছে। গত বছরই ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে এই পুজো।

পশ্চিমবঙ্গের ট্যাবলোয় বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে তুলে ধরা হয়েছে। গত বছরই ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে এই পুজো।

1 / 7
উত্তর প্রদেশের ট্যাবলোয় তুলে ধরা হয় ২০১৭ সাল থেকে চলে আসা অযোধ্যা দীপোৎসব। তিনদিনের এই দীপোৎসব তুলে ধরা হয়েছে।

উত্তর প্রদেশের ট্যাবলোয় তুলে ধরা হয় ২০১৭ সাল থেকে চলে আসা অযোধ্যা দীপোৎসব। তিনদিনের এই দীপোৎসব তুলে ধরা হয়েছে।

2 / 7
উত্তরাখণ্ডের ট্যাবলোয় তুলে ধরা হয়েছে আলমোড়ার জগেশ্বর ধাম। সঙ্গে তুলে ধরা হয় এ রাজ্যের বহু পরিচিত কর্বেট ন্যাশনাল পার্কও।

উত্তরাখণ্ডের ট্যাবলোয় তুলে ধরা হয়েছে আলমোড়ার জগেশ্বর ধাম। সঙ্গে তুলে ধরা হয় এ রাজ্যের বহু পরিচিত কর্বেট ন্যাশনাল পার্কও।

3 / 7
হরিয়ানার ট্যাবলো যেন ভগবত গীতা। সেখানে রয়েছে রথ, তাতে অর্জুন সওয়ারি, কৃষ্ণ সারথি। অর্জুনকে গীতার বাণী শোনাচ্ছে কৃষ্ণ।

হরিয়ানার ট্যাবলো যেন ভগবত গীতা। সেখানে রয়েছে রথ, তাতে অর্জুন সওয়ারি, কৃষ্ণ সারথি। অর্জুনকে গীতার বাণী শোনাচ্ছে কৃষ্ণ।

4 / 7
ঝাড়খণ্ডের ট্যাবলোয় দেওঘরের প্রসিদ্ধ বৈদ্যনাথ মন্দির ফুটিয়ে তোলা হয়েছে। ট্যাবলোর সামনে রয়েছে বীরসা মুণ্ডার মূর্তিও।

ঝাড়খণ্ডের ট্যাবলোয় দেওঘরের প্রসিদ্ধ বৈদ্যনাথ মন্দির ফুটিয়ে তোলা হয়েছে। ট্যাবলোর সামনে রয়েছে বীরসা মুণ্ডার মূর্তিও।

5 / 7
অসমের ট্যাবলোয় কামাক্ষ্যা মন্দির যেমন রয়েছে, তেমনই রয়েছে অহম যোদ্ধা লচিত বরফুকানের মূর্তিও।

অসমের ট্যাবলোয় কামাক্ষ্যা মন্দির যেমন রয়েছে, তেমনই রয়েছে অহম যোদ্ধা লচিত বরফুকানের মূর্তিও।

6 / 7
অন্ধ্র প্রদেশের ট্যাবলোয় তুলে ধরা হয়েছে মকর সংক্রান্তির সময় কৃষকদের পার্বণ প্রবলা তীর্থম।

অন্ধ্র প্রদেশের ট্যাবলোয় তুলে ধরা হয়েছে মকর সংক্রান্তির সময় কৃষকদের পার্বণ প্রবলা তীর্থম।

7 / 7
Follow Us: