Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Queen Elizabeth II: রাজকীয় ফ্যাশানের বেড়াজালে থেকেও টুপি, দোস্তানা আর স্টোনের মুকুটে স্টাইল স্টেমমেন্টে স্বতন্ত্র রানি এলিজাবেথ

Decoding Queen Elizabeth's Style: কড়া ফ্যাশানের ঘেরাটোপে থাকলেও নিজের একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছিলেন এলিজাবেথ

| Edited By: | Updated on: Sep 09, 2022 | 7:50 PM
দীর্ঘকাল অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যু রানি দ্বিতীয় এলিজাবেথের। একটা যুগের অবসান হল এলিজাবেথের মৃত্যুতে। ৯৬ বছর বয়সে মৃত্যু হল রানির। একটানা ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি

দীর্ঘকাল অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যু রানি দ্বিতীয় এলিজাবেথের। একটা যুগের অবসান হল এলিজাবেথের মৃত্যুতে। ৯৬ বছর বয়সে মৃত্যু হল রানির। একটানা ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি

1 / 7
২০১৫ সালে রানি ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে দিয়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ। তাঁর আগে এত দীর্ঘ বছর কেউ ব্রিটেনের সিংহাসনে বসেননি

২০১৫ সালে রানি ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে দিয়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ। তাঁর আগে এত দীর্ঘ বছর কেউ ব্রিটেনের সিংহাসনে বসেননি

2 / 7
তাঁর জীবদ্দশায় মোট ১৩ জন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার  থেকে শুরু করে রয়েছেন জো বাইডেন

তাঁর জীবদ্দশায় মোট ১৩ জন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার থেকে শুরু করে রয়েছেন জো বাইডেন

3 / 7
বরাবরই ভীষণ রকম ফ্যাশান সচেতন দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রতিটি ছবিতে সেই ছাপ সুস্পষ্ট। রানিকেও মেনে চলতে হত কড়া পোশাকবিধি। উজ্জ্বল ফ্লোরাল প্রিন্টের টুপি আর হালকা রঙের দোস্তানা ছিল তাঁর ফ্যাশান স্টেটমেন্ট। ড্রেসের সঙ্গে রং মিলিয়ে টুপি পরতেন তিনি। বরাবর সুন্দর ড্রেসেই দেখা যেত তাঁকে। অল্প বয়সে অধিকাংশ সময় তাঁকে দেখা যেত সাদা গাউনে। পরবর্তীতে হাঁটুঝুল স্কার্টও পরতেন।  মুখে লেগে থাকত আলগা হাসি

বরাবরই ভীষণ রকম ফ্যাশান সচেতন দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রতিটি ছবিতে সেই ছাপ সুস্পষ্ট। রানিকেও মেনে চলতে হত কড়া পোশাকবিধি। উজ্জ্বল ফ্লোরাল প্রিন্টের টুপি আর হালকা রঙের দোস্তানা ছিল তাঁর ফ্যাশান স্টেটমেন্ট। ড্রেসের সঙ্গে রং মিলিয়ে টুপি পরতেন তিনি। বরাবর সুন্দর ড্রেসেই দেখা যেত তাঁকে। অল্প বয়সে অধিকাংশ সময় তাঁকে দেখা যেত সাদা গাউনে। পরবর্তীতে হাঁটুঝুল স্কার্টও পরতেন। মুখে লেগে থাকত আলগা হাসি

4 / 7
হাঁটু ঝুল পোশাক পরলেও অনাবৃত থাকত না পা। স্কার্ট কিংবা ড্রেসের সঙ্গে টাইটস পরা ছিল রাজপরিবারের মহিলাদের রীতি। তবে এক্ষেত্রেও থাকত ট্যুইস্ট। ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে টাইটস বেছে নিতেন তাঁরা। এমনকী রাজপরিবারের নিয়ম মেনে বরাবর হাতে থাকত হালকা গোলাপি রঙের নেলপলিশ। অন্য কোনও রং কখনই পরতে দেখা যায়নি তাঁকে

হাঁটু ঝুল পোশাক পরলেও অনাবৃত থাকত না পা। স্কার্ট কিংবা ড্রেসের সঙ্গে টাইটস পরা ছিল রাজপরিবারের মহিলাদের রীতি। তবে এক্ষেত্রেও থাকত ট্যুইস্ট। ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে টাইটস বেছে নিতেন তাঁরা। এমনকী রাজপরিবারের নিয়ম মেনে বরাবর হাতে থাকত হালকা গোলাপি রঙের নেলপলিশ। অন্য কোনও রং কখনই পরতে দেখা যায়নি তাঁকে

5 / 7
রানির পছন্দ ছিল উজ্জ্বল রং। লাল, হলুদ, বেগুনি, নীল ইত্যাদি রং বিশেষ পছন্দ ছিল তাঁর। ৯৬ বছর বয়সেও তাঁর ত্বকের যা ঔজ্জ্বল্য তা ঈর্ষণীয় যে কোনও তরুণীর কাছেই। বরাবর গলায় থাকত তিন লেয়ারের মুক্তোর মালা।

রানির পছন্দ ছিল উজ্জ্বল রং। লাল, হলুদ, বেগুনি, নীল ইত্যাদি রং বিশেষ পছন্দ ছিল তাঁর। ৯৬ বছর বয়সেও তাঁর ত্বকের যা ঔজ্জ্বল্য তা ঈর্ষণীয় যে কোনও তরুণীর কাছেই। বরাবর গলায় থাকত তিন লেয়ারের মুক্তোর মালা।

6 / 7
রানির কূটনৈতিক জ্ঞান নিয়ে যত না আলোচনা হয়েছে তার থেকেও বেশি আলোচনা হয়েছে তাঁর বর্ণময় জীবন নিয়ে। প্রতিবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ-এর সময় বিশেষ পোশাক পরে যেতে তিনি। মাথার ওই ক্রাউন, হাতের দস্তানা, মিড লেন্থ চুল সব মিলিয়ে ফ্যাশানে অনন্য স্বাক্ষর রেখে গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

রানির কূটনৈতিক জ্ঞান নিয়ে যত না আলোচনা হয়েছে তার থেকেও বেশি আলোচনা হয়েছে তাঁর বর্ণময় জীবন নিয়ে। প্রতিবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ-এর সময় বিশেষ পোশাক পরে যেতে তিনি। মাথার ওই ক্রাউন, হাতের দস্তানা, মিড লেন্থ চুল সব মিলিয়ে ফ্যাশানে অনন্য স্বাক্ষর রেখে গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

7 / 7
Follow Us: