Anupam Roy-Piya Chakraborty: আজই বিয়ে করেছিলেন অনুপম-পিয়া; টিকে থাকলেন পালন করতেন ৮ বছরের বিবাহবার্ষিকী
Anupam-Piya Marriage Anniversary: ২০১৫ সালের ৬ ডিসেম্বর, অর্থাৎ আজকের দিনেই বিয়ে করেছিলেন বাঙালি সঙ্গীত পরিচালক-গায়ক অনুপম রায় এবং সমাজসেবী-গায়িকা পিয়া চক্রবর্তী। বিয়েটা টিকে থাকলে আজ ৮ বছর বয়স হত তাঁদের বিয়ের। তাঁদের 'বিবাহবার্ষিকী'তে ফিরে দেখা সেই দিন, যেদিন বিয়ের সানাই বেজেছিল পিয়া-অনুপমের বাড়িতে। সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়েছিলেন দু'জনে।
Most Read Stories