PSG lost: ফরাসি লিগে অঘটন, মরসুমের প্রথম হার পিএসজির!
Paris Saint-Germain: নতুন বছরের শুরুতেই ফরাসি লিগে বিরাট অঘটন। লেনসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হার তারকা সমৃদ্ধ পিএসজির। শুরুতেই পিছিয়ে পড়ে পিএসজি। কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় তারা। যদিও অঘটন এড়াতে ব্যর্থ। মরসুমের প্রথম হার পিএসজির। লেনসের পক্ষে ম্যাচের ফল ৩-১। গত ম্যাচে লাল কার্ড দেখায় নেইমারকে পায়নি পিএসজি। লিও মেসি এখনও যোগ দেননি। তবে এমবাপের মতো তারকা ছিলেন। যিনি কাতার বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন।
Most Read Stories