ঠিক সেই সময় এক পুলিশকর্মী স্ত্রীকে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তায়। তাঁদের মুখে মাস্ক ছিল না। আইসি অজয় কুমার সিং তাঁকে দাঁড় করান। কেন মাস্ক পরেননি, তার কারণ জিজ্ঞাসা করতেই পুলিশের বচসায় জড়িয়ে পড়েন তিনি। এর পর শুরু ধ্বস্তাধস্তি। এমনকী তাঁকে মারধর করে পুলিশের গাড়িতে তোলা হয় এবং পরে আটক করা হয়। পরে জানা গিয়েছে, ওই ব্যক্তি রাজ্য পুলিশের কনস্টেবল। কোনও এক মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর দায়িত্বে রয়েছেন। তবে আইনের চোখে সবাই সমান। তাই শাস্তি উনিও পেয়েছেন, জানাচ্ছে পুলিশ।