CWG 2022: নাক ফেটে অঝোরে রক্তপাত, বিয়ের চিন্তায় নিখাতকে বক্সিং থেকে দূরে রেখেছিলেন মা
চলতি বছরের মে মাসে ইস্তানবুলে হওয়া বিশ্ব মিটে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছেন নিখাত জারিন। তেলেঙ্গানার নিজামাবাদের ২৫ বছরের নিখাত আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতকে সোনা এনে দেওয়ার অন্যতম দাবিদার। ছেলেবেলায় চোট নিয়ে বাড়ি ফিরেছিলেন বলে নিখাতের মা চেয়েছিলেন, মেয়ে যেন বক্সিং ভুলে যান। কিন্তু নিখাত শোনার পাত্রী ছিলেন না। আর সেদিন তিনি মায়ের কথা শোনেননি বলেই আজ বিশ্বমঞ্চে দাপট দেখাচ্ছেন।
Most Read Stories