নারকেল তেল আর পিংক সল্ট ভালভাবে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। শুকিয়ে গেলে ফেসওয়াশ আর ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন
এসেন্সিয়ল অয়েল আর পিংক সল্ট একসঙ্গে মিশিয়ে নিন। মেকআপ তুলতে খুব ভাল কাজ করে এই মিশ্রণ। এরপর অবশ্যই ইষদুষ্ণ গরম জলে মুখ ধুয়ে নেবেন
পিংক সল্ট, কফি পাউডার, মধু আর কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা পুরো শরীরে ভালো করে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে নিন।
একবালতি ইষজুষ্ণ জলে পিংক সল্ট ফেলে পা ডুবিয়ে রাখুন। এরপর পিউবিক স্টোন দিয়ে পরিষ্কার করে নিলেই চলবে।
পিঙ্ক সল্ট, দুধের সর আর মধু একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে ত্বক থাকবে কোমল।