Spanish Cup: বিলবাওকে হারিয়ে ১২তম স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের (Spanish Cup) ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে (Athletic Bilbao) হারিয়ে চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। গত বারের চ্যাম্পিয়ন বিলবাওকে এ বারের ফাইনালে ২-০ গোলে হারাল করিম বেঞ্জেমারা। শেষের দিকে ১০ জনে নেমে যায় রিয়াল। কিন্তু তাতেও কোনও সুবিধা করতে পারেনি বিলবাও।
Most Read Stories