পেঁপে শরীরের জন্য খুবই উপকারী। শুধু ফল নয় এর পাতা আর বীজেরও একাধিক উপকারিতা রয়েছে। পেঁপে কাঁচা কিংবা পাকা যে কোনও ভাবেই খাওয়া। পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। এছাড়াও থাকে ভিটামিন সি, ভিটামিন এ, প্রোটিন, কার্বোহাইড্রেট।
1 / 6
ডায়াবেটিস, ক্যানসার, হৃদরোগ, প্লেটলেট বাড়াতে নিয়মিত ভাবে পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও কার্যকরী হল পেঁপে। তবে পেঁপে খাওয়ার বেশ কিছু অপকারিতাও রয়েছে।
2 / 6
কাঁচা পেঁপে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুব ভাল কাজ করে। কাঁচা পেঁপের মধ্যে থাকে ল্যাটেক্স প্যাপেইন নামের একটি যৌগ। যা খাবার হজম করায়। রেচক হিসেবে কাজ করে। তবে মাত্রাতিরিক্ত খেলে সমস্যা হবে। খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হতে পারে।
3 / 6
পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। আর তাই বেশি পেঁপে খেলে সেখান থেকে ডায়েরিয়া হতে পারে। তাই পেঁপে অতিরিক্ত নয়। মেপে খান। ফলের সঙ্গে মিশিয়ে খেলেই সবচাইতে ভাল।
4 / 6
পেঁপের মধ্যে রয়েছে অ্যান্টি ডায়াবেটিকস গুণ। তাই বলে পেঁপে দিয়ে ডায়াবেটিসের ওষুধ খাবেন না। রক্তে ব্লাড সুগার বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পাকা পেঁপে। ডায়াবেটিসের ওষুধ আর পেঁপে একসঙ্গে খেলে ব্লাড সুগার নেমে যাওয়ার আশঙ্কা থাকে।
5 / 6
গর্ভবতী মহিলাদের জন্য পেঁপে একেবারেই ভাল নয়। পেঁপের মধ্যে থাকা প্যাপেইন এবং কাইমোপেইন জরায়ুকে সংকুচিত করে দেয়। ফলে গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকি থেকে যায়। এছাড়াও ভ্রূণের ক্ষতি করে পাকা পেঁপে।