Bollywood Gossip: অজয়ের জন্যই প্রেম জীবনে নেমেছে অভিশাপ, আবারও কি সেই একই ফাঁদে পা দিলেন রাকুল

Rakul Preet Singh: রাকুল প্রীত ও অজয় দেবগণকে একই ফ্রেমে দেখা গিয়েছিল দে দে পেয়ার দে ছবিতে। সেখানেই দেখা যায় দুজনকে জুটি বাঁধতে। পর্দায় প্রথমবার রাকুলের সঙ্গে অভিনয় করেন অজয়।

| Edited By: | Updated on: Apr 21, 2022 | 10:52 AM
রাকুল প্রীত ও অজয় দেবগণকে একই ফ্রেমে দেখা গিয়েছিল দে দে পেয়ার দে ছবিতে। সেখানেই দেখা যায় দুজনকে জুটি বাঁধতে। পর্দায় প্রথমবার রাকুলের সঙ্গে অভিনয় করেন অজয়।

রাকুল প্রীত ও অজয় দেবগণকে একই ফ্রেমে দেখা গিয়েছিল দে দে পেয়ার দে ছবিতে। সেখানেই দেখা যায় দুজনকে জুটি বাঁধতে। পর্দায় প্রথমবার রাকুলের সঙ্গে অভিনয় করেন অজয়।

1 / 6
তবে না, বয়সের ফারাক যতই থাকুক না কেন, অন্য কোনও সম্পর্কে নয়, তাঁরা দুজনেই প্রেমের সম্পর্কেই যুক্ত হয়েছিলেন এই ছবিতে। মাঝে বয়সের বড় ফারাক।

তবে না, বয়সের ফারাক যতই থাকুক না কেন, অন্য কোনও সম্পর্কে নয়, তাঁরা দুজনেই প্রেমের সম্পর্কেই যুক্ত হয়েছিলেন এই ছবিতে। মাঝে বয়সের বড় ফারাক।

2 / 6
তবে কি রাকুল বয়সে বড় অভিনেতাই পছন্দ করেন! কিছু মানুষের মনে এমনটাই প্রশ্ন জেগেছিল। কিন্তু দিনের শেষে বাস্তবটা যে এমন নয় তা বারে বারে বলতে শোনা যায় রাকুল প্রীতকে।

তবে কি রাকুল বয়সে বড় অভিনেতাই পছন্দ করেন! কিছু মানুষের মনে এমনটাই প্রশ্ন জেগেছিল। কিন্তু দিনের শেষে বাস্তবটা যে এমন নয় তা বারে বারে বলতে শোনা যায় রাকুল প্রীতকে।

3 / 6
তিনি জানিয়েছিলেন, এই ছবিটি করার পর তাঁর কাছে কেবল মাত্র ৫০ বছরের বেশি বয়সের পুরুষের থেকে প্রেমের প্রস্তাব আসতে শুরু করেছিল। যাতে তিনি রীতিমত আপত্তি জানিয়েছিলেন।

তিনি জানিয়েছিলেন, এই ছবিটি করার পর তাঁর কাছে কেবল মাত্র ৫০ বছরের বেশি বয়সের পুরুষের থেকে প্রেমের প্রস্তাব আসতে শুরু করেছিল। যাতে তিনি রীতিমত আপত্তি জানিয়েছিলেন।

4 / 6
একটা সময় তা অসহ্য হয়ে দাঁড়ায় রাকুলের কাছে। কিন্তু তিনি বেশ কিছুদিন সকলকে চেষ্টা করেও বোঝাতে পারেননি যে নিজের বয়সের দ্বিগুণ কাউকে মন দিতে চান না।

একটা সময় তা অসহ্য হয়ে দাঁড়ায় রাকুলের কাছে। কিন্তু তিনি বেশ কিছুদিন সকলকে চেষ্টা করেও বোঝাতে পারেননি যে নিজের বয়সের দ্বিগুণ কাউকে মন দিতে চান না।

5 / 6
আবারও তিনি জুটি বাঁধলেন অজয় দেবগণের সঙ্গে। ছবির নাম রানওয়ে ৩৪। না, তবে পুরোনো ভুল আর করলেন না তিনি। সাফ জানা গেল এই ছবিতে কেবলই দুজনের পাঠ পাইলটের মাত্র। তার বাইরে কিছু নয়।

আবারও তিনি জুটি বাঁধলেন অজয় দেবগণের সঙ্গে। ছবির নাম রানওয়ে ৩৪। না, তবে পুরোনো ভুল আর করলেন না তিনি। সাফ জানা গেল এই ছবিতে কেবলই দুজনের পাঠ পাইলটের মাত্র। তার বাইরে কিছু নয়।

6 / 6
Follow Us: