একেই বলে রিল রিয়েল মিলে মিশে একাকার। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক একটি সেটের পেছনে থাকা কাহিনির মধ্যে রণবীর দীপিকার প্রেমলীলা অন্যতম।
1 / 7
কারণ রিল-রিয়েল মিলে মিশে যখন একাকার হয়ে যায়, তখনই ঠিক কোথাও গিযে যেন ছন্দ হারিয়ে বেসামাল হয়ে যায় সেলেবরা, এমন ঘটনা অতীতে অনেকবার ঘটেছে।
2 / 7
একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে রণবীর-দীপিকাকে। রামলীলার ছবি সেটে একে অন্যের কাছাকাছি। দীপিকা-রণবীর কোথাও গিয়ে যেন হারিয়ে ফেললেন নিজেদের মধ্যে নিজেকেই।
3 / 7
এই দেখে কী প্রতিক্রিয়া দিলেন রণবীর সিং, প্রশ্ন করা হয়েছিল দীপিকাকে। তাঁর কথায় রণবীর গর্ব বোধ করেন দীপিকার অভিনয় দেখে। তাঁকে প্রতিটা পদে পদে উৎসাহ দেন।
4 / 7
তাতে লাভের লাভ কিছুই হল না। কারণ চুম্বন থেকে বিরত থাকলেন না রণবীর দীপিকা। তাঁরা সেই অবস্থাতেই চালিয়ে গেলেন চুম্বন। সেটে সাক্ষী থেকে ছিল সকলেই।
5 / 7
২০১৩ সালের ঘটনা। তখনও তাঁরা একে অন্যের সঙ্গে ঘর করা শুরু করেনি। তবে ভাললাগা জন্মে গিয়েছিলেন মনের গভীরে। দীপিকা নিজেই জানিয়ে ছিলেন, এমন অনেক পরিস্থিতি হয় যেখানে কাট বলার সঙ্গে সঙ্গে থেমে যাওয়া সম্ভবপর হয় না।
6 / 7
দীপিকার কথায়, একটা সময় ছিল যখন সকলেই এই ধরনের কাজ করতে বেশ দ্বিধাবোধ করতেন। কিন্তু এখন সময়টা পাল্টেছে। পাল্টে গিয়েছে চিন্তাভাবনা।