Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadal-Shakira: শাকিরা-নাদালের গোপন সম্পর্ক! যুক্তরাষ্ট্র ওপেনের আগে ফাঁস ব্যক্তিগত কিস্সা

২৩তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে কয়েকদিন পরই যুক্তরাষ্ট্র ওপেনে নেমে পড়বেন রাফায়েল নাদাল। তার আগে শিরোনামে স্প্যানিশ টেনিস তারকা। তবে কোর্টের বাইরের খবরে। বলা যায় ব্যক্তিগত কারণে। জোর গুঞ্জন, একটা সময় নাকি পপ স্টার শাকিরার সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন নাদাল! দু'জনের প্রেম নাকি আকাশ ছুঁয়েছিল।

| Edited By: | Updated on: Aug 30, 2022 | 8:06 AM
২৩তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে শীঘ্রই যুক্তরাষ্ট্র ওপেনে নেমে পড়বেন রাফায়েল নাদাল। তার আগে শিরোনামে স্প্যানিশ টেনিস তারকা। তবে কোর্টের বাইরের খবরে। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। জোর গুঞ্জন, একটা সময় নাকি পপ স্টার শাকিরার সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন নাদাল! দু'জনের প্রেম নাকি আকাশ ছুঁয়েছিল। (ছবি:টুইটার)

২৩তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে শীঘ্রই যুক্তরাষ্ট্র ওপেনে নেমে পড়বেন রাফায়েল নাদাল। তার আগে শিরোনামে স্প্যানিশ টেনিস তারকা। তবে কোর্টের বাইরের খবরে। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। জোর গুঞ্জন, একটা সময় নাকি পপ স্টার শাকিরার সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন নাদাল! দু'জনের প্রেম নাকি আকাশ ছুঁয়েছিল। (ছবি:টুইটার)

1 / 5
২০০৯ সাল থেকে রাফা ও শাকিরাকে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গিয়েছে। টেনিস কোর্টে রাফার হয়ে গলা ফাটাতে পৌঁছে যেতেন পপ তারকা। (ছবি:টুইটার)

২০০৯ সাল থেকে রাফা ও শাকিরাকে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গিয়েছে। টেনিস কোর্টে রাফার হয়ে গলা ফাটাতে পৌঁছে যেতেন পপ তারকা। (ছবি:টুইটার)

2 / 5
স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ২০০৯ সালে একটি জিপসি ভিডিও ক্লিপের জন্য গায়িকা ও টেনিস খেলোয়াড় এক ছাদের নীচে এসেছিলেন। প্রথম দেখাতেই নাকি একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা।(ছবি:টুইটার)

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ২০০৯ সালে একটি জিপসি ভিডিও ক্লিপের জন্য গায়িকা ও টেনিস খেলোয়াড় এক ছাদের নীচে এসেছিলেন। প্রথম দেখাতেই নাকি একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা।(ছবি:টুইটার)

3 / 5
অথচ সেইসময় শাকিরা ডেট করছেন স্প্যানিশ মিউজিশিয়ান আলেজান্দ্রো সাঞ্জের সঙ্গে। অন্যদিকে রাফার প্রেম চলছে স্কুলজীবনের বান্ধবী মেরি পেরেলোর সঙ্গে। সবার চোখ এড়িয়ে রাফা-শাকিরার প্রেম শুরু হয়। গোপন সম্পর্কে আর গোপন রইল না। শাকিরার সম্প্রতি জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। দুই সন্তানের মা তিনি। (ছবি:টুইটার)

অথচ সেইসময় শাকিরা ডেট করছেন স্প্যানিশ মিউজিশিয়ান আলেজান্দ্রো সাঞ্জের সঙ্গে। অন্যদিকে রাফার প্রেম চলছে স্কুলজীবনের বান্ধবী মেরি পেরেলোর সঙ্গে। সবার চোখ এড়িয়ে রাফা-শাকিরার প্রেম শুরু হয়। গোপন সম্পর্কে আর গোপন রইল না। শাকিরার সম্প্রতি জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। দুই সন্তানের মা তিনি। (ছবি:টুইটার)

4 / 5
যুক্তরাষ্ট্র ওপেনে ২৩তম গ্র্যান্ড স্লামে চোখ নাদালের। তার আগে গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় খেলার উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সমর্থকদের। নাদালের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। (ছবি:টুইটার)

যুক্তরাষ্ট্র ওপেনে ২৩তম গ্র্যান্ড স্লামে চোখ নাদালের। তার আগে গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় খেলার উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সমর্থকদের। নাদালের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: